ipl-fans-are-in-awe-of-riyan-parag

IPL 2024: জয়পুরের সোয়াই মানসিংহ্‌ স্টেডিয়ামে আজ মুখোমুখি রাজস্থান রয়্যালস ও দিল্লী ক্যাপিটালস। আইপিএলের (IPL) সপ্তদশ মরসুমে আজকের আগে একটি করে ম্যাচ খেলেছে দুই পক্ষ। ঘরের মাঠে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে জয় পেয়েছে রাজস্থান। টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়ে চার পয়েন্টে পৌঁছতে চায় তারা। অন্যদিকে পাঞ্জাবের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়লেও হারতে হয়েছে ঋষভ পন্থের দিল্লীকে। আজ জয়পুরে মরসুমের প্রথম জয়ের সন্ধানে তারা। খেলায় টসের মুদ্রা আজ পড়েছে দিল্লীর পক্ষে। যেহেতু সন্ধ্যে বেলা ম্যাচ, সেহেতু থাকছে শিশিরের সম্ভাবনা। তা মাথায় রেখে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছেন ঋষভ। “পিচ শুকনো থাকতে থাকতে তার সর্বোচ ব্যবহার করতে চাই” সাক্ষাৎকারে জানিয়েছেন দিল্লী ক্যাপিটালস অধিনায়ক।

গত ম্যাচের মত আজও চললো না রাজস্থানের ওপেনিং জুটি। যশস্বী জয়সওয়ালকে বোল্ড করেন মুকেশ কুমার। ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত পারফর্ম করার পর আইপিএলে টানা দুই ম্যাচে ব্যর্থ যশস্বী। ‘ওর হলো টা কি?’ আজ ৭ বলে ৫ করে তিনি ফিরে যাওয়ার পর প্রশ্ন এক হতবাক নেটিজেনের। লক্ষ্ণৌর বিরুদ্ধে অপরাজিত ৮২ করা সঞ্জু স্যামসন’ও আজ ব্যর্থ। তাঁকে আউট করেন খলিল আহমেদ। ১৫ করেন তিনি। ‘সঞ্জু কেবল মরসুমের প্রথম ম্যাচেই ভালো খেলেন’ কটাক্ষ ছুঁড়েছেন নেটনাগরিকেরা। রান পান নি জস বাটলার’ও। ইংল্যান্ডের তারকা ওপেনার আজ আউট হন রিভার্স স্যুইপ মারতে গিয়ে। ‘কোনো প্রয়োজন ছিলো না এই শট খেলার’ লিখেছেন এক রাজস্থান সমর্থক।

রণংদেহী রিয়ানে মোহিত নেটিজেন’রা-

Riyan Parag | IPL 2024 | Image: Getty Images
Riyan Parag | IPL 2024 | Image: Getty Images

৩৬ রানের মধ্যে ৩ উইকেট খুইয়ে বসেছিলো রাজস্থান রয়্যালস। ম্যাচ চলে এসেছিলো দিল্লী ক্যাপিটালসের মুঠোয়। এরপর প্রতিপক্ষের মুঠো খানিক শিথিল করার কাজটা করেন রবিচন্দ্রণ অশ্বিন। আজ ব্যাটিং অর্ডারে উপরের দিকে খেললেন তিনি। এসেই অনরিখ নর্খিয়াকে জোড়া ছক্কা হাঁকান। স্পিনের বিরুদ্ধে স্টেপ আউট করেও ছয় মারতে দেখা গেলো তাঁকে। ‘অশ্বিন ২.০’ তাঁর ব্যাটিং দেখে মন্তব্য এক অনুরাগীর। ‘টি-২০ বিশ্বকাপ এগিয়ে আসছে, সেই কারণেই অলরাউন্ডার অশ্বিনের প্রত্যাবর্তন’ মস্করা আরও এক নেটিজেনের। অক্ষর প্যাটেলকে ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মারতে গিয়েই আউট হন অশ্বিন। বাউন্ডারি লাইনের ঠিক সামনে তাঁর ক্যাচ তালুবন্দী করলেন ট্রিস্টান স্টাবস।

যশস্বী, সঞ্জু, বাটলারের মত তারকারা যেখানে চূড়ান্ত ব্যর্থ, সেখানে আজ ব্যাট হাতে জাত চেনালেন রিয়ান পরাগ। গত কয়েকটি মরসুমে রাজস্থান জার্সিতে লাগাতার সুযোগ পেলেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনি। নেটদুনিয়ার চরম কটাক্ষের মুখে পড়তে হয়েছিলো অসমের তরুণকে। কিন্তু ২০২৪-এর আইপিএলে তিনি প্রতিনিয়ত বুঝিয়ে দিচ্ছেন কেন তাঁর উপর দিনের পর দিন আস্থা রেখে এসেছে রাজস্থান টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে করেছিলেন ৪৩ রান। আজ দুরন্ত অর্ধশতক এলো তাঁর ব্যাট থেকে। ৪৫ বলে ধুন্ধুমার ৮৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। দলকে পৌঁছে দেন ১৮৫ রানে। ‘রিয়ানকে দেখে মনে হচ্ছিলো ও যেন অন্য পিচে খেলছে’ মন্তব্য এক নেটনাগরিকের। ‘রিয়ান, তোমার দক্ষতার উপর প্রশ্ন তোলায় আমাদের ক্ষমা করে দিও’ আজ তরুণ তুর্কির ফ্যানে পরিণত হয়েছেন বিগত বছরের সমালোচকরাও।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2024: “কামাল করে দিয়েছ…” ম্যাচ শেষে চমকপ্রদ বয়ান হার্দিকের, শ্লেষের তীরে বিঁধলেন সাংবাদিক বিক্রান্ত গুপ্তা !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *