TOP 5: ভারতে জন্মে ভুল করেছে এই ৫ ক্রিকেটার, নয়তো খেলতো এবারের T20 বিশ্বকাপ !! 1

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চ (IPL 2024), আর এই আইপিএল শেষ না হতেই শুরু হয়ে যাবে T20 ক্রিকেট বিশ্বকাপ (T20 World Cup 2024)। ভারতীয় দল ৩০ এপ্রিল আসন্ন বিশ্বকাপের জন্য স্কোয়াড প্রকাশ করেছে, যে স্কোয়াড ঘোষণা করার পর সমাজ মাধ্যমে রিতিমতন ট্রোলের মুখোমুখি হয়েছে ভারতীয় নির্বাচকরা। আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় দল মোট ১৫ জন প্লেয়ারকে বাছাই করেছে এবং ৪ জন প্লেয়ারকে রিজার্ভে রেখেছে। জাতীয় মূল দলে সুযোগ না পাওয়া এমন ৫ প্লেয়ার রয়েছেন যারা ভারতে জন্মে করেছেন ভুল, অন্য দেশে জন্মালে খেলতেন এবারের বিশ্বকাপ।

পাঁচ ভারতীয় খেলোয়াড় যারা ভারতে না জন্মালে এইবারের বিশ্বকাপ খেলতো

১. কেএল রাহুল

Kl rahul, t20 world cup 2024
KL Rahul | Image: Getty Images

তালিকার শীর্ষস্থানে রয়েছে ভারতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান কেএল রাহুল (KL Rahul) একসময় ভারতীয় টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) পর রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে একাধিক ম্যাচে ওপেনিং করেছেন রাহুল। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ডাক পেলেন না ভারতীয় দলের এই প্রতিভাবান প্লেয়ার। আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যানদের তালিকায় রয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant) এবং সঞ্জু স্যামসনকে সুযোগ দিয়েছে বোর্ড কর্তারা।

Read More: T20 World Cup 2024: “আমি চাই ও জিতুক…”, টি-২০ বিশ্বকাপ নিয়ে চমকপ্রদ ভবিষ্যদ্বাণী যুবরাজ সিংয়ের, এই অধিনায়কের হাতে দেখছেন ট্রফি !!

তবে টি-টোয়েন্টি ফরম্যাটে রাহুলের পারফরম্যান্স অসাধারণ। এমনকি চলতি আইপিএলেও উইকেট কিপারদের ভিতরে সর্বাধিক রান এসেছে রাহুলের ব্যাট থেকেই। লখনৌ সুপার জায়ান্টস দলকে তিনি দুর্দান্তভাবে নেতৃত্বও দিচ্ছেন। আপাতত ১১টি ম্যাচ খেলেছে রাহুল এবং ৩৯.১৮ গড়ে ও ১৪১.৩১ স্ট্রাইক রেটে ৪৩১ রান বানিয়েছেন তিনি। জাতীয় T20 দলেও রাহুল ৭২ ম্যাচ খেলে ৩৭.৭৫ গড়ে ও ১৩৯.১৩ স্ট্রাইক রেটে ২২৬৫ রান বানিয়েছেন তিনি। এই পরিসংখ্যানে অন্য কোনো দেশে জন্ম হলে বিশ্বকাপ (T20 World Cup 2024) খেলতে জাতীয় দলে অবশ্যই সুযোগ পেতেন তিনি।

২. শ্রেয়স আইয়ার

Shreyas Iyer,
Shreyas Iyer | Image: Getty Images

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় দলের মিডিল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। ভারতীয় দলের হয়ে ওডিআই বিশ্বকাপে মিডিল ওর্ডারে সর্বাধিক রান বানিয়েছিলেন তিনি। যদিও টি-টোয়েন্টি ফরমেটে বিগত কয়েক বছর ধরেই তার ফর্ম নিয়ে বেশ প্রশ্ন উঠেছিল। তবে চলতে আইপিএলে তিনি বেশ ভালই ছন্দে রয়েছেন। পাশাপাশি তার নেতৃত্বে কলকাতা দল দুর্দান্ত প্রদর্শন দেখাচ্ছে। ওডিআই বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল সেখানে শ্রেয়সকে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। তাছাড়া ওই সিরিজেই শেষবারের মতো তাকে খেলতে দেখা গিয়েছিল।

অস্ট্রেলিয়া সিরিজের পর ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিরুদ্ধে T20 সিরিজ খেললেও এই সিরিজে শ্রেয়সকে সুযোগ দেওয়া হয়নি। চলতি আইপিএলে ব্যাট হাতে শ্রেয়স ১১ ইনিংসে ৩৫ গড়ে ও ১৩৮.৬১ স্ট্রাইক রেটে ২৮০ রান বানিয়েছেন। পাশাপশি ভারতীয় দলের জার্সিতে, ৫১ ম্যাচে ৩০.৬৭ গড়ে ও ১৩৬.১৩ স্ট্রাইক রেটে ১১০৪ রান বানিয়েছেন। তার এই পরিসংখ্যান বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া অনেক ব্যাটসম্যানদের থেকে উন্নতমানের।

৩. রিংকু সিং

Rinku Singh, T20 world cup 2024
Rinku Singh | Image: Getty Images

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রিংকু সিং (Rinku Singh)। অল্প সময়ের মধ্যেই ভারতীয় দলের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার হয়ে উঠেছেন রিংকু। গত বছর আইপিএলে তার দুর্ধর্ষ পারফরম্যান্সের পরেই জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলেন তিনি। অবশ্য এই ম্যাচ খেলার পর তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। ভারতীয় দলের হয়ে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন রিংকু। পাশাপাশি গত ৯-১০ মাস ধরেই ভারতীয় দলের হয়ে ফিনিশিং এর ভূমিকা তিনি পালন করছেন।

অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিরুদ্ধে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতীয় দলকে জিততে সহায়তা করেছেন। এমনকি ভারতীয় দলের হয়ে খেলা তার শেষ ম্যাচে তিনি তার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের সর্বাধিক স্কোরটি করে ফেলেছিলেন। তবুও তাকে বিশ্বকাপ দলে সুযোগ দিলো না নির্বাচকরা। ১৫ জনের স্কোয়াড থেকে বাদ পড়লেও রিজার্ভ প্লেয়ার হিসেবে রিঙ্কুকে নিয়ে যাওয়া হবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। চলতি আইপিএলে রিংকুর ফর্ম বেশ নিচের দিকে গিয়েছে। রিংকু মাত্র ১৮.৫ গড়ে ও ১৪৬.৫৩ স্ট্রাইক রেটে ১৪৮ রান বানাতেই সক্ষম হয়েছেন। তবে ভারতের জার্সিতে রিংকু ১৫ ম্যাচের ১১ ইনিংসে ৮৯ গড়ে ৩৫৬ রান বানিয়েছিলেন।

৪. শুভমান গিল

Shubman Gill
Shubman Gill | Image: Getty Images

তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যান শুভমান গিল (Shubman Gill)। ২০২৩ বর্ষে ভারতীয় দলের হয়ে সর্বাধিক রান বানিয়েছেন শুভমান গিল। তার ফর্ম ও পারফরমেন্সের উপর নজর রেখে গিলকে চলতি আইপিএলে গুজরাট টাইটান্স দলের দায়িত্ব পালন করছেন। গিলকে সেরা ১৫ প্লেয়ারদের তালিকায় রাখা না হলেও তাকে ১৯ জনের ভিতর রাখা হয়েছে।

T20 ফরম্যাটে গিলের পারফরম্যান্স অনেকটা বিগড়ে গিয়েছে। শেষ কয়েকটি ম্যাচে তুলনামূলক রান বানাতে ব্যার্থ হয়েছেন তিনি। চলতি আইপিএলে ১১টি ম্যাচে ১১ ইনিংসে ৩২.২ গড়ে ১৩৭.৬১ স্ট্রাইক রেটে ৩২২ রান বানিয়েছেন। ভারতের জার্সিতে গিল ১৪ ম্যাচ খেলে ২৫.৭৭ গড়ে ও ১৪৭.৫৮ স্ট্রাইক রেটে ৩৩৫ রান বানিয়েছেন।

৫. সন্দীপ শর্মা

Sandeep Sharma, t20 world cup 2024
Sandeep Sharma | Image: Getty Images

তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন সন্দীপ শর্মা (Sandeep Sharma)। লম্বা সময় ধরেই ভারতীয় দলের কাছে উপেক্ষিত রয়েছেন সন্দীপ। ভালো পারফরমেন্স দেখানোর পরেও তাকে সুযোগ দেওয়া হয়না জাতীয় দলে। ২০১৪ সালে শেষ ভারতের জার্সিতে খেলেছিলেন সন্দীপ। চলতি আইপিএলে ৬ টি ম্যাচ খেলেছেন সন্দীপ এবং তুলে নিয়েছেন ১০ উইকেট।

আইপিএল ইতিহাসে ১২২ ম্যাচে ১৩৪ উইকেট নিয়েছেন সন্দীপ এবং ওভার পিছু তিনি মাত্র ৭.৮৬ রান দিয়েছেন। জাতীয় দলে সুযোগ পাওয়ার তিনি যোগ্য দাবিদার ছিলেন, অন্য দেশে জন্ম হলে হামেশাই যেকোনো দেশের হয়ে খেলার সুযোগ পেতেন বিশ্বকাপ (T20 World Cup 2024) খেলার।

Read Also: T20 World Cup 2024: T20 বিশ্বকাপে একবার নয় বরং দুই বার মুখোমুখি হতে চলেছে ইন্ডিয়া-পাকিস্তান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *