WPL 2023: দ্বিতীয় সপ্তাহে পা দিয়েছে উইমেন্স প্রিমিয়ার লীগ। সাথে সাথেই শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় পর্বের খেলাও। আজ দ্বিতীয়বার দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নেমেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একে অন্যের বিরুদ্ধে ম্যাচ খেলেই উইমেন্স প্রিমিয়ার লীগের যাত্রা শুরু করেছিলো দুই দল। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে সেই ম্যাচে দিল্লী ৬০ রানে পরাজিত করেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্সকে। মেগ ল্যানিং-শেফালী ভার্মা জুটির সৌজন্যে ২২৩ রান করেছিলো দিল্লী (DCW)। ১৬৩তে শেষ হয় বেঙ্গালুরু (RCBW) ইনিংস। দুই দলের প্রথম সাক্ষাতের পর থেকে তাদের পারফর্ম্যান্সের গ্রাফ একেবারেই বিপরীতমুখী এই প্রতিপযোগিতায়।
একমাত্র মুম্বই ইন্ডিয়ান্সের (MIW) বিরুদ্ধে ৮ উইকেটে হার ব্যতীত ঝকঝকে পারফর্ম্যান্স দেখা গিয়েছে দিল্লী ক্যাপিটালসের পক্ষ থেকে। ফর্মে রয়েছেন অধিনায়ক মেগ ল্যানিং (Meg Lanning)। দুরন্ত ব্যাটিং দেখা গেছে শেফালী ভার্মা, অ্যালিস ক্যাপসি, মারিজান কাপ (Marizanne Kapp), জেমিমা রডিগেজদের থেকেও। বল হাতে ভরসা যুগিয়েছেন তারা নরিস, শিখা পান্ডে (Shikha Pandey)। প্রথম চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে তারা, দুটিতে নির্ধারিত ২০ ওভারে দুশোর গন্ডীও পেরিয়েছে। রিটার্ন লেগের ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে ফেভারিট হিসাবেই আজ মাঠে নেমেছিলো দিল্লী ক্যাপিটালস (DCW)।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
অপরপক্ষে তারকাখচিত দল নিয়েও ডব্লুপিএলে একদমই দাগ কাটতে পারে নি বেঙ্গালুরু (RCBW)। প্রথম ম্যাচে দিল্লীর বিরুদ্ধে হার দিয়ে যে দুঃস্বপ্নের সূচনা হয়েছিলো, তার ঘোর কাটছেই না রয়্যাল চ্যালেঞ্জার্সের। প্রথম চার ম্যাচের প্রতিটিতে হার। লজ্জার রেকর্ড ঝেড়ে ফেলে ঘুরে দাঁড়াতে আজ জয় একান্ত দরকার ছিলো আরসিবি’র। কিন্তু টপ অর্ডারের ব্যর্থতায় আজকেও বদলালো না ছবিটা। ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে টানা পঞ্চম হারের মুখ দেখলেন হিদার নাইট (Heather Knight), সোফি ডিভাইন’রা (Sophie Devine)। এলিস পেরী (Ellyse Perry), রিচা ঘোষের (Richa Ghosh) লড়াই ব্যর্থ করে আজ বেঙ্গালুরু হারলো ৬ উইকেটে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
পেরীর ব্যাটে রানের ঝলক,জাত চেনালেন রিচা-

নিলামে ৩ কোটি ৪০ লাখ টাকার বিনিময়ে স্মৃতি মন্ধানাকে দলে নিয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। টুর্নামেন্টের সবচেয়ে দামী ক্রিকেটার তিনি। অর্থের দিক থেকে টেক্কা দিচ্ছেন বাবর আজমদের (Babar Azam) মত মহাতারকার পিএসএলের বেতনকে। কিন্তু বাইশ গজের পারফর্ম্যান্সে নিজের নামের প্রতি এখনও সুবিচার করে উঠতে পারছেন না স্মৃতি। পঞ্চম ম্যাচে এসেও শান্তই রইলো বেঙ্গালুরু অধিনায়কের ব্যাট। ১৫ বলে মাত্র ৮ রান করলেন তিনি। শিখা পাণ্ডের (Shikha Pandey) শিকার হয়ে ফিরলেন সাজঘরে। স্মৃতির অফ ফর্ম ফের একবার চিন্তা বাড়ালো বেঙ্গালুরু সমর্থকদের।
আরেক ওপেনার সোফি ডিভাইন (Sophie Divine) সময় নিয়ে ইনিংসকে দীর্ঘ করতে চেয়েছিলেন, কিন্তু ১৯ বলে ২১ রান করে শিখার বলেই সাজঘরে ফিরলেন তিনিও। আজ হিদার নাইটও (Heather Knight) ব্যাট হাতে বিশেষ সুবিধা করতে পারেন নি। মাত্র ১১ রান করে আউট হন তিনি। এরপর ভারত ও অস্ট্রেলিয়া যুগলবন্দী দেখা গেলো ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে। রিচা ঘোষের সাথে জুটি গড়ে ডুবতে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স (RCB) নৌকাকে টেনে তুললেন এলিস পেরী (Ellyse Perry)। মেয়েদের ক্রিকেটে ঝোড়ো ব্যাটার হিসেবে নাম রয়েছে রিচা’র (Richa Ghosh)। উইমেন্স প্রিমিয়ার লীগের প্রথম চার ম্যাচে চলছিলো না তাঁর ব্যাট। আজ কিন্তু বাইশ গজে রিচা (Richa Ghosh) ঝড় তুললেন। মাত্র ১৬ বলে ৩টি ছক্কা এবং ৩টি চারের মাধ্যমে মূল্যবান ৩৭ রান করেন তিনি।
রয়্যাল চ্যালেঞ্জার্স দলে ব্যাট হাতে একমাত্র ধারাবাহিক মনে হচ্ছে এলিস পেরীকেই (Ellyse Perry)। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গুজরাত জায়ান্টস (GGT), মুম্বই ইন্ডিয়ান্স (MI) ম্যাচে ৩০ এর বেশী রান করেছেন। এর আগে ইউ পি ওয়ারিয়র্সের (UPW) বিপক্ষে অর্ধশতক ছিলো তাঁর। আজ দিল্লীর বিরুদ্ধেও বড় রান করলেন তিনিই। অপরপ্রান্তে স্মৃতি, সোফি, হিদারের মত তারকারা যখন একে একে সাজঘরে ফিরছেন তখন উইকেটে টিকে থেকে বেঙ্গালুরু স্কোরবোর্ডকে সচল রাখলেন পেরী। ৫২ বলে ৪টি চার এবং ৫ ছক্কার সাহায্যে ৬৭ রান করে অপরাজিত রইলেন তিনি। কঠিন পরিস্থিতিতে প্রথমে সময় নিয়ে, পরে ইনিংসের গতি বাড়ালেন পেরী (Ellyse Perry)। মূলত তাঁর এবং রিচার (Richa Ghosh) ৭৪ রানের পার্টনারশিপটির সুবাদেই রয়্যাল চ্যালেঞ্জার্সে পৌঁছায় ১৫০ রানে।
চতুর্থ ম্যাচ জিতে নিলো দিল্লী ক্যাপিটালস-

ব্যাটিং বরাবরই ভরসার জায়গা দিল্লী’র। চার ম্যাচের তিনটিতেই ব্যাটিং-এর বদান্যতায় জয় এসেছিলো তাদের। ১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ল্যানিং-শেফালী জুটির দিকে তাকিয়ে ছিলো দল। আজ অবশ্য শুরুতেই ঝড় দেখা গেলো না। প্রথম ওভারে মেগান শ্যুটের (Megan Schutt) বলে বোল্ড হন শেফালী (Shafali Verma)। গত ম্যাচে আগুনে ব্যাটিং করা ভারতীয় ওপেনার আজ করলেন গোল্ডেন ডাক। অধিনায়ক ল্যানিং’ও (Meg Lanning) আজ সাবলীল ছিলেন না ব্যাট হাতে। সময় নিয়ে থিতু হওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ১৮ বলে ১৫ রান করে আশা শোভনার বলে উইকেট ছুঁড়ে দেন তিনিও।
লরা হ্যারিসকে সরিয়ে আজ দিল্লী দলে ফিরিয়েছিলো অ্যালিস ক্যাপসি’কে (Alice Capsey)। তিন নম্বরে নেমে দ্রুত গতিতে স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে গেলেন তিনি। ২৪ বলে ৮ টি চারের সাহায্যে ৩৮ রান করে ফেরেন ক্যাপসি। ভারতের হয়ে তিন নম্বরে খেলেন জেমিমা রড্রিগেজ। দিল্লী তাঁকে খেলাচ্ছে চার নম্বরে। নতুন ভূমিকায় আজও সফল তিনি। ৩২ রানের ইনিংস খেললেন তিনি। ১৫তম ওভারে জেমিমা’কে (Jemimah Rodrigues) ফিরিয়ে বেঙ্গালুরু শিবিরে ক্ষণিকের জন্য আশা জাগিয়েছিলেন আশা শোভনা। তবে অচিরেই নিভলো তা।
শেষ ওভারে বাকি ছিলো নয় রান। রেণুকা সিং ঠাকুরের (Renuka Singh Thakur) প্রথম দুই বলে কেবল দুটি সিঙ্গল নিতে পেরেছিলেন যে জোনাসেন এবং মারিজান কাপ। ম্যাচ যখন ‘লাস্ট বল থ্রিলারের’ দিকে এগোচ্ছে তখনই পরপর দুই বলে দুই ছক্কা মেরে পাল্লা দিল্লীর দিকে ঝুঁকিয়ে দেন জোনাসেন (Jess Jonassen)। ১৫ বলে ২৯* করে দিল্লীর জয়ে বড় ভূমিকা রাখলেন তিনি। ৩১ রান করে অপরাজিত থাকলেন মারিজান’ও (Marizanne Kapp)। পাঁচ ম্যাচের পর দিল্লী ক্যাপিটালসের (DCW) সংগ্রহ ৮ পয়েন্ট। শীর্ষে থাকা মুম্বইয়েরও (MIW) তাই। তবে তারা একটি ম্যাচ কম খেলেছে। শীর্ষ দুই স্থানে যে দিল্লী এবং মুম্বই থাকবে, তা একপ্রকার নিশ্চিত। তাদের সঙ্গী হবে কোন দল, সেই নিয়েই এখন তুঙ্গে আগ্রহ।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur