ipl-aakash-chopra-clears-air-regarding-statement-on-hardik

IPL 2024: গতকাল হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স। দুর্ধর্ষ এক ক্রিকেট ম্যাচের সাক্ষী থাকার সৌভাগ্য হলো দর্শকদের। আইপিএলের (IPL) সপ্তদশ মরসুমের শুরুটা আশানুরূপ হয় নি দুই পক্ষেরই। সানরাইজার্স হেরেছিলো কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আর মুম্বই ইন্ডিয়ান্সকে পরাজিত হতে হয় গুজরাত টাইটান্সের কাছে। গতকাল দুই পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলো দুই দল’ই। শেষ হাসি অবশ্য হোম টিম সানরাইজার্সেরই। প্যাট কামিন্সের দল গতকাল রেকর্ড গড়ে জয় ছিনিয়ে নিলো হার্দিক বাহিনীর বিপক্ষে। গত মরসুমে পয়েন্ট তালিকায় সবার শেষে ছিলো ‘অরেঞ্জ আর্মি।’ গতকালের দাপুটে জয় দিয়ে হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি প্রমাণ করে দিলো, এবার খেতাবের অন্যতম দাবীদার তারা।

টসে জিতেছিলো মুম্বই। প্রথমে বোলিং বেছে নেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শুরু থেকেই ধুন্ধুমার ব্যাটিং করেন সানরাইজার্স ব্যাটাররা। পাওয়ার প্লে’তেই ঝড় তোলেন ট্র্যাভিস হেড। এরপর রানের উৎসবে যোগ দেন অভিষেক শর্মা, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন’রা। হেডের ২৪ বলে ৬২, অভিষেকের ২৩ বলে ৬৩ ও ক্লাসেনের ৩৪ বলে অপরাজিত ৮০ রানের সুবাদে মাত্র ২০ ওভারেই ২৭৭ রান তুলে ফেলে হায়দ্রাবাদ/ বেঙ্গালুরুকে টপকে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংসের মালিক এখন তারা। রান তাড়া করতে নেমে চেষ্টার ত্রুটি রাখেন নি রোহিত শর্মা, তিলক বর্মা, ঈশান কিষণ’রা। কিন্তু ২৪৬ রানে থামতে হয় তাদের। ৩১ রানে জেতে হায়দ্রাবাদ। গতকাল ম্যাচের শেষে হারের জন্য মুম্বই সমর্থকরা দায়ী করেছেন অধিনায়ক হার্দিককে। এই বিতর্কে এবার জড়িয়ে গেলো আকাশ চোপড়া’র নাম’ও।

Read More: IPL 2024: “নিজেদের এই বড় ভুলের জন্যই…”, হায়দরাবাদের কাছে লজ্জাজনক হারের পর বড় রহস্য ফাঁস হার্দিক পান্ডিয়ার !!

আকাশ চোপড়ার মন্তব্য ঘিরে বিতর্ক সমাজমাধ্যমে-

Hardik Pandya | IPL 2024 | Image: Getty Images
Hardik Pandya | IPL 2024 | Image: Getty Images

গতকালের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হারের পর থেকেই সমাজমাধ্যম তোলপাড় হার্দিক পান্ডিয়াকে নিয়ে। রোহিত শর্মা’কে সরিয়ে তাঁকে অধিনায়ক করা হয়েছে। ফলে এমনিতেই হার্দিক ও মুম্বই ফ্র্যাঞ্চাইজির উপর ক্ষিপ্ত সমর্থকদের একাংশ। হায়দ্রাবাদের বিরুদ্ধে পরাজয় সেই ক্ষোভের আগুনে যেন ঘি ঢেলেছে। কাঠগড়ায় তোলা হয়েছে তারকা অলরাউন্ডারকে। প্রশ্ন উঠতে তাঁর নেতৃত্বদানের দক্ষতা নিয়েও। কেন জসপ্রীত বুমরাহ’র মত ফাস্ট বোলার ইনিংসের শুরুতে মাত্র এক ওভার বোলিং করলেন? কেন রান খরচ করার পরেও বোলিং থেকে সরানো হলো না তরুণ পেসার কোয়েনা মাপাখা’কে? এমনকি বিশাল রানের লক্ষ্য তাড়া করতে নেমে হার্দিক স্বয়ং কেন মাত্র ১২০ স্ট্রাইক রেটে ব্যাটিং করলেন? এই প্রশ্নগুলি সরাসরি মুম্বই অধিনায়কের দিকেই ছুঁড়েছেন নেটিজেনেরা।

এই বিতর্কের আবহেই এক্স-প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছিলো একটি পোস্ট। সেখানে দাবী করা হয় সম্প্রচারকারী সংস্থা জিও সিনেমা’কে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় প্রাক্তনী আকাশ চোপড়া নাকি বলেছেন, “আইপিএলের ইতিহাসে সবচেয়ে খারাপ অধিনায়কত্ব আজ দেখলাম আমি। হার্দিক সত্যিই খুব খারাপ নেতৃত্ব দিয়েছে। হার্দিকের উচিৎ নিজে থেকেই অধিনায়কত্ব ছেড়ে দেওয়া, না হলে মুম্বই ইন্ডিয়ান্সের উচিৎ ওকে সরিয়ে দেওয়া।” ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছিলো পোস্টটি। বিষয়টি চোখে পড়ে স্বয়ং আকাশের। এক্স-প্ল্যাটফর্মে একটি পোস্ট করে তিনি জানিয়েছেন এটা সম্পূর্ণ ভুয়ো খবর। লেখেন, “জনপ্রিয়তা লাভের জন্য যা ইচ্ছে লিখছো? মিথ্যা কথা ছড়িও না ভাই। ভুল মন্তব্য। এমনকি আমার নামের বানান’ও ভুল। তোমার সমস্যাটা কি?” ভুয়ো তথ্যের পর্দাফাঁস করার জন্য আকাশ’কে সাধুবাদ জানিয়েছেন অনেকে।

দেখুন সেই পোস্ট’টি-

Also Read: IPL 2024, SRH vs MI, Match 08, Highlights: হায়দরাবাদের ব্যাটিং তান্ডবে বিপন্ন মুম্বাই, ৩১ রানে দুরমুশ হয়ে টানা দুই ম্যাচে ‘সুপারফ্লপ’ হার্দিক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *