Team India: হারানো সম্মান ফিরে পেল টিম ইন্ডিয়া, পৌঁছে গেল উন্নতির শিখরে !! 1

বছর জুড়ে টিম ইন্ডিয়ার (Team India) পারফরমেন্স ছিল অসাধারণ, একাধিক সিরিজে জয় এসেছে ভারতের। প্রথমে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের দুই ফরম্যাটে ভারতীয় দল জয়লাভ করে। এরপর ভারতীয় দল অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে পরাস্ত করে তবে ওডিআই সিরিজে জিততে ব্যার্থ হয়। এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিদের কাছে পরাজিত হতে হয়।

আরও পড়ুন | SA vs IND: সেঞ্চুরিয়নের ব্যর্থতার পরেও এই তরুণ ক্রিকেটারেই আস্থা রাখছেন অধিনায়ক রোহিত শর্মা !!

বছর জুড়ে ভারতীয় দলের পারফরমেন্স ছিল অসাধারণ

SA vs IND, team india
Team India | Image: Getty Images

তবে এরপর আবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে জয়লাভ করে টিম ইন্ডিয়া, ২-১ ব্যাবধানে ওডিআই সিরিজ জিতলেও ৩-২ ব্যাবধানে টি টোয়েন্টি সিরিজে পরাস্ত হতে হয়। এরপর আয়ারল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজে জয় সুনিশ্চিত করে টিম ইন্ডিয়া। এরপর পাকিস্তান ও শ্রীলঙ্কা জুড়ে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের বিজেতা হয় টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যাবধানে ওডিআই সিরিজে পরাজিত করে টিম ইন্ডিয়া বিশ্বকাপের অভিযান শুরু করে। বিশ্বকাপেও অসাধারণ পারফরমেন্স দেখায় দল। একটানা ১০ ম্যাচ জেতে ভারতীয় দল এবং মেগা ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হয়ে টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ খোয়াতে হয়েছিল। তবে এরপর আবার অস্ট্রেলিয়াকে T20 ফরম্যাটে ৪-১ ব্যাবধানে পরাস্ত করে দক্ষিণ আফ্রিকা পারি দেয় এবং সেখানে গিয়েও T20 সিরিজে ড্র এবং ওডিআই সিরিজে জয়লাভ করে টিম ইন্ডিয়া (Team India)।

অন্যদিকে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রথম ম্যাচে পরাজিত হতে হয় টিম ইন্ডিয়াকে। গতকাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে। আপাতত টিম ইন্ডিয়া ওডিআই ফরম্যাটে, T20 ফরম্যাটে, টেস্ট ফরম্যাটে ও WTC’র পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছে।

আরও পড়ুন | Team India: টি-২০ বিশ্বকাপে খেলার ইচ্ছে থাকলেও এখনও জায়গা পাকা নয় বিরাট-রোহিতের, হল বড় তথ্য ফাঁস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *