WPL 2023: হাড্ডহাড্ডি ক্রিকেটের আশায় টেলিভিশনের সামনে বসেছিলেন ক্রিকেট অনুরাগীরা, কিন্তু আশাহতই হতে হলো তাঁদের। একপেশে ম্যাচে গুজরাত জায়ান্টসকে একপ্রকার গুঁড়িয়ে দিয়েই দুই পয়েন্ট ঝুলিতে ভরে নিলো দিল্লী ক্যাপিটালস (DC) দল। মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিপক্ষে হেরে হোঁচট খেয়েছিলেন মেগ ল্যানিং-রা (Meg Lanning)। আজ গুজরাতের বিরুদ্ধে নিজেদের প্রমাণের ম্যাচে জ্বলে উঠতে দেখা গেলো তাঁদের।
খেলা শুরুর আগে একদম ভিন্ন মেরুতে অবস্থান ছিলো দুই দলের। টানা দুই ম্যাচ জেতার পর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ‘ল অফ অ্যাভারেজ’-এর শিকার হয়েছিলো দিল্লী ক্যাপিটালস (DC)। হারতে হয়েছিলো ৮ উইকেটে। লীগ তালিকার শীর্ষে যাওয়ার লড়াইতে মুম্বইয়ের ওপর চাপ বজায় রাখতে এই ম্যাচ জিততেই হত শেফালী ভার্মা (Shafali Verma), জেমিমা রড্রিগেসদের (Jemimah Rodrigues)। অ্যালিস ক্যাপসি’র বদলে আজ লরা হ্যারিসকে (Laura Harris) প্রথম একাদশে সুযোগ দিয়েছিলো দিল্লী দল।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
অপরদিকে প্রথম দুই ম্যাচে টানা হারের পর গুজরাত জায়ান্টস (GGT) প্রথম জয় পেয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র (RCB) বিরুদ্ধে। আজ তাদের সামনে সুযোগ ছিলো দ্বিতীয় জয় তুলে নিয়ে প্লে-অফের লড়াইতে সামিল হওয়ার। বেঙ্গালুরু বধের নায়িকা সোফিয়া ডাঙ্কলিকে (Sophia Dunkley) বাদ দিয়ে নবাগতা লরা উলভার্টকে (Laura Wolvaardt) খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলো গুজরাত (GGT) শিবির। ব্যুমেরাং হয়ে ফিরলো এই বদল। থিঙ্কট্যাঙ্কের অঙ্ক কষার ভুলের মাশুল দিতে হলো স্নেহ রানাদের। আজকের ম্যাচে দিল্লী ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে তাঁরা হারলেন ১০ উইকেটের ব্যবধানে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
গুজরাত’কে গুটিয়ে দিলেন মারিজান কাপ-

প্রথম ম্যাচে বোলার হিসেবে বিশেষ সুবিধা করতে না পারলেও ব্যাটার হিসেবে সাফল্য পেয়েছিলেন ম্যারিজান কাপ (Marizanne Kapp)। তখন সাক্ষাৎকারে বলেছিলেন অলরাউন্ডার হওয়ার সুবিধা রয়েছে। কখনো বোলিং-এ সফল না হলে ব্যাট হাতে দল জয় এনে দেওয়ার চেষ্টা করা যায়,আবার কখনো হয় উল্টোটা। আজ বোলিং-এর জাদুও উইমেন্স প্রিমিয়ার লীগের দর্শকদের সামনে পেশ করলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।
সাবভিনেনী মেঘনার সাথে আজ গুজরাত জার্সিতে ওপেন করতে নেমেছিলেন লরা উলভার্ট (Laura Wolvaardt)। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে দেখা গিয়েছিলো তাঁকে। বেথ মুনি (Beth Mooney) ছিটকে যাওয়ায় পরিবর্ত হিসেবে লরা’কে নিয়েছে গুজরাত দল। কিন্তু প্রথম ম্যাচে দাগ কাটতে ব্যর্থ হলেন তিনি। মাত্র ১ রান করেই কাপের বলে সাজঘরের রাস্তা দেখলেন লরা। মেঘনা ও অ্যাশলি গার্ডনারকে (Ashleigh Gardner) খাতাই খুলতে দেন নি কাপ (Marizanne Kapp)। টপ অর্ডারে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন হরলীন দেওল (Harleen Deol)। ১৪ বলে ২০ রান করে তিনিও মারিজান কাপের বলে উইকেট হারান।
তারা নরিস এবং কিম গার্থের (Kim Garth) পর তৃতীয় বোলার হিসবে উইমেন্স প্রিমিয়ার লীগে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন মারিজান কাপ। সুষমা ভার্মাকে আউট করে নিজের ‘ফাইফার’ সম্পূর্ণ করেন তিনি। ৩৩ রানে এক সময় ৬ উইকেট হারিয়েছিলো গুজরাত। মুম্বই ম্যাচের মত হতশ্রী অবস্থা হবে ফের, এমন আশঙ্কাই দানা বেঁধেছিলো সমর্থকদের মনে। তবে লড়াই করলেন জর্জিয়া ওয়ারহ্যাম (Georgia Wareham) এবং কিম গার্থ। জর্জিয়া ২২ রান করেন। আর শেষ অবধি টিকে থেকে ৩৮ বলে ৩২ রানের ইনিংস খেলেন কিম। তিনি দলের স্কোর পৌঁছে দেন ১০০’র ওপারে। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৫ রান তোলে গুজরাত (GGT)। ৩ উইকেট নেন শিখা পান্ডে। একটি নেন রাধা যাদব।
শেফালী ঝড়ে তছনছ জায়ান্টস’রা-

প্রথম ম্যাচে ৮৪ রান করেছিলেন শেফালী ভার্মা (Shafali Verma)। তার পরের দুই ম্যাচে রান আসে নি আশানুরূপ। সেই হতাশা আজ সুদে-আসলে মিটিয়ে নিলেন তিনি। নবি মুম্বইয়ের মাঠে ব্যাট হাতে রীতিমত ঝড় তূলতে দেখা গেলো ভারতীয় তরুণীকে। কিম গার্থ, অ্যাশলি গার্ডনার-দের মত আন্তর্জাতিক ক্রিকেটের তারকাদের সাধারণের স্তরে নামিয়ে এনে দিল্লীকে ১০ উইকেটে জয় এনে দিলেন তিনি। অপরপ্রান্তে অধিনায়ক মেগ ল্যানিং (Meg Lanning) আজ অনেক শান্ত। বিধ্বংসী শেফালীর উল্টোদিকে ‘অ্যাঙ্কর’-এর ভূমিকা পালন করতে দেখা গেলো আজ তাঁকে।
মাত্র ২৮ বল খেলেছেন আজ শেফালী (Shafali Verma)। তাতেই মেরেছেন ১০টি চার এবং ৫টি ছক্কা। ২৮ বলে ৭৬ রান করে অপরাজিত তিনি। স্ট্রাইক রেট ২৭২-এর আশেপাশে। আজ যে ছন্দে তাঁকে ব্যাট করতে দেখা গেলো, তাতে এই ইনিংসটি যে উইমেন্স প্রিমিয়ার লীগের ‘হল অফ ফেম’-এ জায়গা করে নেবে তা বলাই যায়। উল্টোদিকে ১৫ বলে ২১ রান করে অপরাজিত রইলেন মেগ ল্যানিং (Meg Lanning)। কমলা টুপি এখনও শোভা পাচ্ছে তাঁরই মাথায়।
মুম্বইয়ের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতা, ৮ উইকেটে হারের পর ঘুরে দাঁড়াতে একটা বড় জয় দরকার ছিলো দিল্লী’র। গুজরাতের বিপক্ষে তা আসায় নিশ্চয়ই আত্মবিশ্বাস বাড়বে দলের। ৪ ম্যাচে ৩ জয়, ১ হার। মুম্বইয়ের সাথে পয়েন্টের নিরিখে ফের একই বিন্দুতে এসে পৌঁছালো দিল্লী। যদিও মুম্বই এক ম্যাচ কম খেলেছে। আগামী সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দ্বিতীয় পর্বের খেলা দিল্লী’র। এখন থেকেই প্লে-অফের ভাবনা নিশ্চয়ই ঘুরছে মেগ ল্যানিং-দের মনে।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur