ipl-vikrant-gupta-mocks-hardik-on-x

IPL 2024: ইতিহাসের পাতায় জায়গা করে নিলো গতকালের সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি। উপ্পলের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে গতকাল প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সেই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন সানরাইজার্স ব্যাটাররা। মুম্বই বোলিং নিয়ে রীতিমত ছেলেখেলা করতে দেখা গেলো ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেনদের। হেডের ২৪ বলে ৬২, অভিষেকের ২৩ বলে ৬৩ ও হেনরিখ ক্লাসেনের ৩৪ বলে অপরাজিত ৮০ রানের ইনিংসের সুবাদে ২০ ওভারে ২৭৭ রান তুলে ফেলে ‘অরেঞ্জ আর্মি।’ এর আগে বেঙ্গালুরুর তোলা ২৬৩ আইপিএলের (IPL) ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রান ছিলো। গতকাল বিরাট-ক্রিস গেইলদের সরিয়ে নয়া রেকর্ড স্থাপন করলো সানরাইজার্স হায়দ্রাবাদ।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিলো মুম্বই। রোহিত শর্মা, ঈশান কিষণ’রা যখন খেলছিলেন, মনে হচ্ছিলো রেকর্ড সংখ্যক রান’ও না তাড়া করে জিতে যায় পাঁচবারের চ্যাম্পিয়নরা। পরে তিলক বর্মা, নমন ধির, টিম ডেভিডরাও ঝড়ের গতিতে ব্যাটিং করেন। কিন্তু শেষমেশ এভারেস্টসম লক্ষ্য আর টপকে যাওয়া সম্ভব হয় নি মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষে। ২৪৬ রান তোলার পরেও ৩২ রানের ব্যবধানে হেরেই মাঠ ছাড়তে হয় তাদের। মরসুমের প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হেরেছিলো মুম্বই। গতকাল টানা দ্বিতীয় ম্যাচে কোনো পয়েন্ট পেলো না তারা। হারের পরেও হতাশ হতে রাজী হন নি মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বরং ইতিবাচকের সন্ধান করতে দেখা গিয়েছে তাঁকে। যদিও তাঁর সাথে সহমত হতে পারছে না ক্রিকেটমহল। খেলা শেষে হার্দিকের সাক্ষাৎকারের অংশ তুলে ধরে তাঁকে কটাক্ষ করলেন সাংবাদিক বিক্রান্ত গুপ্তা।

Read More: IPL 2024: জমজমাট ম্যাচে জয় সানরাইজার্সের, উচ্ছ্বাসে নেচে উঠলেন কাব্য মারান, ভিডিও ভাইরাল !!

হার্দিকের বক্তব্যের সাথে একমত নন বিক্রান্ত-

Rohit Sharma and Hardik Pandya | IPL 2024 | Image: Getty Images
Rohit Sharma and Hardik Pandya | IPL 2024 | Image: Getty Images

খেলা শেষে দীর্ঘ সাক্ষাৎকার দেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। টসের সময় যখন বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন কি ভেবেছিলেন ব্যাটিং তাণ্ডব চালাতে পারেন সানরাইজার্স ব্যাটার’রা? উত্তরে হার্দিক জানান, “সত্যি বলতে তেমনটা ভাবি নি। ভালো বা খারাপ, বোলিং যেমনই হয়ে থাকুক না কেনো, যদি প্রতিপক্ষ ২৭৭ করে থাকে, তাহলে বলতে হবে যে তারা ভালো ব্যাটিং করেছে।” ম্যাচের পরিস্থিতি বর্ণনা করে তিনি বলেন, “কঠিন ছিলো আমাদের জন্য। ৫০০’র বেশী রান উঠেছে। পিচ একেবারেই ব্যাটিং সহায়ক ছিলো। আমাদের ব্যাটাররা বেশ ভালো করেছে। সাফল্য পাওয়া আর কয়েক মুহূর্তের অপেক্ষা।” গতকালের ম্যাচে তরুণ কোয়েনা মাপাখা ৪ ওভারে খরচ করছেন ৬৬ রান। খেলা শেষে তাঁর উদ্দেশ্যে হার্দিক বলেন, “ও ভালোই করেছে। প্রথম ম্যাচ, খানিক বিহ্বল হয়ে পড়েছিলো। ওর কিছু ম্যাচ খেলা প্রয়োজন।”

গতকালের ম্যাচে মুখ থুবড়ে পড়েছিলো মুম্বইয়ের বোলিং। মাপাখা ১৬.৫০, জেরাল্ড ক্যুৎসিয়ে ১৪.২০, পীয়ূষ চাওলা ১৭, শামস মুলানি ১৬.৫০ ইকোনমি রেটে রান খরচ করেন। হার্দিকের বোলিং ইকোনমি রেট ছিলো ১১.৫০। ১০-এর কম ইকোনমি রেট ছিলো কেবল জসপ্রীত বুমরাহ’র। রেকর্ড সংখ্যক রান হজম করার পরেও বোলারদের প্রশংসাই করেন হার্দিক। বলেন,”আমাদের বোলাররা বেশ ভালো খেলেছে। আমাদের বোলিং আক্রমণ অপেক্ষাকৃত নতুন। এই ম্যাচ থেকে আমরা শিক্ষা নেবো।” ২৭৭ রান প্রতিপক্ষ স্কোরবোর্ডে তোলার পরেও কি করে হার্দিক বোলিং-এর প্রশংসা করতে পারেন তা বোধগম্য হচ্ছে না প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক বিক্রান্ত গুপ্তার। নিজের এক্স-হ্যান্ডেলে তিনি লিখেছেন, “হার্দিক নাকি বলেছে বোলাররা ভালো পারফর্ম করেছে, কামাল হ্যায় ভাই।” সংক্ষিপ্ত ট্যুইটে নিজের বিস্ময়’ই ফুটিয়ে তুলেছেন তিনি।

দেখে নিন সেই ট্যুইট বার্তা-

Also Read: IPL 2024: “নিজেদের এই বড় ভুলের জন্যই…”, হায়দরাবাদের কাছে লজ্জাজনক হারের পর বড় রহস্য ফাঁস হার্দিক পান্ডিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *