RR IPL 2023 SQUAD

IPL 2023: আইপিএল ইতিহাসের প্রথম বারের চ্যাম্পিয়ন হলো রাজস্থান রয়্যালস (RR)। অস্ট্রেলিয়ান কিংবদন্তি সেন ওয়ার্ন (Shane Warne) এই দলকে সাফল্যের শিখরে নিয়ে গিয়েছিলেন প্রথম বছরেই। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (CSK) দলকে পরাজিত করে প্রথম বছরেই ট্রফি জয়লাভ করে রাজস্থান রয়্যালস। কিন্তু পরবর্তী সময়ে দল ভালো প্রদর্শণ দেখাতে ব্যার্থ হয়েছে।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023 

কিন্তু ২০২২ সালে আইপিএলে সবাইকে চমকে দেয় রাজস্থান দল। আইপিএল ফাইনালেও পৌঁছে যায় দল।যদিও ফাইনালের চাপ রাখতে না পেরে পরাজয় শিকার করতে হয় দলকে। গতবছরের সেরা পারফর্মারদের নিয়েই আবার নতুন অভিযান শুরু করতে চলেছে রাজস্থান রয়্যালস। যদিও গতবছর সামান্যর জন্য হাতছাড়া হয়েছিল ট্রফি তবে এবছর সঞ্জু স্যামসনের (Sanju Samson) রাজস্থান রয়্যালস দ্বিতীয় বারের জন্য জয় করতে পারেন এই ট্রফি।

১. শক্তিশালী ব্যাটিং লাইনআপ

Jaiswal, buttler and sanju samnsonপ্রথম বছরের চ্যাম্পিয়ন দলের আইপিএল জিততে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়েছে দলের। তার মূল কারণ ছিল দলের ব্যাটিং। তবে গত সিজিনে দলের ব্যাটিং অনেকটা শক্তিশালী হয়েছে। বিশেষ করে দলে জস বাটলারের (Jos Buttler) উপস্থিতি দলের প্রদর্শন অনেকটা উন্নতি ঘটিয়েছে। এছাড়া জায়স্বল, অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson) ও দেবদত্ত পাডিকাল (Devdutt Padikal) বেশ দারুন কিছু নক খেলেছিলেন। গতবছরের মতনই এবছর একই দল গিয়ে মাঠে নামতে চাইবে রাজস্থান রয়্যালস।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023

গত সিজিনে অরেঞ্জ ক্যাপ নিজের নামে করেছিলেন বাটলার এমনকি প্রথম ৪ ক্রিকেটার ছাড়াও ফিনিশিং এর ভূমিকা বেশ ভালো ভাবে পালন করেছিলেন শিমরণ হিটমায়ার  ও রিয়ান পরাগ (Riyan Parag)। পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) গত সিজিনে টপ অর্ডারেও ব্যাটিং করতে দেখা গিয়েছিল, এমনকি তার পুরানো দল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ জয় ছিনিয়ে নিয়েছিলেন তিনি। দল নতুন সংযোজন হয়েছেন জেসন হোল্ডার (Jason Holder)। ফিনিশার হিসাবে তিনি লম্বা লম্বা ছক্কা হাঁকাতেন পারেন। এবছর ব্যাটিং প্রদর্শন দেখিয়ে প্রতিপক্ষকে তীব্র চ্যালেঞ্জ ছুড়ে দেবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *