TOP 5: ভারতে জন্মে ভুল করেছে এই ৫ ক্রিকেটার, নয়তো খেলতো এবারের T20 বিশ্বকাপ !!

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চ (IPL 2024), আর এই আইপিএল শেষ না হতেই শুরু হয়ে যাবে T20 ক্রিকেট বিশ্বকাপ (T20 World Cup 2024)। ভারতীয় দল ৩০ এপ্রিল আসন্ন বিশ্বকাপের জন্য স্কোয়াড প্রকাশ করেছে, যে স্কোয়াড ঘোষণা করার পর সমাজ মাধ্যমে রিতিমতন ট্রোলের মুখোমুখি হয়েছে ভারতীয় নির্বাচকরা। আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় দল মোট ১৫ জন […]

শুভমান গিল (Shubman Gill)
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকাদের মধ্যে প্রথমসারিতেই জায়গা করে নিয়েছেন শুভমান গিল। ১৯৯৯ সালের ৮ সেপ্টেম্বর পাঞ্জাবের ফাজিলকা অঞ্চলে এক শিখ পরিবারে শুভমান গিলের (Shubman Gill) জন্ম। তাঁর বাবা’র নাম লখবিন্দর সিং (Lakhwinder Singh), মা কিরাত গিল (Kirat Gill)। দিদি শাহনীল গিল (Shubman Gill Family Information)। বাবা লখবিন্দরের ইচ্ছা ছিলো ক্রিকেটার হওয়ার, কিন্তু সেই স্বপ্ন পূরণ না হওয়ায় যোগ দেন চাষাবাদে। ছোটোবেলায় শুভমানের ব্যাটিং প্রতিভা সামনে আসার পর তাই ছেলেকে ক্রিকেটার হিসেবে গড়ে তোলার কাজে মনোনিবেশ করেন তিনি। ফাজিলকাতে ক্রিকেটের যথেষ্ট পরিকাঠামো ছিলো না। লখবিন্দর নিজের পরিবার নিয়ে চলে আসেন মোহালিতে। যাতে পর্যাপ্ত সুযোগ সুবিধা পেতে পারেন পুত্র শুভমান।

২০১৭ সালে পাঞ্জাব রাজ্য দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় শুভমান গিলের। ঐ একই বছরই রাজ্য দলের হয়ে লিস্ট-এ ক্রিকেটে নজর কাড়েন। (Shubman Gill Debut)। ২০১৮ সালে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ খেলেন ভারতের জার্সিতে। অনবদ্য পারফর্ম্যান্স করেছিলেন শুভমান। শতরান করেন সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। হইচই পড়ে যায় ক্রিকেটমহলে। এর এক বছরের মধ্যেই অর্থাৎ ২০১৯ সালে সিনিয়র জাতীয় দলের জার্সি গায়ে চাপান শুভমান। শুরুতে কিছুদিন অপেক্ষা করতে হয়েছিলো আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেতে। কিন্তু ২০২১-এর শেষ থেকে তাঁর সাফল্যের গ্রাফ ক্রমশ উর্দ্ধমুখী। ভারতীয় দলের ভবিষ্যৎ বলা হচ্ছে শুভমানকে।
বাংলায় শুভমান গিল বায়োগ্রাফি (Shubman Gill Biography in Bengali)-

সম্পূর্ণ নাম
শুভমান গিল

ডাকনাম
শুভমান, প্রিন্স

জন্মস্থান
ফাজিলকা, পাঞ্জাব

জন্মতারিখ
৮ ডিসেম্বর, ১৯৯৯

উচ্চতা
৫ ফিট ১০ ইঞ্চি (১৭৮ সেন্টিমিটার)

চোখের মণির রং
গাঢ় বাদামী

জাতীয় দল
ভারত

আইপিএল দল
গুজরাত টাইটান্স

জার্সি নম্বর
৭৭ (ভারত), ৭ (আইপিএল)

ব্যাটিং-এর ধরণ
ডান হাতি ব্যাটার

বোলিং-এর ধরণ
ডান হাতি অফব্রেক

ক্রিকেটীয় ভূমিকা
ওপেনিং ব্যাটার

স্ত্রী/বান্ধবী-র নাম

সন্তানের নাম

রাশিচিহ্ন
কন্যা

শখ
সাঁতার, ভ্রমণ

পঠনপাঠন
মানব মঙ্গল স্মার্ট স্কুল

ইন্সটাগ্রাম প্রোফাইল
@shubmangill

ফেসবুক প্রোফাইল
@shubmangillofficialpage

ট্যুইটার (X) হ্যান্ডেল
@ShubmanGill

আন্তর্জাতিক ক্রিকেটে শুভমান গিলের অভিষেক (Shubman Gill International Debut in Bengali)-

ফর্ম্যাট
তারিখ
প্রতিপক্ষ
ভেন্যু

টেস্ট
২৬/১২/২০২০
অস্ট্রেলিয়া
মেলবোর্ন

ওয়ান ডে
৩১/১২/২০১৯
নিউজিল্যান্ড
হ্যামিল্টন

টি-২০
০৩/০১/২০২৩
শ্রীলঙ্কা
মুম্বই

যে দলগুলির হয়ে খেলেছেন শুভমান গিল (Shubman Gill Teams in Bengali)-
ভারত, ভারত অনুর্দ্ধ-১৯ দল, পাঞ্জাব, পাঞ্জাব অনুর্দ্ধ-১৯, পাঞ্জাব অনুর্দ্ধ-১৬, কলকাতা নাইট রাইডার্স, গুজরাত টাইটান্স।
বাংলায় শুভমান গিলের কেরিয়ার পরিসংখ্যান (Shubman Gill Career Stats in Bengali)-

ফর্ম্যাট
ম্যাচ
মোট রান
সর্বোচ্চ রান
ব্যাটিং গড়
স্ট্রাইক রেট
শতরান
অর্ধশতক
উইকেট

Test
২৫
১৪৯২
১২৮
৩৫.৫২
৫৯.৩৭
০৪
০৬
০০

ODI
৪৪
২২৭১
২০৮
৬১.৩৭
১০৩.৪৬
০৬
১৩
০০

T20i
১৪
৩৩৫
১২৬*
২৫.৭৬
১৪৭.৫৭
০১
০১
০০

IPL
৯৯
৩০৮৮
১২৯
৩৮.১২
১৩৫.২০
০৩
২০
০০

FC
৫২
৪০৩৪
২৬৮
৪৯.৮০
৬৭.৮৩
১২
১৮
০০

List-A
৯৯
৪৫৩৫
২০৮
৫৩.৩৫
৯৫.৫৫
১২
২৪
০০

T20
১৩৪
৪১০০
১২৯
৩৬.৬০
১৩৬.৮৪
০৫
২৪
০০

শুভমান গিল রেকর্ড ও কৃতিত্বসমূহ (Shubman Gill Records in Bengali)-

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শুভমানের ব্যাটিং গড় ৬১.৩৭। আইসিসি’র পূর্ণ সময়ের সদস্য দেশগুলির ক্রিকেটারদের মধ্যে যা সর্বকালের সেরা। (Shubman Gill Achievements)
মাত্র ৪১টি একদিনের ম্যাচ খেলেই আইসিসি ওডিআই র‍্যাঙ্কিং-এর শীর্ষে জায়গা করে নিতে পেরেছিলেন শুভমান গিল। ক্রিকেট ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম। ৩৮ ইনিংসে র‍্যাঙ্কিং শীর্ষে পৌঁছে রেকর্ড গড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি।
সুরেশ রায়না, রোহিত শর্মা, কে এল রাহুল ও বিরাট কোহলির পর ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে তিন ফর্ম্যাটেই শতরান করেছেন শুভমান। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ ১২৬* করার নজিরও রয়েছে তাঁর দখলে।
মাত্র ২৩ বছর বয়সে আইপিএলের এক মরসুমে ৮৯০ রান করেছেন তিনি। জেতেন অরেঞ্জ ক্যাপ’ও। টুর্নামেন্টের এক মরসুমে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।
এখনও অবধি ভারতের হয়ে ২০১৮ সালের অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ, ২০২৩-এর এশিয়া কাপ জিতেছেন তিনি। রানার্স-আপ হয়েছেন ২০২১-১৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ২০২৩ ওডিআই বিশ্বকাপে। গুজরাত টাইটান্সের হয়ে জিতেছেন ২০২২ আইপিএল।

যে সকল বিতর্কে জড়িয়েছেন শুভমান গিল (Shubman Gill Controversies In Bengali)-
বাইশ গজের দুনিয়ার বাইরে শুভমান গিলের জীবন কেমন তা নিয়ে রয়েছে অনুরাগীদের আগ্রহ। ক্রিকেটমহলে জোর আলোচনা রয়েছে যে শচীন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকরের সাথে সম্পর্কে রয়েছেন শুভমান গিল। এছাড়া বলিউড অভিনেত্রী সারা আলি খানের সাথেও শুভমান গিলের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিলো। কিন্তু এই বিষয়ে এখনও অবধি কোনো সরকারী বিবৃতি দেন নি সারা তেন্ডুলকর বা সারা আলি খান। মুখ খোলেন নি শুভমান নিজেও।
শুভমান গিল নেট ওয়ার্থ (Shubman Gill Net Worth in Bengali)-

ভারতীয় ক্রিকেট বোর্ড গ্রেড A চুক্তি- বার্ষিক ৫ কোটি টাকা
টেস্ট ম্যাচ- ১৫ লক্ষ টাকা / ম্যাচ
ওডিআই ম্যাচ- ৬ লক্ষ টাকা / ম্যাচ
টি-২০ ম্যাচ- ৩ লক্ষ টাকা / ম্যাচ
আইপিএল ২০২৪- ৮ কোটি
মোট নেট ওয়ার্থ- ৩২ কোটি টাকা

শুভমান গিলের গ্যারাজে থাকা বিলাসবহুল গাড়িগুলি (Shubman Gill Car Collection in Bengali)-

ব্র্যান্ড ও মডেল
দাম (ভারতীয় টাকার অঙ্কে)

রেঞ্জ রোভার ভেলার
৭০ লক্ষ টাকা

বিএমডব্লু ৫ সিরিজ
৭৮ লক্ষ টাকা

মহীন্দ্রা থার
১৫ লক্ষ টাকা

শুভমান গিলের বাণিজ্যিক চুক্তিসমূহ (Shubman Gill Brand Endorsements in Bengali)-

নাইকি
জিলেট
জেবিএল
সিয়েট টায়ার্স
সিন্থল
গেম ২৪x৭
ড্যানন

 

 

শুভমান গিল সম্পর্কীত প্রশ্নাবলী (Shubman Gill FAQs)-

শুভমান গিলের বয়স কত?

শুভমান গিলের বয়স ২৪ বছর ( জন্মতারিখ- ৮ সেপ্টেম্বর, ১৯৯৯)

শুভমান গিলের বাবা-মায়ের নাম কি?

শুভমান গিলের বাবা’র নাম লখবিন্দর সিং, মা কিরাত গিল।

কোন দলের বিরুদ্ধে ওডিআই দ্বিশতক করেন শুভমান গিল?

২০২৩ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে দ্বিশতরান করেন তিনি। খেলেন ২০৮ রানের ইনিংস।

শুভমান গিল কোন IPL ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করেন?

শুভমান গিল IPL-এ গুজরাত টাইটান্সের হয়ে খেলেন। ২০২৪ মরসুমে অধিনায়ক’ও নির্বাচিত হয়েছেন।

শুভমান গিলের ক্রিকেটীয় আদর্শ কে?

শুভমান গিল নিজেই জানিয়েছেন যে তাঁর ক্রিকেটীয় আদর্শ শচীন তেন্ডুলকর ও বিরাট কোহলি।