ipl-2024-kkr-probable-xi-vs-dc

IPL 2024: চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) সপ্তদশ মরসুম। দশ বছরের অপেক্ষা শেষে তৃতীয় খেতাব জিততে এবার মরিয়া কলকাতা নাইট রাইডার্স (KKR)। বলিউড বাদশাহ শাহরুখ খানের দল এবার শুরুটাও দুর্দান্ত করেছে। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে ৪ রানের ব্যবধানে। ব্যাট হাতে ঝড় তুলতে দেখা গিয়েছে আন্দ্রে রাসেল’কে (Andre Russell)। ভিন্টেজ রাসেলের প্রত্যাবর্তন আগামী ম্যাচগুলির জন্য আত্মবিশ্বাস নিঃসন্দেহে বাড়িয়েছে কলকাতার। এছাড়াও তরুণ পেসার হর্ষিত রানা’র (Harshit Rana) বোলিং-ও নজর কেড়েছে মরসুমের প্রথম ম্যাচে। আগামীকাল অ্যাওয়ে ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হওয়ার কথা নাইটদের। তার ঠিক আগে চমক দিলো কলকাতা ফ্র্যাঞ্চাইজি। তারা দলে সামিল করলো আফগানিস্তানের অফস্পিনার আল্লাহ গজনফর-কে।

Read More: IPL 2024: “এত খারাপ অধিনায়ক আগে…” হার্দিক সম্বন্ধে ভাইরাল আকাশ চোপড়ার মন্তব্য, সমাজমাধ্যমে সাফাই দিলেন ভারতীয় প্রাক্তনী !!

গত ১৯ ডিসেম্বরের মিনি নিলাম থেকে ২ কোটি টাকার বিনিময়ে আফগানিস্তানের তারকা স্পিনার মুজিব-উর-রহমানকে (Mujeeb-ur-Rahman) দলে নিয়েছিলো কলকাতা। কিন্তু চোটের কারণে আইপিএলে অংশ নিতে পারছেন না তিনি। সেই কারণেই মুজিবের বিকল্প হিসেবে তাঁর দেশেরই আল্লাহ গজনফরকে (Allah Ghazanfar) দলে নিলো কলকাতা। মাত্র ১৬ বছর বয়সেই ইতিমধ্যেই দেশের হয়ে দুটি ওয়ান ডে ম্যাচ খেলে ফেলেছেন তিনি। ৫.২২ ইকোনমি রেটে  বোলিং করলেও উইকেটের মুখ এখনও দেখেন নি তিনি। লিস্ট-এ ক্রিকেটে এখনও অবধি ৬টি মাত্র ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ৪ উইকেট। ইকোনমি রেট ৪.৬৮। এছাড়া কুড়ি-বিশের ক্রিকেটে তিনটি ম্যাচ খেলে নিয়েছেন ৫ উইকেট। ইকোনমি মাত্র ৬.২২। সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, সুয়শ শর্মা’রা রয়েছেন দলে, গজনফর আসায় কলকাতার স্পিন শক্তি যে বাড়লো, তা নিশ্চিত।

চলতি মরসুমে এর আগেও স্কোয়াডে রদবদল করতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে (KKR)। আইপিএল শুরুর ঠিক আগে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন জেসন রয় (Jason Roy)। ইংল্যান্ডের ওপেনারের বদলে তাঁরই স্বদেশীয় ফিল সল্টকে (Phil Salt) দলে নিয়েছে বেগুনি-সোনালী বাহিনী। দুটি অনুশীলন ম্যাচে ভালো খেলেছিলেন তিনি। আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজকে সরিয়ে সল্টকেই উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে সুযোগ দিয়েছেন কলকাতা কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও মেন্টর গৌতম গম্ভীর। ইডেনে প্রথম ম্যাচে ঝোড়ো ৫৪ করে আস্থার দাম’ও দিয়েছেন ইংল্যান্ড ক্রিকেটার। আজ কলকাতা নাইট রাইডার্সের পাশাপাশি রদবদল হলো রাজস্থান (RR) স্কোয়াডেও। সরে দাঁড়িয়েছিলেন অ্যাডাম জাম্পা (Adam Zampa)। অজি লেগস্পিনারের বদলি হিসেবে রাজস্থান দলে নিলো দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজকে (Keshav Maharaj)।

দেখুন KKR-এর সোশ্যাল মিডিয়া পোস্ট’টি-

Also Read: IPL 2024: “ও যেন অন্য পিচে খেললো…” দিল্লীর বিরুদ্ধে অদম্য ইনিংস খেলে রিয়ান পরাগ জিতে নিলেন নেটজনতার মন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *