বিশ্বকাপের জন্য পাঁচ খেলোয়াড়ের জায়গা পাকা করলো BCCI, 'ঘর জামাই' পেলেন সুযোগ !! 1

পয়লা জুন থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ (T20 World Cup 2024)। এই টুর্নামেন্টের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা। এই টুর্নামেন্টের জন্য আইসিসি সব দলকে ১ মে এর মধ্যে তাদের দল ঘোষণা করতে বলেছে। এই বড় টুর্নামেন্টের জন্য টিম ইন্ডিয়া যে শক্তিশালী দল গড়বে সেই বিষয়ে কোন সন্দেহ নেই। তবে এর মধ্যে ৫ জন খেলোয়াড় আগে থেকেই দলে জায়গা পাকা করে নিয়েছে। বোর্ডের তরফ থেকে বলা হয়েছিল, যে সব খেলোয়াড়রা আইপিএলে ভালো পারফর্ম করছেন তারাই টি-২০ বিশ্বকাপের দলে জায়গা করে নেবেন। তবে এই পাঁচ খেলোয়াড়ের ক্ষেত্রে সেই নিয়ম মানা হচ্ছে না বলে মত ওয়াকিবহাল মহলের।

জায়গা পাকা বিরাট-রোহিতের

বিশ্বকাপের জন্য পাঁচ খেলোয়াড়ের জায়গা পাকা করলো BCCI, 'ঘর জামাই' পেলেন সুযোগ !! 2

আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখেই এবারের আইপিএলের গুরুত্ব অপরিসীম। আসলে এই টুর্নামেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে টি-২০ বিশ্বকাপ। তাই আইপিএলকে অনেকেই এবার প্রস্তুতি হিসেবে দেখছে। এই আইপিএলে বিরাট কোহলি ও রোহিত শর্মার দিকে আলাদা করে নজর দেওয়া হলেও, বিশ্বকাপের আসরের জন্য এই দু’জনের জায়গা প্রায় পাকা বললেই চলে। সত্যি কথা বলতে, আইপিএলে ভালোই ব্যাট করছেন দু’জন। রোহিত শর্মা প্রায় প্রতিটা ম্যাচেই মুম্বাইয়ের হয়ে দুর্দান্ত শুরু করছেন। অন্যদিকে, বিরাটের মাথায় তো আবার অরেঞ্জ ক্যাপও রয়েছে। সব মিলিয়ে আইপিএল শেষ হওয়ার আগেই বলে দেওয়া যায় এই দুই সিনিয়র ওয়েস্ট ইন্ডিজগামী বিমানে উঠতে চলেছেন।

টি-২০ বিশ্বকাপে খেলবেন হার্দিক-সূর্য-জাদেজা

বিশ্বকাপের জন্য পাঁচ খেলোয়াড়ের জায়গা পাকা করলো BCCI, 'ঘর জামাই' পেলেন সুযোগ !! 3

বিরাট কোহলি ও রোহিত শর্মা ছাড়াও আরও যে তিনজন খেলোয়াড়ের জায়গা পাকা তারা হলেন হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব ও রবীন্দ্র জাদেজা। নতুন মরশুমে গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্স দলে যোগ দিয়েছে হার্দিক। রোহিতকে সরিয়ে তাকে দলের অধিনায়ক করা হয়েছে। এহেন ভারতীয় অলরাউন্ডার বিশ্বকাপ খেলবেন বলেই ওয়াকিবহাল মহলের খবর। এই তালিকায় আরও দুই নাম হল রবীন্দ্র জাদেজা ও সূর্যকুমার যাদব। সূর্য চোট সারিয়ে মুম্বাইকে সার্ভিস দিচ্ছেন। অন্যদিকে, জাদেজা বালো ছন্দে রয়েছে চেন্নাইয়ের জন্য। সব মিলিয়ে এই তিনজনকে ‘বগলদাবা’ করেই বিশ্বকাপের আসরে নামতে চলেছে টিম ইন্ডিয়া।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *