কলকাতার জন্য 'ডু-ওর-ডাই' ম্যাচ, আজ হারলেই প্লে অফের আশা শেষ !! 1

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম সিজিন (IPL 2024)। আজকের ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস (KKR vs DC)। আজকে পরপর পাঁচ নম্বর ঘরের ম্যাচ খেলতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। শেষ চার ম্যাচে ২টি জয় ও ২টি পরাজয়ের মুখোমুখি হয়েছে কলকাতা। যদিও কলকাতার খেলা শেষ ম্যাচটি ছিল খুবই দুর্ভাগ্যপূর্ণ।

পাঞ্জাবের বিরুদ্ধে লজ্জাজনক হারের মুখোমুখি হয়েছিল KKR

Kkr vs pbks, ipl 2024
KKR vs PBKS | Image: Getty Images

গত ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৬২ রান জুড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স ও সেই রান সহজেই তাড়া করে ফেলে PBKS। তাদের এই বিধ্বংসী ব্যাটিংয়ে পর আইপিএলে নতুন রেকর্ড তৈরি হলো। রাজস্থানের বিরুদ্ধে জয়ের একদম শেষ সীমায় পৌঁছে গিয়েও জয়ের থেকে দূরেই ছিলো কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে দিল্লি গত দুই ম্যাচে গুজরাট টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্সকে পরাস্ত করেছে দিল্লি। দিল্লির এই জয়ের পর পয়েন্ট তালিকায় বেশ উন্নতি ঘটিয়ে আপাতত ষষ্ঠ স্থানে রয়েছে দলটি।

Read More: ICC Champions Trophy 2025: পাকিস্তানে খেলতে যেতেই হবে টিম ইন্ডিয়াকে, আইসিসি করলো বড় ঘোষণা !!

দিল্লির বিরুদ্ধে KKR’এর ম্যাচটি হতে চলেছে গুরুত্বপূর্ণ

Kkr, ipl 2024
Kolkata Knight Riders | Image: Getty Images

আজকের ম্যাচটি কলকাতা নাইট রাইডার্স’এর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ৮ ম্যাচ খেলে ৫ ম্যাচ জিতে তারা ১০ পয়েন্টে দ্বিতীয় স্থানে বিরাজমান রয়েছে। তবে অন্যদিকে, সানরাইজার্স, চেন্নাই, দিল্লি এবং লখনৌ চারটি দল ১০ পয়েন্ট নিয়েই পয়েন্ট তালিকায় বিরাজমান রয়েছে। কলকতাকে আজকের দিল্লির বিরুদ্ধে ম্যাচ ব্যাতিত এখনও ৫ ম্যাচ খেলতে হবে। সেখানে ২ বার মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখী হতে হবে দলকে, মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতা দলের প্রদর্শন অনেকটাই বদলে যায়। বিশেষ করে দুই ম্যাচের মধ্যে একটি মুম্বইতে খেলতে হবে, আর চলতি আইপিএলে ঘরের মাঠে দারুন খেলা দেখাচ্ছে পল্টন তাই MI’ম্যাচের জন্য বড় মাথা ব্যাথা থাকবে শ্রেয়স আইয়ারদের।

তাছাড়া বাঁকি তিনটি ম্যাচ গুজরাট, লখনৌ ও রাজস্থানের বিরুদ্ধে খেলতে হবে দলকে। আর এই ৩ ম্যাচ ইডেনের বাইরেই খেলতে হবে দলকে, বাইরের মাঠে দলগুলোকে পরাস্ত করা খুব একটা সহজ হবে না। যে হিসাবে কলকাতা দলের বোলাররা বোলিং করছে তাতে চিন্তা বেড়েই চলেছে দলের। কলকাতার কাছে ১০ পয়েন্ট থাকলেও আগামী ৬ ম্যাচে ৪টি জয়ের প্রয়োজন, আর তাদের মধ্যে আজকে ইনফর্ম দিল্লির বিরুদ্ধে রয়েছে যে ম্যাচটি কলকাতার কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আইপিএল ২০২৪’এর (IPL 2024) প্লে অফের জন্য কোয়ালিফাইয়ের পথ পরিষ্কার রাখতে।

Read Also: IPL 2024: ঘরের মাঠে হায়দ্রাবাদকে পরাস্ত করে দুরন্ত জয় চেন্নাইয়ের, ব্যাটে-বলে বিপক্ষকে করলো পর্যুদস্ত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *