IPL 2023: দেখতে দেখতে ষোলো বছর পেরিয়ে গেলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) আইপিএল জয়ের স্বপ্ন আর বাস্তবায়িত হলো না। ২০২৩ সালেও প্লে-অফের আগেই বিদায় নিতে হলো তাদের। গতকাল চিন্নাস্বামী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের মুখোমুখি হয়েছিলো বেঙ্গালুরু। দিনের প্রথম ম্যাচে মুম্বই জিতে যাওয়া্য শেষ চারের টিকিট পেতে গুজরাতকে হারাতেই হত বেঙ্গালুরুকে। নিজের সবটুকু উজাড় করে দলকে জেতানোর মরিয়া চেষ্টা করতে দেখা গেলো বিরাট কোহলিকে। ব্যাটিং হোক বা ফিল্ডিং, দলের জন্য মাথার ঘাম পায়ে ফেলতে কোনো কসুর করেন নি কোহলি। কিন্তু দুর্ভাগ্য তাড়া করলো তাঁকে। শুভমান্ গিলের অনবদ্য ইনিংস প্লে-অফের আগেই থামিয়ে দিলো বেঙ্গালুরুকে।
আইপিএল শুরুর আগে বিরাট (Virat Kohli) বলেছিলেন, ‘নতুন উদ্যমে ট্রফি জয়ের উদ্দেশ্যে ঝাঁপাতে চাই।’ তবে এবারও যথেষ্ট হলো না সেই প্রয়াস। বেঙ্গালুরুর পারফর্ম্যান্স নিয়ে কাটাছেঁড়া করতে গিয়ে ব্যাটিং ব্যর্থতার কথাই উঠে আসছে বারবার। চলতি মরসুমে বিরাট কোহলি, ফাফ দু প্লেসি (Faf Du Plessis) এবং গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) ছাড়া আরসিবি’র কোনো ব্যাটারকেই সফল বলা যাবে না। মিডল অর্ডারের ব্যর্থতা গতকাল গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও ভোগালো বিরাটদের। আইপিএল স্বপ্ন ফের একবার চুরমার হওয়ার পর সামলে নেওয়ার জন্য বেশী সময় অবশ্য পাচ্ছেন না কোহলি। আগামী ৭ জুন থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রয়েছে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল। লাল বলের বিশ্বখেতাব জয়ের যুদ্ধে নামার জন্য কতটা প্রস্তুত ভারতের সেরা ব্যাটিং তারকা? আদৌ কি সম্পূর্ণ ফিট তিনি? গতকাল ম্যাচ শেষে আরসিবি কোচ সঞ্জয় বাঙ্গারের (Sanjay Bangar) মন্তব্য চিন্তা বাড়ালো সমর্থকদের।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
শুভমানের শতরানে ভাঙলো RCB-র স্বপ্ন-

গতকাল ম্যাচ শুরুর আগে বেঙ্গালুরুর (RCB) ঝুলিতে ছিলো ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট। সানরাইজার্সকে (SRH) মুম্বই হারিয়ে দেওয়ায় রোহিত শর্মারা পৌঁছে গিয়েছিলেন ১৬ পয়েন্টে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জিতলে বেঙ্গালুরুর পয়েন্টও হত ১৬। তবে সেক্ষেত্রে নেট রান-রেটে এগিয়ে থাকার সুবাদে রয়্যাল চ্যালেঞ্জার্সই গুজরাত (GT), চেন্নাই (CSK) এবং লক্ষ্ণৌর (LSG) সাথে জায়গা করে নিত শেষ চারে। জিততে হবে, এই সহজ সমীকরণ মাথায় রেখেই মাঠে নামতে হত বিরাটদের। গতকাল বৃষ্টির চোখরাঙানি ছিলো বেঙ্গালুরুতে। ভেজা আউটফিল্ডের জন্য খেলা শুরু হতে দেরী হলো এক ঘন্টা। টসে জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানান গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
রোজকার মত গতকালও শুরুটা ভালো করেছিলো ফাফ দু প্লেসি (Faf Du Plessis) এবং বিরাট কোহলির (Virat Kohli) জুটি। ২৮ রান করে সাজঘরে ফিরে যান আরসিবি অধিনায়ক। তিনে নেমে রান পান নি ম্যাক্সওয়েল। প্রথমে মাইকেল ব্রেসওয়েল ও পরে অনুজ রাওয়াতকে সঙ্গী করে লড়াই চালিয়ে গেলেন কোহলি। ব্রেসওয়েল (Micheal Bracewell) ২৬ এবং অনু রাওয়াত ২৩ রান করেন। ‘গোল্ডেন ডাক’ করে সাজঘরে ফেরেন দীনেশ কার্তিক। আগের ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে শতরান এসেছিলো কোহলির ব্যাটে। কাল ‘মাস্ট উইন’ ম্যাচেও দুরন্ত ব্যাটিং করে শতরান করেন তিনি। আইপিএল কেরিয়ারে এটা তাঁর সপ্তম শতরান। ক্রিস গেইলকে (Chris Gayle) টপকে বর্তমানে আইপিএলে সবোচ্চ শতকের মালিক তিনিই। মূলত বিরাটের (Virat Kohli) ১০১* রানের ইনিংসের সুবাদেই ১৯৭ রান তোলে বেঙ্গালুরু।
রান তাড়া করতে নেমে শুরুতে ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) হারিয়েছিলো গুজরাত। ১৫ বলে ১২ রান করে ফিরে যান তিনি। কিন্তু এর পর টলাতে পারে নি বিজয় শঙ্কর এবং শুভমান গিলের জুটিকে। তিন নম্বরে নেমে ঝোড়ো অর্ধশতক করে যান বিজয় শঙ্কর (Vijay Shankar)। ৩৫ বলে করেন ৫৩। তবে গতকালের চিন্নাস্বামী স্টেডিয়ামকে মাতিয়ে দিলেন শুভমান গিল। বিরাটের মঞ্চে তাঁকেই ছাপিয়ে গেলেন তরুণ শুভমান। সানরাইজার্সের বিরুদ্ধে আগের ম্যাচে শতরান করেছিলেন শুভমানও (Shubman Gill)। কোহলির মতই টানা দ্বিতীয় শতরান করলেন তিনি। ৫টি চার এবং ৮টি ছক্কায় সাজানো ৫২ বলে ১০৪* রানের ইনিংস খেলে গুজরাতকে ম্যাচ জিতিয়ে দেন তিনি। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রইলো টাইটান্সবাহিনী। অন্যদিকে ১৪তে আটকে থেকে বিদায় নিলো বেঙ্গালুরু (RCB)।
বিরাটের ফিটনেস নিয়ে মুখ খুললেন বাঙ্গার-

আইপিএলের পর ভারতীয় ক্রিকেটের ফোকাস ঘুরে যাবে টেস্ট ম্যাচের দিকে। ইংল্যান্ডের ওভালে আগামী ৭ জুন থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল। চলবে ১১ তারিখ অবধি। বৃষ্টির ভ্রুকুটি এড়াতে একটি রিজার্ভ ডে’ও রাখা হয়েছে আইসিসির তরফে। এক দশক হয়ে গেলো কোনো আইসিসি ট্রফির স্বাদ পায় নি ভারতীয় দল। গত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছালেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে মাঠ ছাড়তে হয়েছিলো ‘টিম ইন্ডিয়া’কে। এই বছর ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়লাভ করতে মরিয়া রোহিত শর্মার (Rohit Sharma) দল। প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে রাজী নয় তারা। যে সকল খেলোয়াড়েরা আইপিএল প্লে-অফে খেলবেন না, তাঁরা কোচ দ্রাবিড়ের (Rahul Dravid) সাথে দিনকয়েকের মধ্যেই রওনা হবেন ইংল্যান্ডের উদ্দেশ্যে, শোনা যাচ্ছে এমনটাই। বেঙ্গালুরু ছিটকে যাওয়ায় সেই দলে থাকার কথা কোহলিরও (Virat Kohli)। কিন্তু গতকাল ম্যাচ শেষে যা বললেন আরসিবি কোচ সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar), তাতে চিন্তা বাড়বে ভারতীয় সমর্থকদের।
গতকাল ফিল্ডিং-এর সময় হাঁটুতে চোট পান বিরাট কোহলি (Virat Kohli)। বেশ কিছুক্ষণ মাঠ ছেড়ে ডাগ-আউটে বিশ্রাম নিতে দেখা যায় কোহলিকে। সেই প্রসঙ্গে বাঙ্গারকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, “হ্যাঁ, ওর সামান্য চোট লেগেছে হাঁটুতে। কিন্তু আমার মনে হয় না সেটা গুরুতর কিছু। চার দিনের মধ্যে টানা দুটো শতরান করেছে। ও (বিরাট কোহলি) এমন একজন যে শুধু ব্যাট হাতে নয়, ফিল্ডিংয়েও দলের হয়ে অবদান রাখতে চায়। আজ মাঠে অনেকটা দৌড়েছে ও। দিন দুই আগে ৪০ ওভার, আজও প্রায় ৩৫ ওভার মাঠে ছিলো। নিজের সেরাটাই দিচ্ছিলো। তার ধকল খানিকটা তো পড়বেই। তবে আমি মনে করি না গুরুতর কিছু হয়েছে।” ইতিমধ্যেই চোটের তালিকায় রয়েছেন ঋষভ পন্থ, কে এল রাহুল, জসপ্রীত বুমরাহ। টেস্ট মহারণের আগে বিরাট-সহ বাকিদের যাতে আর চোটের কবলে পড়তে না হয়,সেই প্রার্থনাই এখন করছে দেশ।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023