TOP 3: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ এই বছর পা দেবে ষোড়শ মরসুমে। বিশ্বের জনপ্রিয়তম ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্টের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দশ দলের হাড্ডহাড্ডি লড়াই উপভোগ করতে মুখিয়ে রয়েছে ক্রিকেটজনতা। দুই মাসব্যপী ক্রিকেট উৎসব নিয়ে দেশ-বিদেশে ছড়িয়েছে উদ্দীপনা। আয়োজক বিসিসিআই-এর পক্ষ থেকে সামনে আনা হয়েছে আসন্ন মরসুমের ক্রীড়াসূচিও। প্রথম ম্যাচে ২০২২ সালের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (GT) মুখোমুখি হবে চারবারের খেতাবজয়ী চেন্নাই সুপার কিংসের (CSK)। বিশ্বের বৃহত্তম ক্রিকেট লীগের উদ্বোধনের মঞ্চ হিসেবে বেছে নেওয়া হয়েছে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম’কে। আহমেদবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ১ লাখ ৩২ হাজার দর্শক সাক্ষী থাকবেন এবারের আইপিএলের প্রথম ম্যাচের।
দিল্লী ক্যাপিটালস এই বছর নিজেদের আইপিএল যাত্রা শুরু করছে টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ ১ এপ্রিল। অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। দেড় দশক আইপিএল খেলছে দিল্লী ফ্র্যাঞ্চাইজি। শুরুতে দিল্লী ডেয়ারডেভিলস (DD) নামে প্রতিযোগিতায় অংশ নিতে দেখা গিয়েছিলো তাদের। লাল-কালো জার্সি থেকে কালো মুছে গিয়ে প্রথমে জায়গা নিয়েছিলো নীল। পরে নাম পুরোপুরি পরিবর্তন করে দিল্লী ডেয়ারডেভিলস (DD) থেকে দিল্লী ক্যাপিটালসে (DC) পরিণত হয় তারা। বদলে যায় দলের লোগো’ও। তবে জার্সি-নাম বদলালেও ট্রফি আসে নি রাজধানীর ফ্র্যাঞ্চাইজিতে। একবার ফাইনাল খেলা ছাড়া নেই উল্লেখযোগ্য সাফল্য। এই ব্যর্থতার ছবিটা বদলাতে এবার মরিয়া দিল্লী দল।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
আসন্ন মরসুমে মাঠে নামার আগেই অবশ্য বড় ধাক্কার সামনে পড়েছে দিল্লী ক্যাপিটালস (DC)। গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে গোটা আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন তাদের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর না থাকা দলে তৈরি করেছে বড় শূন্যস্থান। কেবল অধিনায়ক হিসেবে নয়, ব্যাটার এবং উইকেটরক্ষক হিসেবেও ঋষভের বদলি খোঁজা কঠিন। প্রতিকূল পরিস্থিতিতেও অবশ্য দমছে না দিল্লী (DC) দল। তাদের দলের অ্যান্থেম ‘দিল্লী রে তু রোর মাচ’। এই তিন কারণে আসন্ন মরসুমে ‘রোর’ অর্থাৎ গর্জন করতে শোনা যেতে পারে দিল্লী ক্যাপিটালসকে।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
দলের মাথায় থাকছে সৌরভ-পন্টিং জুটি-

সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং রিকি পন্টিং (Ricky Ponting)- নব্বইয়ের দশক বা নতুন শতাব্দীর গোড়ার দিকে যাঁরা বেড়ে উঠেছেন এই দুটো নাম শুনলেই আলাদা আবেগ কাজ করতে থাকে তাঁদের মধ্যে। ভারত ও অস্ট্রেলিয়া দলের দুই অধিনায়ক ক্রিকেট জীবনে ছিলেন একে অপরের চরমতম প্রতিদ্বন্দ্বী। বহু স্মরণীয় ক্রিকেট ম্যাচ বিশ্বকে উপহার দিয়েছে তাঁদের দল। ব্যাট হাতে দুই কিংবদন্তী নিজেরাও বহুবার একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াইতে মুখোমুখি হয়েছেন। এমনকি লড়াই করেছেন বিশ্বকাপের জন্যও।
এবার আইপিএল তাঁদের দুজনকে সুযোগ করে দিয়েছে সতীর্থ হিসেবে কাজ করার। আইপিএলের গোড়ার দিকে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে কিছু ম্যাচ এক সাথে খেলেছেন সৌরভ-পন্টিং, এবার দিল্লী ক্যাপিটালস (DC) দলে মাঠের বাইরের রিমোট কন্ট্রোল থাকবে তাঁদের দু’জনের হাতে। হেড কোচ হিসেবে রয়েছেন রিকি পন্টিং (Ricky Ponting), এবং দিল্লী ক্যাপিটালস (DC) দল সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) নিয়োগ করেছে ‘হেড অফ ক্রিকেট অপারেশনস’ পদে।
সর্বকালের সেরা দুই অধিনায়কের প্রতিভা চিনে নেওয়ার দক্ষতার কথা জানেন না এমন ক্রিকেটভক্ত খুঁজে পাওয়া মুশকিল। এছাড়াও দুজনেরই ক্রিকেটজ্ঞান,গেম রিডিং অসাধারণ। কোন পরিস্থিতিতে কেমন দল খেলানো দরকার, দলের উন্নতির জন্য কি কি দরকার, তা তাঁদের থেকে ভালো হয়ত বুঝতে পারবেন না কেউই। ডাগ-আউটে ভারত ও অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন অধিনায়কের যুগলবন্দী এগিয়ে রেখেছে দিল্লীকে।
ক্রিকেটারদের ফর্ম ও অধিনায়কের অভিজ্ঞতা-

তারুণ্য এবং অভিজ্ঞতার দুর্দান্ত মিশেল রয়েছে দিল্লী ক্যাপিটালস দলে। ওপেনিং-এ দেখা যাবে পৃথ্বী শ’র (Prithvi Shaw) মত তরুণ তুর্কিকে। আইপিএলের ইতিহাসে পাওয়ের প্লে’তে সর্বোচ্চ স্ট্রাইক রেট তাঁর। সাথে সরফরাজ খানের (Sarfaraz Khan) মত তরুণ প্রতিভাও রয়েছে দিল্লীর অস্ত্রাগারে। ঋষভ পন্থের (Rishabh Pant) অবর্তমানে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে সম্ভবত সরফরাজকেই গড়ে তূলতে চাইছে দিল্লী (DC)। গত কয়েক বছরে ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য ফর্মে রয়েছেন সরফরাজ। তাঁর কাছে আসন্ন আইপিএল নিজেকে প্রমাণ করার মঞ্চ। আইপিএলের পারফর্ম্যান্স তাঁকে জাতীয় দলে জায়গা করে দিতে পারে, তা ভালো করেই জানেন তিনি। ফলে সেরাটাই দেখা যাবে তাঁর থেকে। এছাড়াও রয়েছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। ভারতীয় দলের হয়ে তিন ফর্ম্যাটেই সম্প্রতি দুর্ধর্ষ পারফর্ম করেছেন অক্ষর। তাঁর দিকেও নজর থাকবে।
বিদেশীদের মধ্যে এনরিক নর্কিয়া (Anrich Nortje), মিচেল মার্শরাও (Mitchell Marsh) রয়েছেন দারুণ ছন্দে। দিনকয়েক আগেই ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে সেরা ক্রিকেটারের পুরষ্কার পেয়েছেন মার্শ। তাঁর ফর্ম ট্রফি জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী করবে দিল্লীকে (DC)। এছাড়াও তাদের ভরসা যোগাবেন তাদের এই মরসুমের অধিনায়ক। আইপিএলে সাড়ে পাঁচ হাজারের বেশী রান এবং পঞ্চাশের বেশী অর্ধশতক রয়েছে ডেভিড ওয়ার্নারের (David Warner)। নেতা হিসেবে তিনি জিতেছেন ২০১৬ সালের আইপিএল। সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) ছেড়ে নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজিতে ফিরে তিনি ট্রফি জিততে নিজের অভিজ্ঞতার ঝুলি উপুড় করে দেবেন বলেই ধারণা ক্রিকেটজনতার।
WPL-এর ফর্ম আত্মবিশ্বাস বাড়াবে IPL-এ-

চলতি মরসুম থেকে শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লীগ। ছেলদের আইপিএলের মতই মেয়েদের ক্রিকেটেও ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগ চালু করেছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। প্রথম মরসুমে অংশ নিয়েছে পাঁচটি দল। ছেলেদের পাশাপাশি মেয়েদের প্রতিযোগিতাতেও অংশ নিয়েছে দিল্লী ক্যাপিটালস (DC)।
আইপিএলে যেখানে দেড় দশক লড়াই করেও সাফল্য পায় নি দিল্লী সেখানে মেয়েদের ক্রিকেটে খেতাবজয় থেকে মাত্র এক ধাপ দূরে তারা। টুর্নামেন্টে আগাগোড়া ভালো খেলেছে দিল্লীর মহিলা দল। অজি কিংবদন্তী মেগ ল্যানিং-এর (Meg Lanning) নেতৃত্বে লীগ তালিকায় সবার উপরে শেষ করে সরাসরি ফাইনালের ছাড়পত্র পেয়েছে তারা। সর্বোচ্চ রান স্কোরারের তালিকায় সবার উপরে রয়েছেন ল্যানিং (Meg Lanning) স্বয়ং। মেয়দের প্রতিযোগিতার সাফল্যে আইপিএলের ময়দানে নামার আগে নিঃসন্দেহে আত্মবিশ্বাস যোগাবে অক্ষর, ওয়ার্নারদের (David Warner)। ভালো কিছু করে দেখানোর জেদ বাড়াবে। দিশা দেখাবে ট্রফি জয়ের।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur