"সূর্য ভাইয়ের জন্য এটা..." হায়দ্রাবাদের বিরুদ্ধে ভাইরাল সেলিব্রেশনের পর মুখ খুললেন তিলক ভার্মা !! 1

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম সিজিন (IPL 2024)। এই পরিস্থিতিতে প্রথম ৮ ম্যাচের পরিসমাপ্তি ঘটেছে এবং প্রথম কয়েকটি ম্যাচের বিচারে ঘরের মাটিতেই আটটি দল জয়লাভ করেছে। গতকাল হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (MI) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। মুম্বইয়ের বিরুদ্ধে আইপিএল ইতিহাসের সর্বাধিক রান বানিয়ে ফেললো সানরাইজার্স হায়দ্রাবাদ।

রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বই ব্যাটসম্যানরা প্রচুর প্রচেষ্টা চালিয়েও ব্যার্থ হয়েছেন। ঈশান ও রোহিতের সূচনার পর বাঁহাতি ব্যাটসম্যান তিলক ভার্মা এমআই-এর হয়ে দ্রুত সূচনা অব্যাহত রাখেন। তিনি ২৪ বলে অর্ধশতরান সম্পন্ন করেন। ১১তম ওভারে জয়দেব উনাদকাটকে চার মেরে নিজের ফিফটি ছুঁয়ে ফেলেন তিনি এবং তারপরেই তিলক (Tilak Varma) সূর্যকুমার যাদবের বিখ্যাত সেলিব্রেশনটি উদযাপন করেন।

Read More | IPL 2024: রোহিত-হার্দিক দ্বন্দ্বের জের, দুই শিবিরে বিভক্ত মুম্বই ইন্ডিয়ান্স সাজঘর !!

রুদ্ধশ্বাস ম্যাচে অসাধারণ ব্যাটিং করলেন তিলক

এই উদযাপনটি সাধারণত ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে যুক্ত এবং জনপ্রিয়ভাবে ‘কালমা’ নামে পরিচিত, সূর্যকুমার একই উদযাপনের সাথে ২০২০ সালে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ম্যাচে ম্যাচ জেতানোর পরে প্রথম এই সেলিব্রেশনটির পরিচয় দিয়েছিলেন।

তবে বেশ কিছুদিন আগেই উইমেন্স প্রিমিয়ার লিগে (WPL 2024) মুম্বাই ইন্ডিয়ান্সকে এলিমিনেটরে হারানোর পরে শেষ ওভারে বোলিং করতে আসা রয়াল চ্যালেঞ্জার্সের আশা সোবানা সূর্যের এই সেলিব্রেশনটি করে দেখিয়েছিলেন। আর আজ সেই সেলিব্রেশনটির জনপ্রিয়তা বাড়িয়ে দিলেন তিলক। তিনি এই সেলিব্রেশনটি সূর্য কুমার যাদবের জন্যই করেছেন।

সূর্যের উদ্যেশ্যে তিলকের সেলিব্রেশন হলো ভাইরাল

Tilak Varma and Suryakumar Yadav, ipl 2024
Tilak Varma and Suryakumar Yadav | Image: Twitter

বর্তমানে চোটের কারণে বাইরে রয়েছেন স্কাই (Suryakumar Yadav)। আর কিছুদিন বাদেই হয়তো মুম্বাই শিবিরে তাকে দেখা যাবে। কিন্তু গতকাল মুম্বাই দল সূর্যকুমার যাদবকে বেশ মিস করেছে। সূর্যকুমার যাদব কে গতকাল বোম্বাই দলে পেলে অবিশ্বাস্য ২৭৮ রান তাড়া করার চেষ্টায় সক্ষম হতো। যে কারণে সূর্যর উদ্দেশ্যে বড় বয়ান দিয়ে ফেললেন তিলক।

প্রসঙ্গত, ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন স্কাই। স্পোর্টস হার্নিয়ার কবলে পড়েন সূর্যকুমার, তার অপারেশন সাকসেসফুল হওয়ার পরে এখনো পর্যন্ত মাঠে দেখা যায়নি তাকে। তার উদ্দেশ্যে মন্তব্য করে তিলক বলেন, “এই সেলিব্রেশনটি ছিল সূর্যকুমার ভাইয়ের জন্য,আমরা ওনাকে খুব মিস করছি এবং চাই তাকে খুব জলদি দেখতে।

Read More | IPL 2024: চমক দিলো কলকাতা নাইট রাইডার্স, স্কোয়াডে সামিল করলো এই দুর্ধর্ষ অফস্পিনারকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *