World Cup 2023: “যেভাবে ও দল সামলাচ্ছে…” রোহিত শর্মা’র অধিনায়কত্ব প্রসঙ্গে ফের বিস্ফোরক শোয়েব আখতার !! 1

World Cup 2023: ক্রিকেটজনতার শয়নে-স্বপনে-জাগরণে এখন শুধুই বিশ্বকাপ (ICC World Cup 2023)। ভারতের মাটিতে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ক্রিকেটদুনিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্ট। বিশ্বকাপকে সামনে রেখে সেজে উঠছে ভারতের বিভিন্ন প্রান্তের দশটি শহর। এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপের (ICC World Cup 2023) আয়োজন হচ্ছে ভারতে। তবে এর আগের তিনবার বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার মত উপমহাদেশের অন্যান্য ক্রিকেটীয় শক্তির সাথে আয়োজনের মঞ্চ ভাগ করতে হয়েছিলো, এবারই প্রথম সম্পূর্ণ বিশ্বকাপের আসর বসতে চলেছে এশিয়ার কোনো দেশে। এমনকি ১৯৭৯’র পর এই প্রথম সম্পূর্ণ বিশ্বকাপ আয়োজন করছে একটিই দেশ। এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে প্রস্তুতিতে কোনো ফাঁক রাখছেন না আয়োজক সংস্থা আইসিসি।

দেশের মাটিতে যেহেতু বিশ্বকাপ (ICC World Cup 2023), সেহেতু প্রত্যাশার চাপ অনেকটা বেশী ভারতীয় দলকে। ঘিরে। ২০১১ সালে শেষ যেবার ভারতবাসী চোখের সামনে বিশ্বকাপ দেখার সুযোগ পেয়েছিলেন, সেইবার খেতাব এসেছিলো টিম ইন্ডিয়ার ঝুলিতেই। মাঝে কেটে গিয়েছে বারো বছর। ২০১৫ এবং ২০১৯ সালে যথাক্রমে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে থেমে গিয়েছে ভারতের বিশ্বকাপ যাত্রা। এবার অর্থাৎ ২০২৩ সালে মধুরেণ সমাপয়েৎ-এর আশায় ভারতের ১৪০ কোটি জনতা। ২০১১ সালে যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ভারতকে বিশ্বকাপ উপহার দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি, তার মতই ঝলসে উঠুক বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) মগজাস্ত্র, চলছে প্রার্থনা। টুর্নামেন্ট শুরুর দিনকয়েক আগে রোহিতকে নিয়ে আশার বাণী শোনালেন পাক প্রাক্তনী শোয়েব আখতার (Shoaib Akhtar)।

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

নেতা রোহিতের ব্যাপারে সুর বদল শোয়েবের-

Shoaib Akhtar | ICC World Cup 2023 | Image: Twitter
Shoaib Akhtar | Image: Twitter

দিনকয়েক আগেই সাংবাদিক বোরিয়া মজুমদারকে (Boria Majumdar) দেওয়া এক সাক্ষাৎকারে শোয়েব আখতার (Shoaib Akhtar) খানিক সমালোচনাই করেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma)। ভারতের শ্রেষ্ঠ অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে বেছে নিয়েছিলেন তিনি। একইসাথে হিটম্যান সম্পর্কে বলেছিলেন, রোহিত একজন দারুণ মানুষ কিন্তু নেতা হিসেবে চাপে পরে যান আর সেই দলকেও চাপে ফেলে দেন শুনতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু আমার মনে হয় ওর অধিনায়কত্বের দায়িত্ব নেওয়া উচিৎ হয় নি স্বয়ং বিরাট কোহলিরও রোহিতের সমান প্রতিভা নেই একজন ধ্রুপদী ব্যাটার কিন্তু আমি মাঝে মাঝে নিজেকেই প্রশ্ন করি কি আদৌ অধিনায়কত্বের জন্য তৈরি? কি আদৌ প্রতিকূল পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে?”

World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

গত মাসে শ্রীলঙ্কার মাটিতে ভারতের এশিয়া কাপ জয়ের পর নিজের পূর্বের অবস্থান থেকে ১৮০ ডিগ্রী ঘুরে গেলেন শোয়েব আখতার। প্রাক্তন পাকিস্তানী পেসার মাতলেন অধিনায়ক রোহিতের (Rohit Sharma) প্রশংসায়। ‘দ্য ক্রিকেট শো’ নামে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, “যে অধিনায়ককে গত এক-দুই বছর ধরে ভারত খুঁজছিলো, রোহিতের মধ্যেই তার দেখা মিলেছে। দেখুন কিভাবে রোহিত বোলিং পরিবর্তন করছে। যেভাবে ও দল সাজাচ্ছে, ওর টিম কম্বিনেশন দুর্দান্ত। আপনারা আজ জিতেছেন বলে আমি বলছি না, আমি বলছি কারণ ভারতীয় দল কুলদীপ যাদবকে ফিরিয়ে এনেছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মত দলও তাকিয়ে দেখেছে ভারত কিভাবে এশিয়া কাপে জয় পেয়েছে। গোটা বিশ্বের কাছে ভারত বার্তা দিয়ে দিয়েছে যে বিশ্বকাপে তারা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে দেশের মাঠে।” পাক অধিনায়ক বাবর আজমের সমালোচনা করতেও শোনা যায় শোয়েব’কে।

ভারত-পাক সেমিফাইনাল দেখছেন শোয়েব-

Ind vs pak | ICC World Cup 2023 | Image: Getty Images
IND vs PAK | Image: Getty Images

বিশ্বকাপ (ICC World Cup) মানেই ক্রিকেটদুনিয়ার সকলের নজর ভারত-পাক (IND vs PAK) দ্বৈরথের উপর। এই বছর ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা রয়েছে দুই দেশের। ক্রিকেটের এই ‘এল-ক্লাসিকো’কে ঘিরে ইতিমধ্যেই চড়েছে উত্তেজনার পারদ। আহমেদাবাদে সাধারণ সমর্থকেরা থাকার ঘরের জন্য হন্যে হয়ে ঘুরছেন। চড়েছে হোটেল ভাড়া। শোনা যাচ্ছে একটি টিকিটের দাম কালোবাজারে ছুঁয়েছে ৫৭ লাখ টাকাও। বিশ্বের সবচেয়ে বেশী দর্শকাসনবিশিষ্ট স্টেডিয়ামও যে ভারত-পাক ম্যাচের দিন ছোটো মনে হবে তা একপ্রকার নিশ্চিত। ভারত ৫০ ওভারের বিশ্বকাপে (ICC World Cup 2023) এখনও পাকিস্তানের বিপক্ষে অপরাজিত। দেশের মাটিতে সেই রেকর্ড অক্ষত রাখাই চ্যালেঞ্জ রোহিত-বিরাটদের। পক্ষান্তরে অষ্টম সাক্ষাতে ট্র্যাডিশন ভাঙতে চাইবে পাকিস্তান।

পাক প্রাক্তনী শোয়েব আখতার (Shoaib Akhtar) জানাচ্ছেন একবার নয়,চলতি বিশ্বকাপে দুই বার অন্তত মুখোমুখি হচ্ছেই ভারত এবং পাকিস্তান। ‘দ্য ক্রিকেট শো’তে তিনি বলেন, “বিশ্বকাপে আপনারা (ভারত) চারিত্রিক দৃঢ়তা দেখিয়ে এবং অপরিবর্তিত বোলিং কম্বিনেশন ব্যবহার করে একের পর এক ম্যাচ জিততে থাকুন। ইনশাআল্লাহ আমাদের সেমিফাইনালে দেখা হবে। আমি আপনাদের পাকিস্তানকে ভুলতে দেবো না। ভারতে বর্তমানে প্রচুর স্পিনার রয়েছে। ব্যাটিং অর্ডারও সম্পূর্ণ, মিডল অর্ডার অনবদ্য। পাকিস্তানের সপিন বিভাগে কিছু সমস্যা রয়েছে। মাঝের ওভারগুলো নিয়ে খানিক সমস্যা রয়েছে। তবে সবচেয়ে বড় সমস্যা চোট-আঘাত। বর্তমানে ভারতীয় দল বরং বেশ ভালো জায়গায় রয়েছে, এশিয়া কাপ’ও জিতেছে।” শোয়েবের কথা সত্যি হলে কলকাতার ইডেন গার্ডেন্স চাক্ষুস করতে পারে ভারত-পাক সেমিফাইনাল দ্বৈরথ।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *