KKR vs DC Match Preview IPL 2024 in Bengali: ঘুরে দাঁড়াতে মরিয়া নাইট রাইডার্স, ইডেন থেকে আজ দুই পয়েন্ট সংগ্রহ'ই লক্ষ্য দিল্লী ক্যাপিটালসের !! 1

IPL 2024: প্রতীক্ষার প্রহর গুণছে ইডেন গার্ডেন্স। আজ আইপিএলের (IPL) আসরে কলকাতা নাইট রাইডার্স (KKR) মুখোমুখি হতে চলেছে দিল্লী ক্যাপিটালসের (DC)। দুই দলের গত সাক্ষাতে দিল্লীকে সহজেই হারিয়েছিলো কলকাতা। কিন্তু বর্তমানে পরিস্থিতি বেশ আলাদা। ঘরের মাঠে বোলিং ব্যর্থতার শিকার হয়ে পাঞ্জাবের বিপক্ষে ২৬২ তুলেও হারতে হয়েছে নাইটদের। তার কয়েকদিন আগে রাজস্থানের বিরুদ্ধেও বড় রানের পুঁজি রক্ষা করা যায় নি। দিল্লীর মারমুখী ব্যাটারদের বিরুদ্ধে কেমন পারফর্ম করেন বোলাররা, নজর থাকবে সেইদিকে। আইপিএলের শুরুটা ভালো না হলেও আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে দিল্লী। আজ জিতলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে যাবে তারা। প্লে-অফের বৃত্তে প্রবেশ করতে তাই জয় ছাড়া কোনো ভাবনা নেই ঋষভ পন্থদের মাথায়।

কলকাতার হয়ে আজও ওপেনিং-এ দেখা যেতে পারে সুনীল নারাইন ও ফিল সল্টকে। প্রায় প্রতি ম্যাচেই ধুন্ধুমার ভঙ্গিতে ইনিংসের সূচনা করছেন তাঁরা। তিন নম্বরে খেলতে পারেন তরুণ অঙ্গকৃষ রঘুবংশী। নজর থাকবে বছর আঠারোর ক্রিকেটারের দিকে। এরপর ভেঙ্কটেশ আইয়ার নামতে পারেন ব্যাট হাতে। অধিনায়ক শ্রেয়স আইয়ারের খেলার সম্ভাবনা পাঁচে। ছয় নম্বরে নেমে ঝড় তোলার দায়িত্ব থাকছে আন্দ্রে রাসেলের কাঁধে। এরপর ফিনিশার হিসেবে রিঙ্কু ও রমনদীপের উপর নির্ভর করবে নাইটরা। পেস বিভাগে দেখা যেতে পারে হর্ষিত রাণা’কে। গত ম্যাচে সুযোগ পেয়ে ব্যর্থ হয়েছিলেন দুষ্মন্ত চামিরা। তাঁর জায়গায় ফেরানো হতে পারে মিচেল স্টার্ককে। থাকছেন স্পিনার বরুণ চক্রবর্তীও।

দিল্লীর হয়ে ওপেনিং-এ নামবেন জেক ফ্রেজার ম্যাকগার্ক। অজি তরুণ টি-২০ ক্রিকেটের ব্যকরণ নতুন করে লিখছেন যেন। শুরু থেকেই চার-ছক্কার বন্যা দেখা যাচ্ছে তাঁর ব্যাটে। জেকের সাথে থাকতে পারেন বাংলার অভিষেক পোড়েল।  তিনে শে হোপ’কে দেখা যেতে পারে আজ। চারে অধিনায়ক ঋষভ পন্থ। দারুণ ছন্দে রয়েছেন দুজনেই। এরপর ঝড় তুলতে পারেন ট্রিস্টান স্টাবস। একাধিক চমকপ্রদ ইনিংস খেলেছেন প্রোটিয়া তারকা। আজকের ম্যাচে বড় দায়িত্ব চাপতে পারে অলরাউন্ডার অক্ষর প্যাটেলের কাঁধে। এরপর থাকতে পারেন কুমার কুশাগ্র। পুরনো দলের বিরুদ্ধে মাঠে নামছেন কুলদীপ যাদব। পেস বিভাগে লিজাড উইলিয়ামস, মুকেশ কুমার ও খলিল আহমেদের খেলার সম্ভাবনা।

Read More: টি-২০ বিশ্বকাপের জন্য প্রস্তুত নিউজিল্যান্ড, শক্তিশালী স্কোয়াড ঘোষণা কিউই শিবিরের !!

IPL ম্যাচের সময়সূচি-

কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম দিল্লী ক্যাপিটালস (DC)

ম্যাচ নং- ৪৭

তারিখ- ২৯/০৪/২০২৪

ভেন্যু- ইডেন গার্ডেন্স, কলকাতা

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

Kolkata Pitch and Weather (পিচ ও আবহাওয়া রিপোর্ট)-

Eden Gardens, Kolkata | IPL 2024 | Image: Getty Images
Eden Gardens, Kolkata | Image: Getty Images

কলকাতার আইকনিক ইডেন গার্ডেন্সে আজ নাইট রাইডার্সের প্রতিপক্ষ দিল্লী ক্যাপিটালস। এককালে ইডেনের উইকেট স্পিন সহায়ক হিসেবে পরিচিত হলেও বর্তমানে ব্যাটিংবান্ধব বাইশ গজই চোখে পড়ে এখানে। চলতি মরসুমে যে কটি ম্যাচ এখানে খেলা হয়েছে তার মধ্যে একমাত্র কেকেআর বনাম লক্ষ্ণৌ ম্যাচ ব্যতীত সবকটিতেই বড় রান উঠতে দেখা গিয়েছে। আজকের খেলাতেও রানের উৎসব আশা করছেন ক্রিকেটজনতা। ইডেনে আজ অবধি ৯১টি আইপিএল ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে ৩৭টিতে জয় মিলেছে প্রথম ব্যাটিং করে। ৫৪টি ম্যাচে রান তাড়া করে জিতেছে দলগুলি। পরিসংখ্যান মাথায় রেখে আজও টসজয়ী অধিনায়ক রান তাড়া করার সিদ্ধান্তই নিতে পারেন।

তাপপ্রবাহ চলছে কলকাতা ও প্বার্শবর্তী এলাকা জুড়ে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪২ডিগ্রী সেলসিয়াস। কলকাতায় আজ দিনের সর্বনিম্ন তাপমাত্র ৩০ ডিগ্রী সেলসিয়াস থাকার সম্ভাবনা। ক্রিকেটপ্রেমীদের জন্য স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস। কলকাতায় আজও বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। ‘সিটি অফ জয়’-এর বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতা ৩৩ শতাংশ থাকতে পারে। যা অস্বস্তি বাড়াতে চলেছে ক্রিকেটারদের। একই সাথে ম্যাচ চলাকালীন ৫ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে হাওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ।

Live Streaming Details-

ক্রিকেটপ্রেমী জনতার কাছে টেলিভিশন ও ডিজিটাল স্ট্রিমিং-এর মাধ্যমে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লী ক্যাপিটালস ম্যাচটি উপভোগের সুযোগ রয়েছে। স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে টিভি’র পর্দায় দেখা যাবে খেলা। অন্যদিকে ডিজিটাল স্ট্রিমিং-এর জন্য জিও সিনেমার অ্যাপ ও ওয়েবসাইটে চোখ রাখতে হবে দর্শকদের।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ-

KKR vs DC | IPL 2024 | Image: Getty Images
KKR vs DC | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স (KKR)-

ফিল সল্ট (উইকেটরক্ষক) ✈, সুনীল নারাইন ✈, অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেল ✈, রিঙ্কু সিং, রমনদীপ সিং, হর্ষিত রাণা, মিচেল স্টার্ক ✈, বরুণ চক্রবর্তী।

বিকল্প- নীতিশ রাণা, সুয়শ শর্মা, দুষ্মন্ত চামিরা ✈, অনুকূল রয়, বৈভব আরোরা।

দিল্লী ক্যাপিটালস (DC)-

জেক ফ্রেজার ম্যাকগার্ক ✈, অভিষেক পোড়েল, শে হোপ ✈, ঋষভ পন্থ, ট্রিস্টান স্টাবস ✈, অক্ষর প্যাটেল, কুমার কুশাগ্র, কুলদীপ যাদব, লিজাড উইলিয়ামস ✈, মুকেশ কুমার, খলিল আহমেদ।

বিকল্প- রসিক দার সালাম, সুমিত কুমার, ললিত যাদব, ডেভিড ওয়ার্নার, ঈশান্ত শর্মা।

*✈-বিদেশী ক্রিকেটার।

Also Read: IPL 2024: “বুঝিয়ে দিল কেন ওরা পাঁচবারের…”, হায়দ্রাবাদকে গুঁড়িয়ে দেওয়া চেন্নাই দলের প্রশংসায় পঞ্চমুখ টুইটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *