বিশ্বকাপ দলে এন্ট্রি পাচ্ছেন সঞ্জু স্যামসন, পন্থ-KL রাহুলের ক্যারিয়ারে ঝুলছে তালা !! 1

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চ (IPL 2024) আর এই প্রিমিয়ার লিগের ভিত্তিতেই তৈরি হবে ভারতীয় দলের বিশ্বকাপ স্কোয়াড (T20 World Cup 2024)। মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে ভারতীয় দলের স্কোয়াড, তবে ইতিমধ্যে ক্রিকেটের জনপ্রিয় সাইট Espncricinfo ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যানের কথা ঘোষণা করে দিয়েছেন। আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে উইকেট কিপিং করতে দেখা যাবে সঞ্জু স্যামসনকে (Sanju Samson)।

বিশ্বকাপ দলে খেলবেন সঞ্জু

Sanju Samson, t20 world cup 2024
Sanju Samson | Image: Getty Images

চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন সঞ্জু, আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় মিডিল অর্ডারে সঞ্জু স্যামসনের ভূমিকা থাকবে অনেকটাই বেশি। বিশ্বকাপে তাকেই দেখা যাবে গ্লাভস হাতে, শুধুমাত্র ব্যাট হাতে নয় উইকেটের পিছনেও স্যামসন বেশ ভালো প্রদর্শন দেখাচ্ছেন। এই মরশুমে সঞ্জু প্রথম থেকেই ধারাবাহিক ভাবে রান বানাচ্ছেন এবং ৯ ম্যাচ খেলে ৭৭ গড়ে ও ১৬১.০৯ স্ট্রাইক রেটে ৩৮৫ রান বানিয়েছেন। দলে তিনি সুযোগ পেতেই সমস্যায় পড়লেন ঋষভ পন্থ (Rishabh Pant) ও কেএল রসূল (KL Rahul)

Read More: টি-২০ বিশ্বকাপের জন্য প্রস্তুত নিউজিল্যান্ড, শক্তিশালী স্কোয়াড ঘোষণা কিউই শিবিরের !!

চলতি আইপিএলেও বেশ ভালো ছন্দে রয়েছেন রাহুল ও পন্থ দুজনেই। পন্থ আপাতত ১০ ম্যাচে ৪৬.৩৮ গড়ে ও ১৬০.৬১ স্ট্রাইক রেটে ৩৭১ রান বানিয়েছেন ও রাহুল ৯ ম্যাচে ৪২ গড়ে ও ১৪৪.২৭ স্ট্রাইক রেটে ৩৭৮ রান বানিয়েছেন। ভারতীয় দলের এই তিন উইকেটরক্ষক ব্যাটসম্যান বেশ ভালো ফর্মেই রয়েছেন, তবে তিনজন উইকেটরক্ষককে দলে সুযোগ দেওয়াটা সহজ কার্য হবে না।

ভারতের জার্সিতে ফ্লপ হয়েছেন সঞ্জু

Sanju Samson, t20 world cup 2024
Sanju Samson | Image: Getty Images

আগেও ভারতের জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson) তবে ভারতের জার্সিতে এই ফরম্যাটে হয়েছেন ফ্লপ। দীর্ঘ সময় আগেই ভারতের জার্সিতে অভিষেক করেছিলেন সঞ্জু। তবে ভারতের হয়ে কেবলমাত্র ২৫ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি যেখানে মোট ২২ বার ব্যাটিং করেছেন তিনি। ১৮.৭ গড়ে ও ১৩৩.১ স্ট্রাইক রেটে সঞ্জু ৩৭৪ রান বানাতে সক্ষম হয়েছিলেন।

আফগানিস্থানের বিরুদ্ধে শেষ T20 ম্যাচ খেলেছিলন তিনি যেখানে ব্যাটিং ইনিংসে খাতা খুলতে ব্যার্থ হয়েছিলেন তিনি এবং সুপার ওভারেও ব্যাটিং করতে এসে কোনো রান ন বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। তবে, চলতি আইপিএলে সঞ্জুর দুরন্ত ফর্ম নজর কেড়েছ নির্বাচকদের।

Read Also: T20 World Cup 2024: বিশ্বকাপের আসরে এই ৩ ক্রিকেটার হবে ভারতের ‘ট্রাম্প কার্ড’, হঠাৎ টিমে নেবেন এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *