ipl-2024-rohit-and-mi-to-part-ways

IPL 2024: চর্চার কেন্দ্রে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। আইপিএল (IPL) শুরুর আগে থেকেই পাঁচবারের চ্যাম্পিয়নদের নিয়ে বিস্তর জলঘোলা চলেছে ক্রিকেটদুনিয়ায়। যেভাবে শেষ মুহূর্তে ট্রেডিং উইন্ডো ব্যবহার করে গুজরাত টাইটান্স থেকে তারা ছিনিয়ে এনেছিলো হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya), তা চমকে দিয়েছিলো অনেককে। ক্রিকেটের দুনিয়ায় ফুটবলের মত রোমহর্ষক দলবদলের ঘটনা সম্ভবত এই প্রথম ঘটে হার্দিকের সৌজন্যে। এরপর আরও বড় চমক দিয়েছিলেন নীতা আম্বানিরা। ১৩ নভেম্বর আচমকাই রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে হার্দিকের নাম আসন্ন মরসুমের জন্য অধিনায়ক হিসেবে ঘোষণা করে দেওয়া হয়। দশ বছর নেতৃত্ব দিয়ে মুম্বই’কে পাঁচটি আইপিএল ট্রফি জিতিয়েছন রোহিত। তাঁর অপসারণে স্বাভাবিক কারণেই খুশি হন নি সমর্থকেরা। তৈরি হয় ক্ষোভ। এই উত্তপ্ত আবহেই মরসুম শুরু করে মুম্বই ইন্ডিয়ান্স।

রোহিত’কে (Rohit Sharma) নেতার পদ থেকে সরানোর পর গুমোট আবহাওয়া তৈরি হয়েছিলো সাজঘরের অন্দরেও। জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদবের মত তারকা ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। রোহিত নিজে মুখ না খুললেও, তিনি ও তাঁর পরিবার যে ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্তে খুশি নয় তা প্রমাণিত হয় রোহিতের স্ত্রী ঋতিজা সাজদেহ’র (Ritika Sajdeh) ইনস্টাগ্রাম কমেন্ট থেকেই। এমনকি ইন্সটাগ্রামে একে অপরকে আনফলো করেন রোহিত ও হার্দিক। টুর্নামেন্টের শুরুর ঠিক আগে এক সাক্ষাৎকারে অবশ্য মুম্বই ইন্ডিয়ান্সের (MI) নবনিযুক্ত অধিনায়ক সম্পর্কের শৈত্যের সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেন, “আমি জানি যে কোনো পরিস্থিতিতে রোহিতের হাত আমার কাঁধে থাকবে।” তবে সেই বক্তব্যের সত্যতা কতদূর সে সম্পর্কে সন্দেহ রয়েই গিয়েছিলো বিশেষজ্ঞদের মধ্যে।

Read More: “সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ…” হার্দিকের সঙ্গে বুমরাহের ছবি প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

দুই শিবিরের রেষারেষিতে ক্ষতিগ্রস্ত মুম্বই-

Rohit Sharma and Hardik Pandya| IPL 2024 | Image: Getty Images
Rohit Sharma and Hardik Pandya| IPL 2024 | Image: Getty Images

মুম্বই ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে সংশয়ের কালো মেঘ কাটতে পারত মাঠের পারফর্ম্যান্স ভালো হলে। কিন্তু এখনও অবধি তা দেখা যায় নি দলের তরফ থেকে। আইপিএলের প্রথম দুই ম্যাচের দুটিতেই পরাজিত হয়েছে তারা। গুজরাতের (GT) বিরুদ্ধে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হারতে হয়েছে ৬ রানের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে পরাজয়ের ব্যবধান ৩১ রান। নেতা হিসেবে হার্দিকের একাধিক সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। গুজরাতের বিরুদ্ধে মাঠেই নেতা হার্দিকের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় বুমরাহ’কে। উত্তপ্ত বাক্য বিনিময় হয় হার্দিক ও রোহিতের মধ্যেও। সানরাইজার্সের (SRH) বিপক্ষেও বুমরাহ’কে পরে বোলিং করতে আনা বা তরুণ মাপাখা’কে মারমুখী প্রতিপক্ষের সামনে এগিয়ে দেওয়ার মত সিদ্ধান্তের ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না কেউ।

মাঠের এই ছন্নছাড়া অবস্থার প্রভাব মাঠের বাইরে সাজঘরেও পড়েছে বলেই জানা যাচ্ছে সূত্র মারফৎ। খবর মিলেছে যে ইতিমধ্যেই দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটাররা। একদিকে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), তিলক বর্মা’র (Tilak Varma) মত ক্রিকেটার। দ্বিতীয় পক্ষে হার্দিক (Hardik Pandya), ঈশান কিষণের (Ishan Kishan) মত তারকারা। এই দুই পক্ষের রেষারেষির ফলাফল শেষমেশ কি দাঁড়ায় সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন ক্রিকেটজনতা। তবে ইগোর লড়াইতে দল যে ক্ষতিগ্রস্ত হতে চলেছে তা বুঝতে পারছেন সমর্থকেরা। আইপিএলের (IPL) পরেই রয়েছে টি-২০ বিশ্বকাপ। জাতীয় দলেও এই বিভাজনের রেশ পড়তে পারে, আশঙ্কায় অনেকে। বিষয়টির দ্রুত নিষ্পত্তি করতে দ্রুত কোনো পদক্ষেপ নিন ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা’রা, উঠছে দাবী।

Also Read: IPL 2024: “নিজেদের এই বড় ভুলের জন্যই…”, হায়দরাবাদের কাছে লজ্জাজনক হারের পর বড় রহস্য ফাঁস হার্দিক পান্ডিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *