Rohit And Shubhman
Rohit Sharma and Shubman Gill | Image: Getty Images

টিম ইন্ডিয়াতে (Team India) পৃথ্বী শ ব্রাত্য বহুদিন হলো। ভারতের হয়ে শেষ টেস্ট ম্যাচ খেলেছেন ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডেলেডের মাঠে। সীমিত ওভারের ক্রিকেটে টিম ইন্ডিয়ার (Team India) জার্সি গায়ে চাপিয়েছেন দুই বছরেরও বেশী সময় আগে। ২০২১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ ও টি-২০তে ব্যর্থ হওয়ার পর আর তাঁকে ফেরানো হয় নি দলে। ২০২৩-এ আইপিএল মরসুমটাও একেবারেই আশানুরূপ হয় নি মুম্বইয়ের তরুণ ব্যাটারের। ৮ ম্যাচে করেছেন মাত্র ১০৬ রান। ব্যাটিং গড় ছিলো ১৩.২৫। ছন্দ ফিরে পেতে ভারত ছেড়ে ইংল্যান্ডের মাটিতে পা রেখেছিলেন পৃথ্বী (Prithvi Shaw)। নর্দাম্পটনশায়ারের জার্সিতে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলা লক্ষ্য ছিলো তাঁর। কিন্তু দুর্ভাগ্যের শিকার হতে হলো সেখানেও।

মেট্রো ব্যাঙ্ক ওয়ান ডে কাপে শুরুটা সাড়া জাগিয়ে করেছিলেন পৃথ্বী শ (Prithvi Shaw)। কিন্তু সম্পূর্ণ মরসুম নর্দাম্পটনশায়ারের জার্সিতে খেলা হলো না তাঁর। চোট পেয়ে ছিটকে গেলেন মাঠ থেকে। চিকিৎসকেরা জানিয়েছেন তাঁর হাঁটুর পস্টেরিয়ার ক্রুশিয়েট লিগামেন্টে (PCL) একটি গ্রেড-টু চোট লেগেছে। যার ফলে আপাতত ক্রিকেট থেকে দূরেই থাকতে হবে পৃথ্বীকে (Prithvi Shaw)। চোট এবারের মত কাউন্টি মরসুম শেষ করে দিলেও খুশির খবরও রয়েছে পৃথ্বীর জন্য। সৌভাগ্যক্রমে তাঁর চোট গ্রেড-থ্রি নয়। না হলে অস্ত্রোপচারের পথে হাঁটতে হত ভারতীয় ওপেনারকে।

Read More: Asia Cup 2023: “রাহুলকে খেলানোর প্রয়োজন নেই…” দল নির্বাচন প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য কৃষ্ণমাচারি শ্রীকান্তের !!

চুক্তি বাড়াতে চায় নর্দাম্পটনশায়ার-

Prithvi Shaw | Team India | Image: Getty Images
Prithvi Shaw | Image: Getty Images

চোট লাগার পর আপাতত দেশে ফিরছেন না পৃথ্বী শ(Prithvi Shaw)। ইংল্যান্ডেই চলবে তাঁর চিকিৎসা। ক্রিকেটারের ঘনিষ্ট সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, “স্ক্যানের পর দেখা গিয়েছে পিসিএল-এর গ্রেড-টু চোট। সেটা খুব একটা উৎসাহব্যঞ্জক নয়, কিন্তু গ্রেড-থ্রি’র থেকে তুলনামূলক ভাবে ভালো। প্রথমে ব্যাপারটি বেশী গুরুতর মনে করা হয়েছিলো। তবে গ্রেড-টু চোট মানে অস্ত্রোপচারের প্রয়োজন নেই। আশা করা যায় দ্রুত পৃথ্বী মাঠে ফিরতে পারবে।” ক্রিকেটনেক্সট সূত্রে জানা গিয়েছে পৃথ্বী (Prithvi Shaw) ভারতের ফিরে এনসিএ-তে রিহ্যাব সারবেন বলে মনে করা হয়েছিলো। কিন্তু সেই পথে হাঁটছেন না ক্রিকেট তারকা। কিছুদিনের মধ্যেই রয়েছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফি। মুম্বইয়ের হয়ে এই দুই ঘরোয়া প্রতিযোগিতায় পৃথ্বী খেলবেন কিনা তা নিয়ে থাকছে সংশয়।

ইংল্যান্ডে নর্দাম্পটনশায়ারের হয়ে মরসুমটা দারুণ ছন্দে শুরু করেছিলেন পৃথ্বী (Prithvi Shaw)। গ্লস্টারশায়ারের বিরুদ্ধে মরসুমের প্রথম ম্যাচে করেন ৩৫ বলে ৩৪ রান। সাসেক্সের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে অবশ্য বড় রান পান নি তিনি। আউট হন ২৬ রান করে। তবে জ্বলে ওঠেন তৃতীয় ম্যাচে। অনবদ্য ক্রিকেট খেলে সমারসেটের বিরুদ্ধে ১৫৩ বলে ২৪৪ রান করেন তিনি। লিস্ট-এ ক্রিকেটে এটি তাঁর দ্বিতীয় দ্বিশতরান। ওপেন করতে নেমে ২৮টি চার এবং ১১টি ছক্কার সাহায্যে নিজের ইনিংসকে সাজান মুম্বইয়ের তরুণ। এরপর ডারহামের বিরুদ্ধে আরও একটি শতরান করেছিলেন। চোটের কারণে মাঝপথে সরে আসতে হলেও তাঁর পারফর্ম্যান্সে খুশি দল। আগামী বছরের জন্যও পৃথ্বীর (Prithvi Shaw) সাথে চুক্তিবদ্ধ হতে চায় তারা। “নর্দাম্পটনশায়ার আগামী বছরের জন্য পৃথ্বীকে প্রস্তাব দিয়েছে” ক্রিকেটারের ঘনিষ্ট সূত্র থেকে এমনটাই জানতে পেরেছে টাইমস অফ ইন্ডিয়া (TOI)।

Also Read: Asia Cup 2023: একমাত্র খ্রিস্টান খেলোয়াড় হিসাবে এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছেন এই বর্ষিয়ান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *