World Cup 2023: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একাদশ প্রকাশ্যে, MI-KKR ও RCB-র তিন ক্রিকেটার পড়ছেন বাদ, ফিরছেন দুই ম্যাচ উইনার !! 1

World Cup 2023: দুরন্ত গতিতে বিশ্বকাপের (ICC World Cup 2023) সূচনাটা করেছে ভারতীয় শিবির। চেন্নাইয়ের মাঠে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছিলো প্রথম ম্যাচে। রবিবারের সেই সাফল্যের পর গতকাল দিল্লীর মাঠে আফগানিস্তানকেও চূর্ণ করলো ‘মেন ইন ব্লু।’ অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে আফগানিস্তান তুলেছিলো ২৭২ রান। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ঝোড়ো ১৩১, বিরাট কোহলির অপরাজিত অর্ধশতক টিম ইন্ডিয়াকে (Team India) জয় এনে দিলো ১৫ ওভার বাকি থাকতেই। দুই ম্যাচ জিতে বর্তমানে চার পয়েন্ট রয়েছে ভারতীয় দলের সংগ্রহে। লীগ তালিকায় তারা রয়েছে দুই নম্বরে। শীর্ষস্থানে থাকা নিউজিল্যান্ডের থেকে কেবল নেট রান রেটে পিছিয়ে রয়েছে তারা। এই সাফল্যের ধারা দেশের মাঠে ধরে রাখাই লক্ষ্য রোহিত-বাহিনীর। অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের পর আপাতত পাকিস্তান ম্যাচে ফোকাস করছে দল।

শুভমান গিল (Shubman Gill) ডেঙ্গির কারণে মাঠের বাইরে। তাঁর খেলা নিয়ে থাকছে অনিশ্চয়তা। ক্রিকেটের এল-ক্লাসিকোতে মাঠে নামার আগে দলগঠন নিয়ে বিস্তর পারমুটেশন-কম্বিনেশন চলছে কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ভাবনায়। আহমেদাবাদের বাইশ গজ ব্যাটিং সহায়ক তা বোঝা গিয়েছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ থেকে। তবে নিয়ন্ত্রিত বোলিং করলে প্রতিপক্ষকে যে বেঁধে রাখা সম্ভব, তা বুঝিয়েছেন নিউজিল্যান্ডের বোলাররা। বিশেষ করে স্পিনের ফাঁসে আটকে যেতে দেখা গিয়েছিলো বেয়ারেস্টো-বাটলারদের। সেই তথ্য মাথায় রেখে পাকিস্তানের বিপক্ষে বোলিং-এ জোর দিতে পারে টিম ইন্ডিয়া (Team India)। এখনও অবধি যা জানা গিয়েছে বিভিন্ন সূত্র মারফত, তাতে জানানো যায় যে বাবর-রিজওয়ান-আবদুল্লাহ শফিকদের বিপক্ষে ভারতীয় দলে অন্তত তিন বড় বদল আসতে চলেছে।

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

বাদ পড়তে পারেন তিন ক্রিকেটার-

Ishan Kishan | ICC World Cup 2023 | Image: Getty Images
Ishan Kishan | Image: Getty Images

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় একাদশে বেশ কিছু বদল হতে পারে। মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটার ঈশান কিষণকে (Ishan Kishan) ছেঁটে ফেলতে পারে টিম ম্যানেজমেন্ট। দুই ম্যাচে এখনও অবধি উল্লেখযোগ্য রানের মুখ দেখেন নি তিনি। শুভমান গিল ডেঙ্গি আক্রান্ত হওয়ায় প্রথম দলে খেলার সুযোগ পেয়েছিলেন ঈশান, কিন্তু সুযোগের সদ্ব্যাবহার করতে পারেন নি তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ০ রান করে সাজঘরে ফিরেছিলেন। আফগানিস্তানের বিপক্ষে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ইনিংসের গোড়া থেকেই ফিফথ গিয়ারে ব্যাটিং করলেও একটা সময় বেশ সমস্যার মুখে পড়তে দেখা গিয়েছে ঈশানকে। পরে খানিক ছন্দ ফিরে পান। ৪৭ বলে ৪৭ রান করেন। পাকিস্তানের বিপক্ষে শুভমান ফিট হয়ে উঠলে নিঃসন্দেহে তিনিই খেলবেন, যদি তা না হয়, তাহলেও ঈশানকে সম্ভবত বাদই পড়তে হবে।

World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

এছাড়া বাদ পড়তে পারেন শ্রেয়স আইয়ার’ও (Shryeas Iyer)। অজিদের বিপক্ষে শূন্য করেছিলেন তিনিও। আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ২৮ করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে নতুন কোনো বিকল্প বেছে নিতে পারে ভারত। সাজঘরে বসেই সময় কাটাতে হতে পারে কলকাতা নাইট রাইডার্স (KKR) অধিনায়ককে। বাদ পড়তে পারেন মহম্মদ সিরাজও (Mohammed Siraj)। এশিয়া কাপে অনবদ্য বোলিং করলেও বিশ্বকাপটা (ICC World Cup 2023) ভালো যাচ্ছে না তাঁর। বল হাতে প্রথম ম্যাচে ১ উইকেট পেয়েছিলেন। আর আফগানিস্তানের বিরুদ্ধে ৭৬ রান খরচ করেও একটিও উইকেট পান নি। তাঁর বদলে মহম্মদ শামিকে (Mohammad Shami) জায়গা দিতে পারে দল।

মাঠে ফিরতে পারেন দুই ম্যাচ উইনার-

Ravichandran Ashwin and Suryakumar Yadav | ICC World Cup 2023 | Image: Twitter
Ravichandran Ashwin and Suryakumar Yadav | Image: Twitter

আহমেদাবাদের মাঠে ভারতীয় মিডল অর্ডারে জায়গা দেওয়া হতে পারে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। ধুন্ধুমার ব্যাটার হিসেবে সুনাম রয়েছে সূর্যকুমারের। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি একদিনের ম্যাচে অর্ধশতরানও করেছেন তিনি। মিডল অর্ডারে বা ‘ফিনিশার’ হিসেবে বিশেষ ভূমিকায় তাঁকে ভাবতে পারেন কোচ দ্রাবিড় (Rahul Dravid)। এর আগে বহু সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার যাদবকে ‘এক্স-ফ্যাক্টর’ হিসেবে বর্ণিত করেছেন দ্রাবিড়। আহমেদাবাদে আগামী শনিবার সেই ‘এক্স-ফ্যাক্টর’ রূপেই দেখা দিতে পারেন সূর্য। ঈশান কিষণের (Ishan Kishan)  জায়গায় সম্ভবত একাদশের অংশ হবেন তিনি। সেক্ষেত্রে কে এল রাহুলকে (KL Rahul) আরও একবার ওপেনার হিসেবে দেখা যেতে পারে।

এছাড়াও ভারতীয় দলের হয়ে প্রত্যাবর্তন ঘটতে পারে রবিচন্দ্রণ অশ্বিনের (Ravichandran Ashwin)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল হাতে কার্যকরী ভূমিকা নিলেও আফগানিস্তানের বিরুদ্ধে ডাগ আউটে বসতে হয়েছিলো অশ্বিনকে। বিশ্বকাপের (ICC World Cup 2023) তৃতীয় ম্যাচে প্রত্যাবর্তন ঘটতে পারে তাঁর। আহমেদাবাদের বাইশ গজে ইনিংসের মাঝামাঝি সময় থেকে সাহায্য পান স্পিনাররা। সেই কথা মাথায় রেখে জাদেজা এবং কুলদীপ যাদবের সাথে অশ্বিনকেও তৃতীয় স্পিনার হিসেবে একাদশে জুড়ে দেওয়া হতে পারে। পেস বিভাগে সিরাজ বাদ পড়ায় দেখা যাবে শামি-বুমরাহ ও শার্দুলকে।

ভারতের সম্ভাব্য একাদশ-

রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (উইকেটরক্ষক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, রবিচন্দ্রণ অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *