WPL 2023: গত ৪ মার্চ থেকে শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লীগ। ছেলেদের ক্রিকেটের আইপিএলের ধাঁচে মেয়েদের ক্রিকেটেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট চালু করার কথা ভেবেছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। গতকাল ছিলো দু’টি ম্যাচ। দিনের প্রথম খেলায় মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে তারকাখচিত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দলকে ৬০ রানে হারিয়ে যাত্রা শুরু করলো দিল্লী ক্যাপিটালস (DC)।
টসে জিতে প্রতিপক্ষকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছিলেন বেঙ্গালুরু অধিনায়ক স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। দিল্লীর পক্ষে দুরন্ত ব্যাটিং করলেন মেগ ল্যানিং (Meg Lanning) এবং শেফালী ভার্মা )(Shafali Verma)। তাঁদের দু’জনের ওপেনিং জুটিতে ওঠে ১৬২ রান। ঝোড়ো ব্যাটিং করেন ভারতের জেমাইমা রড্রিগেজ এবং দক্ষিণ আফ্রিকার মারিজান কাপ’ও (Marizanne Kapp)। নির্ধারিত ২০ ওভারে দিল্লী তোলে ২২৩ রান।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে পারেন নি বেঙ্গালুরু অধিনায়ক স্মৃতি মন্ধানা। হেদার নাইট (Heather Knight), এলিস পেরী’রা (Ellyse Perry) চেষ্টা করলেও ১৬৩ রানের বেশী এগোয় নি আরসিবি ইনিংস। টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ ঘিরে অনুরাগীদের আগ্রহ ছিলো তুঙ্গে। ম্যাচ নিয়ে নানা মন্তব্যে সমাজমাধ্যমের দেওয়াল ভরিয়েছেন তাঁরা। পাশাপাশি দর্শকাসনে উপস্থিত এক ক্রিকেটভক্তের বিশেষ পোস্টারটিও নজর এড়ায় নি ক্রিকেটজনতার। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তা।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
ক্যামেরাম্যানের উদ্দেশ্যে বার্তা রাখলেন জনৈক সমর্থক-
সমর্থকরাই যে কোনো খেলার মেরুদন্ড। এমন কথা বারবার ক্রীড়াবিদদের বলতে শোনা যায়। ফাঁকা স্টেডিয়ামে খেলতে পছন্দ করেন না কেউই। ভরা গ্যলারির চিৎকার, বাদ্যযন্ত্রের আওয়ার ক্রীড়াবিদদের অ্যাড্রিনালিন যোগায়। আরও ভালো পারফর্ম করতে উদ্বুদ্ধ করে। কোভিড অতিমারীচলাকালীন সেই সময় ফাঁকা স্টেডিয়ামে খেলার দিনগুলোকে দূর্বিষহ বলে বর্ণনা করেছেন অনেকেই। তবে অতিমারির কালো দিনগুলি বর্তমানে পেরিয়ে এসেছি আমরা। ক্রিকেট গ্যালারিতে ফিরেছেন দর্শকেরা। কোনোরকম বিধিনিষেধ ছাড়াই এখন চলতে পারছে খেলা।
WPL-এ গ্যালারি ক্রিকেটজনতার জন্য খুলে দেওয়া হয়েছে। প্রথম দুই দিনে মবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়াম এবং মুম্বইয়ের ব্র্যাবোর্ন মাঠে ভালো ভীড়ও হয়েছে। গ্যালারি থেকে শোনা গি্যেছে শব্দব্রহ্ম, দেখা গিয়েছে মেক্সিকান ওয়েভ। পোস্টারে প্রিত ক্রিকেটারদের প্রতি বার্তা লিখে নিয়ে যাওয়ার রীতি অনেকদিনের। সেই চেনা পন্থা অবলম্বন করেই কোনো ক্রিকেটার নয়, বরং ক্যামেরাম্যানের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিতে দেখা গেলো ব্র্যাবোর্ন মাঠে উপস্থিত এক ক্রিকেট অনুরাগীকে।
আইপিএলের সময় গ্যালারিতে উপস্থিত মেয়েদের দিকে প্রায়ই ফোকাস করে ক্যামেরা। লেন্সবন্দী সুন্দরীদের পরিচয় নিয়ে শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এবার WPL ক্যামেরাম্যানের থেকে সাম্যের দাবী করেছেন জনৈক ক্রিকেটফ্যান। লেখেন, “প্রিয় ক্যামেরাম্যান, আইপিএলে যখন মেয়েদের দেখানো হয়, তাহলে ডব্লিউপিএলে পুরুষদের দিকে ক্যামেরা ঘোরানো হোক।” লিঙ্গসাম্যতাবজায় রাখার এমন আজব দাবী দেখে হাসিতে মেতেছে সোশ্যাল মিডিয়া। অনেকেই ব্র্যাবোর্নের পোস্টারকে ‘একদম সঠিক’ আখ্যা দিচ্ছেন।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur
দেখে নিন ট্যুইটার চিত্র-
कैमरानमैन लड़कियों की खूबसूरती पर फिसल जाता है. इसलिए हम जैसे हैंडसम लड़को को TV स्क्रीन पर नहीं दिखाता है. यह भेदभाव नहीं चलेगा, नहीं चलेगा…
— Rubin Ahmad (@rubinahmad92) March 5, 2023
Camera'men' will be camera'men'.
— movieman (@movieman777) March 5, 2023
Fans demand at the WPL. pic.twitter.com/HdgSH3Cd5z
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 5, 2023
Cameramen women ko banaoooo…
— Samael 🇮🇳 (@misal_pavvv) March 5, 2023
Full support 🙏
— Ronaq🍩 (@Ronaq_17) March 5, 2023
Strong Message 😂
— Sagar Pisal 🇮🇳 Jai Hind (@sagarpisaal) March 5, 2023
Hum ladke hai na 😔
— KL ♔ (@injured_hu) March 5, 2023