rohit-can-miss-few-ind-vs-eng-tests

SA vs IND: টি-২০ সিরিজ ড্র রেখেছে দল, জয় এসেছে একদিনের সিরিজে, কিন্তু লাল বলের ফর্ম্যাটেই মুখ থুবড়ে পড়তে হয়েছিলো টিম ইন্ডিয়াকে। বক্সিং ডে টেস্ট তিন দিনে জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে স্বাগতিক দেশ। দক্ষিণ আফ্রিকা বনাম ভারত (SA vs IND) দুই টেস্তের সিরিজের পাল্লা আপাতত ভারী প্রোটিয়াদের দিকেই। সেঞ্চুরিয়নে ইনিংস ও ৩২ রানে জয় পেয়েছে তারা। প্রথমবারের জন্য দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন ভেঙেছে টিম ইন্ডিয়ার। আপাতত তাদের লক্ষ্য কেপ টাউনে দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে সমতা ফেরানো। বুধবার থেকে রবিবার অবধি চলার কথা খেলাটি। মাঠে নামার আগে দলের খুঁটিনাটী নানা বিষয় নিয়ে মন্তব্য করলেন রোহিত শর্মা (Rohit Sharma)। নবাগত পেসার প্রসিদ্ধ কৃষ্ণার (Prasidh Krishna) প্রসঙ্গ যেমন উঠলো, তেমনই কথা হলো কেপ টাউনের পিচ নিয়েও।

Read More: SA vs IND: সিরাজের শক্তিশেলে ছিন্নভিন্ন দক্ষিণ আফ্রিকা, লাঞ্চের আগেই প্রোটিয়ারা শেষ ৫৫ রানে !!

প্রসিদ্ধ কৃষ্ণার উপর ভরসা রয়েছে রোহিতের-

Prasidh Krishna | SA vs IND | Image: Getty Images
Prasidh Krishna | SA vs IND | Image: Getty Images

সেঞ্চুরিয়নে কেরিয়ারের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমে বিশেষ সুবিধা করতে পারেন নি ডান হাতি পেসার প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। ২০ ওভার হাত ঘুরিয়ে ৯৩ রানের বিনিময়ে মাত্র ১ উইকেট নিয়েছিলেন তিনি। পড়েছিলেন সমালোচনার মুখে। প্রাক্তন পাক অধিনায়ক সলমন বাট নিজের ইউটিউব চ্যানেলে তুলোধোনা করেন প্রসিদ্ধকে। একই সাথে তাঁকে প্রথম একাদশে রাখার জন্য দোষেন ভারতীয় টিম ম্যানেজমেন্টকেও। সমালোচনার ঝড়ের মুখে দাঁড়িয়েও তরুণ সতীর্থের পাশেই থাকছেন অধিনায়ক রোহিত শর্মা। কেপ টাউন টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে রোহিতকে (Rohit Sharma) সম্ভাব্য বোলিং কম্বিনেশন নিয়ে প্রশ্ন করা হয়েছিলো। প্রশ্ন ধেয়ে আসে প্রসিদ্ধের পারফর্ম্যান্স নিয়েও। সাবলীল ভঙ্গিতেই সেই প্রশ্নবাণ সামলেছেন হিটম্যান।

রোহিত (Rohit Sharma) বলন, “এই টেস্ট ম্যাচে কেমন বোলার দলের প্রয়োজন তা নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। আমরা এখনও চূড়ান্ত করি নি প্রথম একাদশ। আমাদের দলের সব খেলোয়াড় ফিট এবং মাঠে নামার জন্য তৈরি। চূড়ান্ত সিদ্ধান্ত এরপর নেওয়া হবে।” এরপরে প্রসিদ্ধের (Prasidh Krishna) সমর্থনে বলেন, “আমি জানি আমাদের বোলিং বিভাগ খানিক অনভিজ্ঞ। যখন এমনটা হয় তখন ওদের উপর আত্মবিশ্বাস দেখাতে হয়। এমনটা সব দলের সাথেই হতে পারে। গত ম্যাচের শেষে আমি বলেছিলাম, যে প্রসিদ্ধ প্রথম ম্যাচ খেলছে। স্নায়ুর চাপ থাকতেই পারে।” দল যে প্রসিদ্ধের পাশে আছে তা আজ নিউল্যান্ডসের একাদশে প্রসিদ্ধের সুযোগ পাওয়া থেকেই পরিষ্কার।

কেপ টাউনের পিচ নিয়ে মুখ খুললেন রোহিত-

Rohit Sharma | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

দ্বিতীয় টেস্টের আগে কেপ টাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডের বাইশ গজ’ও উঠে এসেছে রোহিত শর্মার (Rohit Sharma) আলোচনায়। কেপ টাউনে আজ অবধি ৬টি টেস্ট ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। এরমধ্যে একবারও জয় পায় নি দল। চারটিতে হারতে হয়েছে। দুইবার খেলা শেষ হয়েছে অমীমাংসিত অবস্থায়। সাংবাদিম সম্মেলনে ভারত অধিনায়ক জানালেন সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কের মতই আচরণ করতে পারে কেপ টাউনের উইকেট। রোহিত (Rohit Sharma) বলেন, “নিউল্যান্ডসের পিচ দেখে অনেকটা সেঞ্চুরিয়নের মতই লাগছে। একই রকম গতি আর বাউন্স দেখা যাবে। অত ঘাস নেই, কিন্তু এখানে পরিবেশ বড় প্রভাব ফেলতে পারে কারণ সেঞ্চুরিয়নের তুলনায় এখানে গরম অনেকটাই বেশী।”

Also Read: SA vs IND: “নিউল্যান্ডসের নবাব…” কেপ টাউনে সিরাজ ঝড়ে দিশাহারা প্রোটিয়ারা, উত্তাল হলো নেটদুনিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *