IPL 2023: এগিয়ে আসছে ইন্ডিয়াম প্রিমিয়ার লীগের নয়া মরসুম। ভারতীয় বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ক্রীড়াসূচী। ষোড়শ মরসুমের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গত বছরের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (GT) এবং চার বারের খেতাবজয়ী দল চেন্নাই সুপার কিংস (CSK)। আগামী ৩১ মার্চ প্রথম ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ ১ এপ্রিল প্রথমবার মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স (KKR)। প্রথম ম্যাচে মোহালির মাঠে তাদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।
২০১২ এবং ২০১৪ সালে খেতাব জিতেছে কলকাতা। ২০২১ সালে ফাইনালে পৌঁছালেও হারতে হয়েছিলো চেন্নাই সুপার কিংসের কাছে। ২০২৩-এ তৃতীয় ট্রফির লক্ষ্যে ঝাঁপাতে প্রস্তুত কলকাতার নাইট’রা। গত ডিসেম্বরের ‘মিনি’ নিলামের আগেই ট্রেড পদ্ধতিতে শার্দূল ঠাকুর (Shardul Thakur), লকি ফার্গুসন (Lockie Ferguson), রহমানুল্লাহ গুরবাজদের মত আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত নামদের দলে সামিল করে ফাঁকফোকর ভরাটের কাজ অনেকটাই সেরে ফেলেছে কলকাতা দল।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
গত মরসুমে লীগ টেবিলে ৭ নম্বরে শেষ করেছিলো বেগুনি-সোনালী ব্রিগেড। ১৪ ম্যাচের মধ্যে জিতেছিলো ৬টি এবং হেরেছিলো ৮ ম্যাচ। এবার ভাগ্য বদলানোর স্বপ্ন’ই দেখছে তারা। শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) মত তরুণ অধিনায়কের হাত ধরে সাফল্যের স্বপ্ন বুনতে চাইছেন শাহরুখ খান, ভেঙ্কি মাইশোর’রা। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে যে দল কলকাতা (KKR) বানিয়েছে তা অন্তত ৩টি কারণে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবীদার। রইলো সেই তিনটি মোক্ষম কারণ।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
শক্তিশালী ব্যাটিং লাইন-আপ-

২০২৩ সালের আইপিএলে কলকাতা দলের অন্যতম শক্তি তাদের ব্যাটিং গভীরতা। গত মরসুমে একজন ধুন্ধুমার ওপেনারের অভাব বারবার বোধ করেছিলো নাইট রাইডার্স। গুজরাত টাইটান্স থেকে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজের (Rahamanullah Gurbaz) আগমন সেই চিন্তা দূর করতে পারে। সাম্প্রতিক কালে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্টে রীতিমত ঝড় তুলেছেন গুরবাজ।
এছাড়াও রয়েছেন বাংলাদেশের লিটন দাস। পাওয়ার প্লে’তে লিটনের (Litton Kr. Das) ব্যাটিং বিক্রমের হাতেকলমে প্রমাণ ভারতীয় ক্রিকেট অনুরাগীরা পেয়েছিলেন টি-২০ বিশ্বকাপে। ২৭ বলে ৬০ করেছিলেন লিটন। মিডল অর্ডারেও একাধিক বড় নাম রয়েছেন নাইট ড্রেসিংরুমে। রয়েছেন অধিনায়ক শ্রেয়স (Shreyas Iyer)।
এছাড়াও বাঁ-হাতি নীতিশ রাণা (Nitish Rana), বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। গত মরসুমে নজর কেড়েছিলেন রিঙ্কু সিং (Rinku Singh)। রয়েছেন তিনিও। ফিনিশার হিসেবে অবশ্যই থাকবেন আন্দ্রে রাসেল (Andre Russell)। ব্যাট হাতে ম্যাচ জেতানোর লোকের অভাব নেই বেগুনি-সোনালী শিবিরে।