ক্রিকেটভক্তদের মনে ২০১৮ সালের অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা’র কেপ টাউন টেস্ট’টির স্মৃতি এখনো তাজা। ক্রিকেট ইতিহাসে ম্যাচ’টি ‘স্যান্ডপেপার গেট’ নামে বিখ্যাত বা বলা ভালো কুখ্যাত হয়ে রয়েছে। ঐ টেস্টম্যাচের পর অস্ট্রেলিয়া’র ক্রিকেট’কে যে ডামাডোলের মধ্যে দিয়ে যেতে হয় সাম্প্রতিক অতীতে তা কখনো ঘটে নি।সেই কুখ্যাত কেপ টাউন টেস্টের পর অস্ট্রেলিয়ার নেতৃত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন সেই টিম পেইন (Tim Paine)।
পেইনের (Tim Paine) হাত ধরে অবিশ্বাসের বাতাবরণ কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছিলো অস্ট্রেলীয় ক্রিকেট। নিজের নেতৃত্বদানের সহজাত ক্ষমতা কাজে লাগিয়ে দলকে ফের একবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে সেরা দলগুলির সাথে একাসনে বসিয়েছিলেন পেইন। অস্ট্রেলিয়ার যে বিখ্যাত হার না মানা মানসিকতা, তা তিনি ফিরিয়েছিলেন দলের মধ্যে। ২০২১ সালের নভেম্বর মাসে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন পেইন। জাতীয় দলের বাইরেও ছিলেন প্রায় দুই বছর। তাসমানিয়ার হয়ে খেলছিলেন ঘরোয়া ক্রিকেট। সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন তিনি। ইতি টানলেন বর্ণময় ক্রিকেট কেরিয়ারে।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
টিম পেইনের ক্রিকেট কেরিয়ার-

২০০৫ সালে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে তাসমানিয়ার হয়ে খেলা শুরু করেন টিম পেইন (Tim Paine)। জাতীয় দলে সুযোগ পেতে বেশ কয়েক বছর অপেক্ষা করতে হয়েছিলো তাঁকে। ২০০৯ সালের ২৮ অগস্ট স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার হলুদ জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমেছিলেন তিনি। প্রথম ম্যাচে ৩৮ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন পেইন। আন্তর্জাতিক কেরিয়ারে তিনি ৩৫ বার একদিনের ক্রিকেটে দেশের জার্সি গায়ে চাপিয়েছেন। করেছেন ৮৯০ রান। ২০০৯ সালেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটেও অভিষেক হয় তাঁর। দেশের হয়ে ১২টি টি-২০ খেলেছেন তিনি।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
ক্রিকেটের আকাশে যখন উত্থান টিম পেইনের, তখনও অবসান হয় নি গিল্ক্রিস্ট (Adam Gilchrist) জমানার। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটার থাকায় জাতীয় দলের হয়ে জায়গা পাওয়া সহজ ছিলো না তাঁর। এরপর গিলক্রিস্ট অবসর নেওয়ায় তাঁর জায়গা পূরণ করেন ব্র্যাড হাডিন (Brad Haddin)। টেস্ট, একদিনের ম্যাচ হোক বা টি-২০, তিন ফর্ম্যাটেই দলে উইকেটরক্ষক-ব্যাটার পজিশন একান্ত নিজের করে নিয়েছিলেন হাডিন। ফের একবার জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায় পেইনের কাছে। অপেক্ষা করা ছাড়া গতি ছিলো না তাঁর কাছে।
দীর্ঘসময় জাতীয় দলের বাইরে থেকেও লড়াই থেকে সরেন নি পেইন (Tim Paine)। ২০১৫ একদিনের বিশ্বকাপের পর হাডিন অবসর নিলে তাঁর সামনে খোলে জাতীয় দলের দরজা। আস্তে আস্তে টেস্ট দলে নিজেকে নিয়মিত করে তুলেছিলেন তিনি। স্যান্ড পেপার কেলেঙ্কারীর পর অস্ট্রেলিয়া দল যখন একজন পরিচ্ছন্ন নেতার খোঁজে, তখন পেইনকেই যোগ্য বলে মনে করেছিলেন নির্বাচকেরা। নেতা হিসেবে পেইন যে তাঁদের মধ্যে হারানো বিশ্বাস ফিরিয়ে এনেছিলেন তা স্বীকার করেন অজি ক্রিকেটাররাই। দেশের হয়ে ৩৫ টেস্টে ১৫৩৪ রান করেছেন পেইন। করেছেন ৯ টি অর্ধশতরানও।
ক্রিকেটকে বিদায় জানালেন প্রাক্তন অধিনায়ক-

টিম পেইনের (Tim Paine) অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব পাওয়াটা যেমন নাটকীয় ছিলো ঠিক ততটাই নাটকীয় ছিলো নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোটাও। ২০২১ এর নভেম্বর মাসে জানা যায় ক্রিকেট তাসমানিয়ার এক মহিলা কর্মীকে অশ্লীল মেসেজ পাঠিয়েছেন পেইন। জাতীয় দলের ত্রাতা হিসেবে সুনাম থাকা পেইনকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে চারিদিকে। এক সাংবাদিক বৈঠকে সজল চোখে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন তিনি। জাতীয় দল থেকেও বিরতি নিয়েছিলেন একই সাথে।
পেইন (Tim Paine) সরে যাওয়ায় প্যাট কামিন্সকে (Pat Cummins) অধিনায়ক বেছে নিয়েছিলো অস্ট্রেলিয়া। উইকেটের পিছনে পেইনের শূণ্যস্থান পূরণ করতে কখনো অ্যালেক্স ক্যারি (Alex carey) আবার কখনও ম্যাথিউ ওয়েডকে (Matthew Wade) সুযোগ দিয়েছে অজি দল। জাতীয় দলে না খেললেও তাসমানিয়ার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলছিলেন পেইন। ২০২৩-এর শেফিল্ড শীল্ডে ক্যুইন্সল্যান্ডের বিরুদ্ধে তাসমানিয়ার হয়ে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। এরপরই প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন পেইন। ১৮ বছরের প্রথম শ্রেণির ক্রিকেট কেরিয়ারে ১৫৪ ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ৬৪৯০ রান।
গত ১৭ তারিখ প্রথম শ্রেণির ক্রিকেট থেকে বিদায়ের খবর জানিয়েছিলেন টিম পেইন। আর আজ অর্থাৎ ২০ মার্চ ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে সরে দাঁড়ালেন তিনি। পেইনের (Tim Paine) বিদায়ে অস্ট্রেলীয় ক্রিকেট মহলে শোকের ছায়া। তাসমানিয়ার বর্তমান অধিনায়ক জর্ডান সিল্ক (Jordan Silk) দীর্ঘদিনের সতীর্থ পেইন সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, “ও একজন অসামান্য ক্রিকেটার। যেভাবে দীর্ঘদিন ক্রিকেটকে সেবা করেছে তাকে সাধুবাদ দিতেই হয়। কয়েক বছর পর ওকে নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার ইতিহাসে সেরা উইকেটরক্ষকদের তালিকায় রাখা হবে।”
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur