World Cup 2023: ক্রিকেটজনতার শয়নে-স্বপনে-জাগরণে এখন শুধুই বিশ্বকাপ (ICC World Cup 2023)। ভারতের মাটিতে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ক্রিকেটদুনিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্ট। বিশ্বকাপকে সামনে রেখে সেজে উঠছে ভারতের বিভিন্ন প্রান্তের দশটি শহর। এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপের (ICC World Cup 2023) আয়োজন হচ্ছে ভারতে। তবে এর আগের তিনবার বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার মত উপমহাদেশের অন্যান্য ক্রিকেটীয় শক্তির সাথে আয়োজনের মঞ্চ ভাগ করতে হয়েছিলো, এবারই প্রথম সম্পূর্ণ বিশ্বকাপের আসর বসতে চলেছে এশিয়ার কোনো দেশে। এমনকি ১৯৭৯’র পর এই প্রথম সম্পূর্ণ বিশ্বকাপ আয়োজন করছে একটিই দেশ। এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে প্রস্তুতিতে কোনো ফাঁক রাখছেন না আয়োজক সংস্থা আইসিসি।
এবার স্বাভাবিক কারণেই উন্মাদনা অনেকখানি বেশী টিম ইন্ডিয়াকে (Team India) নিয়ে। শেষ যেবার বিশ্বকাপ (ICC World Cup 2023) ভারতে হয়েছিলো,তখন মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে ট্রফি জিতে নিয়েছিলো ভারতীয় দল। এবারও কি সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে পারবে ‘মেন ইন ব্লু?’ নাকি ২০১৫ এবং ২০১৯ সালের বিশ্বকাপের মতই খালি হাতে ফিরতে হবে? উত্তরের খোঁজে সমর্থকেরা। ১০ বছরের আইসিসি ট্রফি খরা কাটাতে মরিয়া ক্রিকেটাররা। চলছে নিবিড় প্রস্তুতি। সাম্প্রতিক অতীতে এশিয়া কাপ জিতেছে ভারতীয় দল, জিতেছে অস্ট্রেলিয়া সিরিজ’ও। সেই জয়ের মানসিকতা বিশ্বকাপেও ধরে রাখতে বদ্ধপরিকর রোহিত শর্মা (Rohit Sharma), হার্দিক পান্ডিয়ারা। দর্শকদের উন্মাদনায় যাতে মূল লক্ষ্য থেকে ফোকাস নড়ে না যায় তা নিশ্চিত করতে চাইছেন ভারতের ব্যাটিং তারকা বিরাট কোহলিও (Virat Kohli)। তিনি নিজের ইন্সটাগ্রামে সেই কারণেই বিশেষ অনুরোধ রাখলেন পরিজনদের কাছে।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
অমিল বিশ্বকাপের টিকিট, বার্তা দিলেন বিরাট-

দেশের মাটিতে বসতে চলেছে বিশ্বকাপের (ICC World Cup 2023) আসর। প্রতিটা মুহূর্তে চাক্ষুস করতে মুখিয়ে রয়েছেন বহু ক্রিকেটপ্রেমী। টিকিটের জন্য দেখা গিয়েছে হাহাকার। সাধারণ সমর্থকদের কথা মাথায় রেখে টিকিটের মূল্য রাখা হয়েছিলো সাধ্যের মধ্যে। এমনকি রোদ-জল উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝামেলার হাত থেকেও উৎসাহী জনতাকে বাঁচানোর প্রয়াস ছিলো আইসিসি এবং বিসিসিআই-এর। সেই কারণেই অনলাইনে টিকিট ক্রয়ের ব্যবস্থা করা হয়েছিলো। ক্রিকেটজনতার কাছ থেকে সাড়াও মিলেছে অভূতপূর্ব। যতবারই সাধারণ সমর্থকদের জন্য টিকিট বাজারে ছাড়া হয়েছে, ততবারই তা নিঃশেষ হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে। যাঁদের ভাগ্যে মিলেছে মাঠে ঢোকার ছাড়পত্র তারা খুশিতে ডগমগ হয়েছেন, আবার যাঁরা টিকিট পান নি তারা ডুবেছেন হতাশায়।
World Cup 2023 | World Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad
চারিদিকে টিকিটের এই হাহাকারের মাঝে গজিয়ে উঠেছে কালোবাজারী চক্র’ও। ভারত-পাক ম্যাচের টিকিটের দাম কালোবাজারে ছুঁয়েছে ৫৭ লক্ষ টাকা। লাখ টাকা পেরিয়েছে ভারতের অন্যান্য ম্যাচের টিকিটের দাম’ও। বিশ্বকাপ চলাকালীন প্রতি ম্যাচে নির্দিষ্ট কিছু টিকিট সংরক্ষিত থাকে ক্রিকেটারদের জন্য। সেই টিকিটের প্রত্যাশায় বহু মানুষ আবদার জানায় তারকাদের কাছে। ২০১১ সালের টুর্নামেন্টে যে এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিলো, তা জানিয়েছেন বীরেন্দ্র শেহবাগ, যুবরাজ সিং-রা। এবার যাতে সেই বিড়ম্বনায় পড়ে ট্রফি জয় থেকে ফোকাস না সরে যায়, সেই জন্য পরিচিত মহলে আবেদন করলেন বিরাট কোহলি (Virat Kohli)।
ইন্সটাগ্রামে ব্যাপক জনপ্রিয় কোহলি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির পর তিনিই বিশ্বের তৃতীয় জনপ্রিয়তম অ্যাথলিট। সেই ইন্সটাগ্রামের মাধ্যমেই এক খোলা চিঠি লিখলেন তিনি। লেখেন, “আমরা বিশ্বকাপে পা রাখতে চলেছি। আমি আমার সকল বন্ধুর কাছে বিনয়ের সাথে আবেদন করতে চাই যে টুর্নামেন্ট চলাকালীন আমায় টিকিটের জন্য অনুরোধ না করতে। দয়া করে বাড়ি বসে খেলা দেখুন।” বার্তার শেষে একটি স্মাইলি চিহ্ন’ও এঁকে দিয়েছেন তিনি।
দেখে নিন কোহলির ইন্সটাগ্রাম স্টোরিটি-
Virat Kohli’s Instagram Story. 😀
Demand for the Tickets is so high! pic.twitter.com/0zM7YBfcW1
— CricketGully (@thecricketgully) October 4, 2023
মন্তব্য করলেন অনুষ্কাও-

বিরাট কোহলির স্টোরিটি শেয়ার করেছেন তাঁর বলিউড অভিনেত্রী স্ত্রী অনুষ্কাও। তারকা দম্পতির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও শোনা যাচ্ছে অনুষ্কা বর্তমানে অন্তঃসত্ত্বা। ২০২১ সালে বিরাট-অনুষ্কার প্রথম সন্তান ভামিকা জন্ম নেয়। এরপর দ্বিতীয় সন্তান আসতে চলেছে তাঁদের ঘরে। বিরাট বিশ্বকাপ নিয়ে ব্যস্ত, স্বভাবতই অনুষ্কার জন্যও আগামী কয়েকটা মাস কঠিন হতে চলেছে। এমতাবস্থায় টিকিটের জন্য তাঁকেও যেন জোরাজুরি না করা হয়, তা বিরাটের স্টোরিটি শেয়ার করে জানিয়ে দিয়েছেন তিনি। ‘সুলতান’, ‘পিকে’ নায়িকা লিখেছেন, “আমি একটু জুড়ে দিই, আপনাদের মেসেজের উত্তর না পেলে আমার কাছে টিকিটের আবেদন করবেন না। বিষয়টি বোঝার জন্য আপনাদের ধন্যবাদ।”
দেখে নিন অনুষ্কার ইন্সটাগ্রাম স্টোরিটি-
Anushka Sharma latest Instagram story pic.twitter.com/Unj15NNVE5
— Sports Hour (@sportshourlive) October 4, 2023
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur