TOP 5: পছন্দের সেরা পাঁচ ক্রিকেটারকে বেছে নিলেন বীরেন্দ্র শেহবাগ, তালিকায় জায়গা করে নিলেন ৩ ভারতীয় !! 1

TOP 5: ভারতের সর্বকালের সেরা ওপেনারদের তালিকায় থাকবে বীরেন্দ্র শেহবাগের (Virender Sehwag) নাম। ডাকাবুকো ব্যাটিং করে বোলারদের যে শাসন করা যায়,তা ভারতীয় ক্রিকেটকে দেখিয়েছিলেন তিনিই। প্রাক্তন টিম ইন্ডিয়া অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) শেহবাগের ক্রিকেটকে ব্যাখ্যা করতে গিয়ে একটা সময় জানিয়েছিলেন, “বাকি ওপেনারদের বলা হত বল ছেড়ে পুরনো করতে, শেহবাগ বরং বল’কে মেরে পুরনো করত।” বাংলার মহারাজের ব্যাখ্যা যে কতটা সঠিক, তা বোঝা যায় ‘নজফগড়ের নবাবের’ কেরিয়ার পরিসংখ্যানে চোখ রাখলে। দেশের হয়ে টেস্ট ক্রিকেটে প্রায় ৮১ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। ওয়ান ডে-তে ২৫১ ম্যাচ খেলেছেন ১০৫-এর কাছাকাছি স্ট্রাইক রেট বজায় রেখে। যাকে অবিশ্বাস্য বললেও হয়ত সঠিক ব্যাখ্যা করা হয় না।

সাদা বলের ক্রিকেটে বিশ্বের অন্যতম বড় নাম শেহবাগকে (Virender Sehwag)  সম্প্রতি এক অনুষ্ঠানে জিজ্ঞাসা করা হয়েছিলো বর্তমান ক্রিকেটারদের মধ্যে থেকে যদি তাঁকে পছন্দের এগারো বাছতে বলা হয়,তাহলো কোন পাঁচ খেলোয়াড়কে তিনি অবশ্যই দলে রাখবেন। খানিক সময় নিয়ে নিজের পছন্দের পাঁচ বেছে নেন শেহবাগ। ক্রিকেট জীবনে মারকাটারি ব্যাটিং করে প্রতিপক্ষ বোলারদের চমকে দিতে ভালোবাসতেন, ওয়ান ডে ‘পঞ্চপাণ্ডব’ বাছতে গিয়েও চমক বজায় রাখলেন বীরু। তাঁর একাদশে তিন ভারতীয় ক্রিকেটারকে ঠাঁই দিয়েছেন শেহবাগ (Virender Sehwag) । বাকি দুইজনের মধ্যে একজন রয়েছেন অস্ট্রেলিয়া থেকে, এবং আরেকজন রয়েছেন নিউজিল্যান্ডের। পাকিস্তান বা ইংল্যান্ডের কোনো ক্রিকেটারকে পছন্দের পাঁচে রাখেন নি শেহবাগ।

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

রোহিত শর্মা-

Rohit Sharma | Virender Sehwag | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

একদিনের ক্রিকেটে বীরেন্দ্র শেহবাগের (Virender Sehwag)  পছন্দের পাঁচ ক্রিকেটারের তালিকায় প্রথমেই জায়গা করে নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। সাম্প্রতিক কালে ব্যাট হাতে রোহিতের ফর্মের ওঠানামা চলছে। বছরের গোড়ার দিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি একদিনের ম্যাচে দুর্দান্ত শতরান করেছিলেন তিনি। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে বিশেষ রান পান নি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও একটির বেশী একদিনের ম্যাচ খেলেন নি। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাত্র ১১ রানে শাহীন আফ্রিদির (Shaheen Shah Afridi) শিকার হয়ে সাজঘরে ফিরেছেন। তবে নেপালের বিরুদ্ধে আবার চেনা ছন্দে দেখা গিয়েছেন হিটম্যানকে। ৭৪* করে ভারতকে বড় জয় এনে দিয়েছেন।

World Cup 2023 | World Cup Tickets & ScheduleIndia Squad | Pakistan Squad Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও গত এক দশকে যে রোহিত (Rohit Sharma) বিশ্বের অন্যতম সেরা ওডিআই ব্যাটার তা নিয়ে সন্দেহ নেই কারও মনে। ২০১৩ সালে ওপেনার হিসেবে মাঠে নামার পর থেকে নিজের কেরিয়ারের গতিপথকে পুরোপুরি বদলে ফেলেন তিনি। বর্তমানে ৩০টি একদিনের আন্তর্জাতিক শতকের মালিক তিনি। যা ভারতীয় ক্রিকেটের নিরিখে তৃতীয় সর্বোচ্চ। এছাড়াও একমাত্র ক্রিকেটার হিসেবে ওডিআই ফর্ম্যাটে তিনটি দ্বিশতরান করার নজিরও রয়েছে তাঁর। করেছেন ৫০টি অর্ধশতরান। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে রোহিত ভারতের হয়ে ২৪৬ ম্যাচে ৪৮.৯ ব্যাটিং গড়ে ৯৯২২ রান করেছেন। হিটম্যানের ঝলমলে কেরিয়ারের দিকে তাকিয়ে তাঁকেই শুরুতে রেখেছেন বীরু।

ডেভিড ওয়ার্নার-

David Warner | Virender Sehwag | Image: Getty Images
David Warner | Image: Getty Images

পছন্দের ওডিআই দলে শেহবাগ (Virender Sehwag)  জায়গা দিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নারকেও (David Warner)। অস্ট্রেলীয় ক্রিকেটে ‘বুল’ বলে পরিচিত ওয়ার্নার নিজের ভয়ডরহীন ব্যাটিং-এর জন্য পরিচিত। সাদা বলের খেলায় বিশ্বের সব প্রান্তে বড় রান করার নজির রয়েছে তাঁর। ভারতের পিচে বড় ইনিংস খেলেছেন। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের মাঠে ৬৪৭ রান করে হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। পেস হোক বা স্পিন-দুইয়ের বিরুদ্ধেই একই রকম আগ্রাসী ব্যাটিং করতে সক্ষম ওয়ার্নারের সাথে অনেকেই মিল খুঁজে পান স্বয়ং শেহবাগের।

ওডিআই কেরিয়ারে ১৪৩ ম্যাচে ৬১৩৬ রান করেছেন ওয়ার্নার (David Warner)। ব্যাটিং গড় ৪৪.৭৯। স্ট্রাইক রেট ৯৫-এর আশেপাশে। তিনি ২০টি শতরান ও ২৭টি অর্ধশতরানও করেছেন। এক ক্যালেন্ডার ইয়ারে ৭টি শতরান করার রেকর্ড রয়েছে ডেভিড ওয়ার্নারের। একদিনের ক্রিকেট ইতিহাসে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ শতরান করার নিরিখে তিনি রয়েছেন্ দ্বিতীয় স্থানে। শীর্ষে অবশ্যই ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। তিনি ১৯৯৮ সালে ৯টি ওডিআই শতরান করেছিলেন। দ্বিতীয় স্থানে রোহিত শর্মা, সৌরভ গঙ্গোপাধ্যায়দের মত ভারতীয় কিংবদন্তিদের সাথে আসন ভাগাভাগি করে নিচ্ছেন ওয়ার্নার।

বিরাট কোহলি-

Virat Kohli | ,Virender Sehwag | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

শেহবাগের (Virender Sehwag)  পছন্দের তালিকায় রয়েছেন বিরাট কোহলিও (Virat Kohli)। চলতি বছরে কোহলির ফর্মেও ওঠানামা চলছে। গত বছরের শেষে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছিলেন। ২০২৩-এর শুরুটা করেছিলেন ঝড়ের গতিতে। শ্রীলঙ্কার বিরুদ্ধে এসেছিলো জোড়া শতরান। এরপর পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে খানিক স্তিমিত রয়েছে বিরাটের (Virat Kohli) ব্যাট। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি করে একদিনের ম্যাচ খেললেও কোনো উল্লেখযোগ্য স্কোর করতে পারেন নি। ওয়েস্ট ইন্ডিজে ব্যাটিং-এর সুযোগ আসে নি তাঁর সামনে। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে আউট হন ৪ রান করে। নেপালের বিপক্ষে বাইশ গজে তাঁকে দেখা যায় নি ব্যাট হাতে।

ভারতীয় ‘মডার্ন ডে মাস্টার’ কোহলি (Virat Kohli) যে একদিনের ক্রিকেটে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার তা আর নতুন করে বলার প্রয়োজন পড়ে না। অবিশ্বাস্য পরিসংখ্যান তাঁর। ‘মেন ইন ব্লু’র হয়ে ২৭৭ ম্যাচে ১২৯০২ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ৫৭.০৮। শতরানের সংখ্যায় একমাত্র শচীন তেন্ডুলকরকে ছাড়া বিশ্বের সকলকে পিছনে ফেলেছেন কোহলি (Virat Kohli)। বর্তমানে তিনি একদিনের ক্রিকেটে তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করেছেন ৪৬ বার। মাত্র তিন ধাপ এগিয়ে রয়েছেন শচীন তেন্ডুলকর। নিজের ‘আইডল’কে বিরাট খুব শীঘ্রই স্পর্শ করতে পারেন বলে আশা রাখছেন অনুরাগীরা।

গ্লেন ফিলিপস-

Glenn Phillips | Virender Sehwag | Image: Getty Images
Glenn Phillips | Image: Getty Images

শেহবাহের (Virender Sehwag)  পঞ্চপাণ্ডবের অংশ হয়েছেন গ্লেন ফিলিপস (Glenn Phillips)। নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটারকে এই তালিকায় দেখে চমকেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। কিন্তু শেহবাগের জহুরির চোখে ঠিকই ধরা পড়েছেন ফিলিপসের পারফর্ম্যান্স। ২৬ বর্ষীয় কিউই তারকার ওডিআই অভিজ্ঞতা পূর্বের তিন কিংবদন্তি ক্রিকেটারের মত বিপুল নয়। মাত্র ১৭ বার দেশের কালো জার্সি গায়ে মাঠে নেমেছেন তিনি। করেছেন ৩৫১ রান। ব্যাটিং গড় ৩১-এর আশেপাশে। তাঁর ৩৫১ রানের মধ্যে রয়েছে একটি মাত্র অর্ধশতরান। তবে লোয়ার মিডল অর্ডারে ফিলিপসের ঝোড়ো ইনিংসগুলি ওডিআই ফর্ম্যাটে কার্যকরী হবে বলেই ধারণা শেহবাগের।

জসপ্রীত বুমরাহ-

Jasprit Bumrah | Virender Sehwag | Image: Getty Images
Jasprit Bumrah | Image: Getty Images

বীরেন্দ্র শেহবাগের (Virender Sehwag)  পছন্দের পাঁচে ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) জায়গা হয়েছে। পিঠের চোটের কারণে প্রায় এক বছর মাঠেই নামতে পারেন নি বুমরাহ। করাতে হয়েছিলো অস্ত্রোপচার। লম্বা রিহ্যাব শেষে তিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ দিয়ে ফিরেছেন মাঠে। প্রত্যাবর্তনেই ম্যান অফ দ্য সিরিজ পুরষ্কার জিতে নজর কেড়ে নিয়েছেন ভারতীয় ডান হাতি পেসার। গত কয়েক বছরে বিদেশের মাটিতে ভারত যে টেস্টে লাগাতার সফল হয়েছে তার অন্যতম কারণ বুমরাহ’র নেতৃত্বে ভারতের ফাস্ট বোলিং বিভাগের আমূল বদল। নিখুঁত লাইন লেন্থ এবং দুর্দান্ত গতি বুমরাহ’র (Jasprit Bumrah) আসল অস্ত্র।

দেশের হয়ে তিন ফর্ম্যাটেই সেরা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। একদিনের ক্রিকেটে শুরুর ওভার হোক বা ডেথ ওভার-দুই ক্ষেত্রেই সাবলীল তিনি। কেরিয়ারে ইতিমধ্যে ৭৩ ম্যাচে ২৪.৩০ বোলিং গড়ে ১২১ উইকেট নিয়েছেন তিনি। এরমধ্যে এক ম্যাচে চার উইকেট নিয়েছেন ৫ বার। আর একই ম্যাচে পাঁচ বা তার বেশী উইকেট নিয়েছেন ২ বার। গত বছরের এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপে ছিলেন না বুমরাহ। যা ভুগিয়েছে ভারতকে। এবার এশিয়া কাপ এবং বিশ্বকাপে তিনিই হবেন টিম ইন্ডিয়ার ভরসা।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *