Rohit and bumrah
Rohit Sharma and Jasprit Bumrah | Image: Getty Images

বার্বাডোজের বাইশ গজে গতকাল ইতিহাস রচনা করলো রোহিত শর্মা’র (Rohit Sharma) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া (Team India)। সতেরো বছর পর ছিনিয়ে নিলো টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) খেতাব। জমজমাট ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় এলো ৭ রানের ব্যবধানে। টসে জিতে প্রথমে ব্যাটিং করে ভারতীয় দল। শুরুতে উইকেট হারালেও বিরাট কোহলি (Virat Kohli) ও অক্ষর প্যাটেলের জুটি সামলে নেয় ভরাডুবি। ২০ ওভারে ১৭৬ রান স্কোরবোর্ডে যোগ করে ‘মেন ইন ব্লু।’ রান তাড়া করতে নামা দক্ষিণ আফ্রিকা একটা সময় এগিয়ে গিয়েছিলো খেতাবী দৌড়ে, কিন্তু ভারতকে লড়াইতে ফেরান বুমরাহ-হার্দিকরা। শেষমেশ ট্রফি জিতেই মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া। সাফল্যের এভারেস্ট ছুঁয়ে টি-২০ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন রোহিত শর্মা। তাঁর বিদায়ে এক নয়া যুগের সূচনা হচ্ছে ভারতীয় দলে। বদলি হিসেবে উঠে আসতে পারেন তিন ক্রিকেটার।

Read More: “ঈশ্বরকে অশেষ ধন্যবাদ…” নিন্দুকদের মুখ বন্ধ করে জানালেন অশ্রুসজল হার্দিক পান্ডিয়া !!

শুভমান গিল-

Shubman Gill | Rohit Sharma | Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

২০২২ টি-২০ বিশ্বকাপের পর ১৪ মাস আন্তর্জাতিক টি-২০ থেকে দূরে ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। সেই সময় শুভমান গিলকেই (Shubman Gill) নিয়মিত দেখা গিয়েছে কুড়ি-বিশের ফর্ম্যাটে ওপেন করতে। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের মত প্রতিপক্ষের বিরুদ্ধে বড় রান’ও করেছেন তিনি। কিউইদের বিপক্ষে আহমেদাবাদের মাঠে ৬৩ বলে অপরাজিত ১২৬ রানের বিধ্বংসী ইনিংস মন ভরিয়েছিলো ক্রিকেটজনতার। তবে ২০২৪-এর গোড়ায় আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ দিয়ে আন্তর্জাতিক কুড়ি-বিশের খেলায় রোহিত শর্মা প্রত্যাবর্তন ঘটানোয় রিজার্ভ বেঞ্চে জায়গা হয়েছিলো তাঁর।

টি-২০ বিশ্বকাপেও ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে জায়গা পেলেও মাঠে নামতে পারেন নি। পরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানো হয় তাঁকে। রোহিত (Rohit Sharma) শেষমেশ সরে দাঁড়ানোয় ওপেনিং স্লটে যে শূন্যস্থান তৈরি হয়েছে, তা এবার পাকাপাকিভাবে পূরণ করার সুযোগ পাবেন শুভমান গিল। তাঁর প্রতিভা সম্পর্কে বিসিসিআই যে ওয়াকিবহাল, তা নিশ্চিত। সেই কারণেই জিম্বাবোয়ে সিরিজের অধিনায়ক হিসেবে তাঁকেই সুযোগ দেওয়া হয়েছে। শেভ্রনদের বিপক্ষে ভালো পারফর্ম করে আগামীতে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলার সুযোগ থাকছে শুভমানের (Shubman Gill) সামনে।

অভিষেক শর্মা-

Abhishek Sharma | Rohit Sharma | Image: Getty Images
Abhishek Sharma | Image: Getty Images

বর্তমানে ভারতের ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটিং প্রতিভা মনে করা হচ্ছে অভিষেক শর্মা’কে (Abhishek Sharma)। পাঞ্জাবের তরুণ বাম হাতি’কে প্রশিক্ষন দেন কিংবদন্তি যুবরাজ সিং। তিনিও জানিয়েছেন যে দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হয়ে উঠছেন অভিষেক। বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে আইপিএলের আসরে এবার তিনি যেভাবে পারফর্ম করেছেন, তাতে পাঞ্জাবের তরুণ ওপেনারকে নিয়ে স্বপ্ন দেখা যেতেই পারে। বিশ্ব ক্রিকেটের তাবড় ব্যাটিং তারকাকে পিছনে ফেলে আইপিএলে সর্বোচ্চ সংখ্যক ছক্কা হাঁকানোর রেকর্ড নিজের নামে করে নিয়েছেন তিনি। করেছেন ১৬ ম্যাচে ২০৪ স্ট্রাইক রেটে করেছেন ৪৮৪ রান।

রোহিতের (Rohit Sharma) অবসরের পর ওপেনিং স্লটে যে শূন্যতা আপাতত তৈরি হয়েছে তা পূরণ করার যোগ্য দাবীদার অভিষেক’ও (Abhishek Sharma)। আগামী ৬ জুলাই থেকে শুরু হতে চলা জিম্বাবুয়ে সিরিজে ডাক পেয়েছেন তিনিও। পাঁচটি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে তাঁর। প্রথম সুযোগেই বাজিমাত করতে চাইবেন তিনি। ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। সেদিকে তাকিয়েই পরিকল্পনা সাজাতে চায় বিসিসিআই। নিজের প্রতিভার প্রতি সুবিচার যদি অভিষেক করতে পারেন, তাহলে নিশ্চিতভাবেই সেই পরিকল্পনার অন্যতম প্রধান অংশ হয়ে উঠবেন তিনি।

সঞ্জু স্যামসন-

Sanju Samson | Rohit Sharma | Image: Twitter
Sanju Samson | Image: Twitter

২০১৫ সালে ভারতীয় টি-২০ দলে অভিষেক হয় সঞ্জু স্যামসনের (Sanju Samson)। এরপর প্রায় এক দশক কেটে গেলেও জাতীয় দলে নিয়মিত হয়ে উঠতে পারেন নি তিনি। মাঝেমধ্যে সুযোগ পেয়েছেন, কিন্তু এরপরে আবার বাদও দেওয়া হয়েছে তাঁকে। ২০২৪-এর আইপিএলে (IPL) রাজস্থান রয়্যালসের হয়ে ১৬ ম্যাচে ৫৩১ রান করার পর অনেকেই মনে করেছিলেন যে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে তাঁকেই দেখা যাবে, কিন্তু বাস্তবে তা হয় নি। প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলি না খেলায় ওপেনার হিসেবে মাঠে নেমেছিলেন। রান না পাওয়ায় মূলপর্বের একটি ম্যাচেও খেলানো হয় নি তাঁকে। উইকেটরক্ষক হিসেবে ছিলেন ঋষভ পন্থ।

সঞ্জুকে (Sanju Samson) এতদিন দলের বাইরে রাখার অন্যতম কারণ ছিলো টিম কম্বিনেশন। মাঝেমধ্যে লোয়ার অর্ডারে খেলার সুযোগ এলেও টপ-অর্ডার ব্যাটারের পক্ষে মানিয়ে নেওয়া সম্ভব হয় নি অনভ্যস্ত পজিশনে। রোহিতের অবসরের পর ওপেনিং স্লটে যে জায়গা খালি হবে সেখানে মানিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ থাকতে পারে কেরলের ক্রিকেটারের জন্য। কুড়ি-বিশের বিশ্বকাপে (T20 World Cup) একটিও ম্যাচে খেলেন নি তিনি। কিন্তু সুযোগ আসতে চলেছে জিম্বাবুয়ে সিরিজে। অ্যাসিড টেস্টে যদি উত্তীর্ণ হন সঞ্জু, তাহলে আগামীতে নিয়মিত তাঁকে দেখা যেতে পারে ‘মেন ইন ব্লু’র টি-২০ স্কোয়াডে।

Also Read: ভিডিও: সত্যি হলো জয় শাহের ভবিষ্যদ্বাণী, বার্বাডোজে উড়লো ভারতের ‘ঝাণ্ডা’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *