TOP 5: জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। প্রতিযোগিতা এসে পৌঁছেছে মাঝপথে। ব্যাট বলের মহারণে একে অন্যকে ছাপিয়ে যেতে মরিয়া হয়ে মাঠে নামছে দলগুলি। মাঠের উত্তেজনা ছড়াচ্ছে গ্যালারিতেও। কোভিড ভীতি কাটিয়ে এবার দর্শকাসন করে দেওয়া হয়েছে উন্মুক্ত। রোজই ভীড় বাড়ছে গ্যালারিতে। প্রিয় ক্রিকেটারদের দেখতে টেলিভিশন বা স্মার্টফোনের পর্দাতেও চোখ রেখেছন কোটি জনতা। পছন্দের তারকাদের পাশাপাশি বহু নতুন মুখের সাথেও পরিচিত হচ্ছেন তাঁরা। ধ্রুব জুড়েল (Dhruv Jurel), যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), তিলক বর্মাদের (Tilak Varma) মত অনেক নবীন প্রতিভা এবারের আইপিএলে তারকা হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছেন। আইপিএল যেমন নতুন মুখদের তারকার মর্যাদা দেয় তেমন বহু তারকাকেও নামিয়ে আনে বাস্তবের মাটিতে। ফর্ম হারিয়ে তীব্র সমালোচনার মুখে তাঁদের পড়তে হয় তখন। এমনই পাঁচ তারকা ক্রিকেটারের না রইলো এই প্রতিবেদনে,যাঁরা গত মরসুমে ভালো খেলে সমর্থকদের তারিফ আদায় করে নিলেও এবারের আইপিএলে এখনও অবধি বিশেষ সুবিধা করে উঠতে পারেন নি। বহু ক্ষেত্রেই সমালোচনার তীরে বিদ্ধ হতে হয়েছে তাঁদের।
সূর্যকুমার যাদব-

২০২২-এর আইপিএলে বিশেষ সুবিধা করতে পারে নি মুম্বই ইন্ডিয়ান্স (MI)। দশ দলীয় লীগে শেষ করেছিলো দশম স্থানে। পাঁচ বারের খেতাবজয়ীরা মাঠে ভালো পারফর্ম করতে না পারলেও ব্যাট হাতে সফল হয়েছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। গত মরসুমে ৮ ম্যাচ খেলেছিলেন তিনি। ১৪৫.৬৭ স্ট্রাইক রেটে ৩০৩ রান করেছিলেন তিনি। করেছিলেন ৩টি অর্ধশতক। ব্যাটিং গড় ছিলো ৪৩.২৯। ২৩টি চার এবং ১৬টি ছক্কা মেরেছিলেন তিনি। উইকেটের চারপাশে সূর্যের বড় শট মারার দক্ষতার কারণে তাঁকে ‘মিস্টার ৩৬০ ডিগ্রী’ তকমা দিয়েছিলেন ভক্তেরা। চলতি মরসুমে অবশ্য গতবারের ফর্মের ধারেকাছেও যেতে পারেন নি তিনি। এখনও অবধি ৮ ম্যাচই খেলেছেন ষোড়শ আইপিএলে। তাঁর রান সংখ্যা ২০১। ব্যাটিং গড় কমে গিয়ে হয়েছে ২৫.১৪। গতবার যেখানে ৮ ম্যাচে ২০৮ বল খেলেছিলেন তিনি, এবার খেলেছেন মাত্র ১১৪ বল। স্ট্রাইক রেট বেড়ে ১৭৬.৩২ হয়েছে ঠিকই, কিন্তু ধারাবাহিকতার অভাব স্পষ্ট তাঁর ব্যাটিং-এ। ২৩টি চারের সাথে ১০টি ছক্কা মেরেছেন তিনি।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
দীনেশ কার্তিক-

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) হয়ে গত মরসুমে নিজের ক্রিকেট কেরিয়ারের অন্যতম সেরা ফর্মে ছিলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। ‘ফিনিশার’-এর ভূমিকার শোরগোল ফেলে দিয়েছিলেন বর্ষীয়ান ক্রিকেটার। ৫৫ ব্যাটিং গড় সহ ১৬ ম্যাচে ৩৩০ রান করেন তিনি। ১০ বার ছিলেন নট-আউট। স্ট্রাইক রেট ছিলো ১৮৩.৩৩। ২৭টি চার এবং ২২টি ছক্কা মারেন তিনি। তাঁর ব্যাটিং-এর সুবাদে ভারতীয় দলেও প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন কার্তিক (Dinesh Karthik)। এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপগামী জাতীয় দলে সুযোগ পান তিনি। তবে এই বছর তাঁর পারফর্ম্যান্স গত মরসুমের ছায়া মাত্র। এখনও অবধি ৮ ম্যাচ খেলেছেন তিনি। ৬৩ বল খেলে মোট রান করেছেন ৮৩। ৫৫ থেকে ব্যাটিং গড় নেমে এসেছে ১১.৮৬’তে। স্ট্রাইক রেটের অবস্থাও বিশেষ ভালো নয়। মাত্র ৮টি চার এবং ২টি ছক্কা এসেছে তাঁর থেকে। লোয়ার অর্ডারে কার্তিকের পারফর্ম্যান্সে রীতিমত হতাশ সমর্থকেরা। উঠছে কার্তিককে বাদ দেওয়ার দাবী।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
উমরান মালিক-

জম্মু-কাশ্মীরের পেসার উমরান মালিকও (Umran Malik) এবার হতাশ করেছেন অনুরাগীদের। গত মরসুমে হায়দ্রাবাদের (SRH) জার্সিতে গতির আগুন ঝরিয়েছিলেন উমরান। নিয়মিত ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বল করে নাজেহাল করেছিলেন প্রতিপক্ষ ব্যাটারদের। কোনো ভারতীয় বোলার হিসেবে সর্বোচ্চ গতিতে বল করার রেকর্ড গড়েন তিনি। তাঁর গতির কাঁটা ছুঁয়েছিলো ১৫৭ কিমি/ঘন্টা। ভারতীয় ক্রিকেটে এক্সপ্রেস ফাস্ট বোলারের ভয়াব মেটাবেন উমরান (Umran Malik)। বলা হচ্ছিলো এমনটাই। গতির সাথে সাথে নিয়ন্ত্রণও দেখিয়েছিলেন তিনি। নিশানায় নিখুঁত থেকে ১৪ ম্যাচে তুলে নিয়েছিলেন ২২ উইকেট। বোলিং গড় ছিলো ২০.১৮। এবার সেই পারফর্ম্যান্সের ছিটেফোঁটাও অবশ্য দেখা যায় নি উমরানের কাছ থেকে। ৭ ম্যাচ খেলেছেন তিনি। গতি বজায় থাকলেও লাইন-লেন্থ সঠিক রাখতে পারেন নি তিনি। বোলিং গড় বেড়ে হয়েছে ৩৫.২০। আত্র ৫টি উইকেট পেয়েছেন উমরান।
কুলদীপ যাদব-

গত মরসুমে কলকাতা নাইট রাইডার্স (KKR) ছেড়ে দিল্লী ক্যাপিটালসে (DC) যোগ দিয়েছিলেন চায়নাম্যান বোলার কুলদীপ যাদব (Kuldeep Yadav)। নতুন দলে এসে নিজেকে নতুন করে ফিরে পেয়েছিলেন তিনি। ১৪ ম্যাচে ১৯.৯৫ বোলিং গড়ে তিনি তুলে নিয়েছিলেন ২১ উইকেট। দুইবার এক ম্যাচে চার উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। এবার সেই পারফর্ম্যান্সের পুনরাবৃত্তি করতে এখনও অবধি ব্যর্থ কুলদীপ (Kuldeep Yadav)। ৮ ম্যাচে তাঁর ঝুলিতে গিয়েছে মোটে ৭ উইকেট। ইকোনমি খানিক কমেছে। গতবার ৮.৪৪ ছিলো তাঁর ইকোনমি রেট আর এবার কমে হয়েছে ৭.১৯। তবে নিইয়মিত উইকেট তুলে প্রতিপক্ষকে ভাঙতে দেখা যায় নি কুলদীপকে।
ঈশান কিষণ-

রোহিত শর্মা পরবর্তী মুম্বই ইন্ডিয়ান্সের পোস্টার বয় হিসেবেই অনেকে দেখছিলেন ঈশান কিষণকে (Ishan Kishan)। ২০২০ সালে ১৪ ম্যাচে প্রায় ৫৮ গড়ে ৫১৬ রান করেছিলেন তিনি। তখন থেকেই মুম্বই বিশেষ গুরুত্ব দিয়েছে ঈশানের প্রতি। ২০২২ মরসুমে দল বিশেষ সফল না হলেও রান পেয়েছিলেন ঈশান কিষণ। ঝাড়খণ্ডের তরুণ উইকেটরক্ষক-ব্যাটার ১৪ ম্যাচে করেছিলেন ৪১৮ রান। ব্যাটিং গড় ছিলো ৩২.১৫। চলতি মরসুমে ফর্মে দেখা যায় নি ঈশানকে (Ishan Kishan)। ব্যাটিং গড় নেমে গিয়েছে ২৬.৩৮-এ। ৮ ম্যাচে এখনও অবধি তিনি করেছেন ২১১ রান। প্রশ্নের মুখে পড়েছে তাঁর স্ট্রাইক রেটও।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023