RCB vs DC: গতকাল এক নয়া ইতিহাসের সাক্ষী হয়েছে ভারতের ক্রিকেটজনতা। পুরুষদের আইপিএলের ঠিক দেড় দশক পর মহিলাদের ক্রিকেটেও ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতা WPL চালু করার পথে হেঁটেছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা BCCI। এই নয়া টুর্নামেন্ট নিয়ে আগ্রহ ছিলোই। প্রত্যাশাপূরণে একেবারেই ব্যর্থ হয় নি ডব্লু পি এল। প্রথম ম্যাচে জমজমাট ক্রিকেটের স্বাদ উপভোগ করেছেন অনুরাগীরা।
টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার ক্রিকেট ভক্তদের জন্য বিনোদনের ডবল ডোজ নিয়ে হাজির WPL। দিনের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মাঠে নামছে দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে। আইপিএলের দুই জনপ্রিয় দল WPL-এর লড়াইতে কেমন পারফর্ম করে তা জানতে ইতিমধ্যেই সপ্তমে চড়েছে আগ্রহ। দুই দলেই রয়েছে মহাতারকাদের ভীড়। রয়্যাল চ্যালেঞ্জার্সের স্মৃতি মন্ধানা (Smriti Madhana), এলিস পেরী (Elysse Perry), রিচা ঘোষদের মোকাবিলা করার জন্য দিল্লীর জার্সিতেও মাঠে নামতে চলেছেন শেফালী ভার্মা (Shafali Verma), মেগ ল্যানিং’রা (Meg Lanning)।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
শক্তিশালী বেঙ্গালুরুকে হারিয়ে প্রথম ম্যাচেই জয় তুলে নিতে দিল্লী দলের অস্ত্র হতে পারেন জেমাইমা রড্রিগেজ (Jemimah Rodrigues)। সাম্প্রতিক কালে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। টি-২০ বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। আগামীকালের মহারণে কারা হবেন দিল্লীর এগারো যোদ্ধা? রইলো সম্পূর্ণ সম্ভাব্য একাদশের হদিশ।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
WPL ম্যাচের সময়সূচী-
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বনাম দিল্লী ক্যাপিটালস (DC)
ম্যাচ নং- ০২
তারিখ- ০৫/০৩/২০২৩
ভেন্যু- ব্র্যাবোর্ন স্টেডিয়াম, মুম্বই
সময়- দুপুর ০৩:৩০ (ভারতীয় সময়)
Brabourne Stadium Pitch Report (পিচ রিপোর্ট)-

মুম্বইয়ের ঐতিহাসিক ব্র্যাবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বনাম দিল্লী ক্যাপিটালস (DC) ম্যাচটি। এই মাঠে এর আগে পুরুষদের ১৮টি টেস্ট, ৯টি একদিনের ম্যাচ এবং ১টি আন্তর্জাতিক টি-২০ হয়েছে। আইপিএলের ২৬টি ম্যাচও আয়োজিত হয়েছে এই মাঠে। মহিলাদের ক্রিকেটের সাথেও ভালোভাবে পরিচিত ব্র্যাবোর্ন স্টেডিয়াম।
মহিলাদের ১২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ১০টি আন্তর্জাতিক টি-২০ এই মাঠে অনুষ্ঠিত হয়েছে। উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL) ১১টি ম্যাচ হবে এই মাঠে। ব্র্যাবোর্ন’কে বরাবরই ব্যাটিং স্বর্গ বলা হয়ে থাকে। মাঠটি আয়তনে ছোটো হওয়ায় বড় শট মারা সহজ হয় ব্যাটারদের পক্ষে। দুই দলেই পাওয়ার হিটারের অভাব নেই। সেই কারণে চার-ছক্কার বৃষ্টি দেখার আশা করতেই পারেন দর্শকেরা।
পিচে ব্যাটারদের জন্য সাহায্য থাকবে। তবে স্পিনাররাও খানিক সাহায্য আশা করতে পারেন। এর আগে মেয়েদের যে ১০টি টি-২০ ম্যাচ এই মাঠে হয়েছে সেখানে ৫টি ম্যাচে প্রথমে ব্যাট করা দল জয় পেয়েছে। ৫ ম্যাচে জয় এসেছে রান তাড়া করে। প্রথম ইনিংসের গড় স্কোর থাকে ১৬৫। দ্বিতীয় ইনিংসে তা কমে দাঁড়ায় ১৪৯-তে। দুপুরে ম্যাচ হওয়ায় শিশিরের বড় ফ্যাক্টর হয়ে ওঠার সম্ভাবনা কম। টসজয়ী দল প্রথমে ব্যাটিং করতে পারে।
Mumbai Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

উইমেন্স প্রিমিয়ার লীগের দ্বিতীয় ম্যাচটি হবে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে। দুপুর ০৩:৩০ থেকে খেলা হওয়ার ম্যাচ চলাকালীন তাপমাত্রা উষ্ণ থাকারই সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ম্যাচের দিন অর্থাৎ রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। আর দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে।
ম্যাচের সময় ১৮ কিমি/ঘন্টা বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৩৪ শতাংশ। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সম্পূর্ণ ৪০ ওভারের ক্রিকেটের আনন্দ উপভোগ করার আশা করতেই পারেন অনুরাগীরা।
Live Streaming Details-
৯৫১ কোটি টাকার বিনিময়ে ২০২৩ থেকে ২০২৭ অবধি WPL-এর সম্প্রচার স্বত্ব নিয়েছে ভায়াকম ১৮। স্পোর্টস ১৮ চ্যানেলে সরাসরি দেখা যাবে এই টুর্নামেন্ট। এছাড়াও জিও সিনেমা অ্যাপে বিনামূল্যে দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বনাম দিল্লী ক্যাপিটালস (DC) ম্যাচটি।
সম্ভাব্য একাদশ-
ওপেনার- শেফালী ভার্মা, অ্যালিস ক্যাপসি
মিডল অর্ডার- মেগ ল্যানিং, জেমাইমা রড্রিগেজ, ম্যারিজেন কাপ
ফিনিশার- লরা হ্যারিস
বোলার- শিখা পান্ডে, রাধা যাদব, অরুন্ধতী রেড্ডি, পুনম যাদব
উইকেটরক্ষক- তানিয়া ভাটিয়া
দিল্লী ক্যাপিটালস (DC)-এর সম্ভাব্য একাদশ WPL-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-এর বিরুদ্ধে-
শেফালী ভার্মা, অ্যালিস ক্যাপসি, মেগ ল্যানিং (অধিনায়ক), জেমাইমা রড্রিগেজ, ম্যারিজেন কাপ, লরা হ্যারিস, তানিয়া ভাটিয়া, লরা হ্যারিস, শিখা পান্ডে, রাধা যাদব, অরুন্ধতী রেড্ডি, পুনম যাদব।