T20 World Cup: কুড়ি-বিশের বিশ্বকাপে (T20 World Cup) রবিবার মহারণ। মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। ক্রিকেটদুনিয়ার সবচেয়ে বড় লড়াইকে ঘিরে সুদূর নিউ ইয়র্কেও উত্তেজনার পারদ উর্দ্ধমুখী। হাহাহার রয়েছে টিকিটের। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে নাসাও কাউন্টির মাঠে নামার আগে পারফর্ম্যান্সগত দিক থেকে দুই দল রয়েছে দুই মেরুতে। ভারত (IND) এই নিউ ইয়র্কেই গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটের ব্যবধানে সহজ জয় ছিনিয়ে নিয়েছে। অন্যদিকে খাতায়-কলমে অনেক পিছিয়ে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে পাকিস্তান (PAK) হেরেছে সুপার ওভারে। রবিবার জিতলে ভারত সামনে কেবল সুপার-এইটের ছাড়পত্র নয় সাথে চিরপ্রতিদ্বন্দ্বীকে টুর্নামেন্ট থেকে ছিটকেও দিতে পারে। অন্যদিকে পাকিস্তানের লড়াই অস্তিত্বরক্ষার।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে হাতে চোট পেয়েছিলেন রোহিত (Rohit Sharma)। তা সত্ত্বেও পাকিস্তানের বিপক্ষে ওপেন করতে নামবেন তিনিই। সাথে থাকতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)। পছন্দের প্রতিপক্ষের বিরুদ্ধে রানে ফিরতে চাইবেন তিনি। তিনে থাকবেন ঋষভ পন্থ (Rishabh Pant)। টপ-অর্ডারে খেলে গত দুই ম্যাচে সফল ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার। চারে থাকছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ‘মিস্টার ৩৬০’র থেকেও ভালো ইনিংসের আশায় দল। বিগ হিটার শিবম দুবকেকে খেলানো হতে পারে পাঁচে। ছয়ে থাকছেন ‘ফিনিশার’ হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সাত ও আটে রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলকে খেলাতে পারে টিম ইন্ডিয়া। স্পিন বিভাগের ভার থাকবে তাঁদের কাঁধে। এরপর থাকছে বুমরাহ (Jasprit Bumrah), সিরাজ, আর্শদীপের পেস ত্রয়ী। অতিরিক্ত দুই পেস বিকল্প হতে পারেন হার্দিক ও শিবম।
Read More: T20 World Cup: রশিদের ঘূর্ণিতে মাত নিউজিল্যান্ড, ইতিহাস গড়লেন আফগান অধিনায়ক !!
T20 World Cup ম্যাচের সময়সূচি-
ভারত (IND) বনাম পাকিস্তান (PAK)
ম্যাচ নং- ১৯
তারিখ- ০৯/০৬/২০২৪
ভেন্যু- নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম, নিউ ইয়র্ক
সময়- রাত ৮টা (ভারতীয় সময়)
New York Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-
নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে সম্মুখসমরে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। নবনির্মিত এই মাঠের পিচ রয়েছে চর্চায়। অ্যাডিলেডে নির্মিত ড্রপ-ইন পিচ’কে সমালোচনার তীরে বিঁধেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ব্যাটারদের বধ্যভূমি বলে আখ্যায়িত হয়েছে বাইশ গজ। এখানে শ্রীলঙ্কা অল-আউট হয়েছে ৭৭ রানে। আয়ারল্যান্ড অল-আউট হয়েছে ৯৬ রানে। ভারত-পাক ম্যাচেও ছড়ি ঘোরাতে পারেন দুই শিবিরের পেস বোলাররা। উইকেটে স্পঞ্জি বাউন্স রয়েছে। তার সাথে যুঝতে হবে ব্যাটারদের। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) এখানে যে ৩ টি খেলা হয়েছে তার মধ্যে ২টিতে রান তাড়া করে জয় এসেছে। রবিবারও টসজয়ী অধিনায়ক প্রথমে বোলিং করতে পারেন।
ভারত-পাক ম্যাচের দিন কেমন থাকবে আবহাওয়া? প্রশ্নের উত্তরের সন্ধানে ক্রিকেটজনতা। হাওয়া অফিস জানাচ্ছে যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রী সেলসিয়াস থাকার সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ১৭ ডিগ্রী সেলসিয়াস। এছাড়া রবিবার নিউ ইয়র্কের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৫০ শতাংশ। খেলা চলাকালীন বায়ুপ্রবাহের গতিবেগ হতে পারে ১৮ কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদ্’রা। সেই সম্ভাবনা রয়েছে ২০ শতাংশ। তবে সম্পূর্ণ ম্যাচ উপভোগের আশাই রাখছেন সকলে।
IND vs PAK, হেড টু হেড পরিসংখ্যান-
টি-২০’র আসরে ১২বার একে অপরের মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এর মধ্যে সিংহভাগ লড়াইতে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। তারা জিতেছে ৯টি ম্যাচ। অন্যদিকে পাকিস্তানের জয়ের সংখ্যা মাত্র ৩। ঘরের মাঠে ভারত জিতেছে ২টি ম্যাচে। ভারতের মাঠে পাকিস্তানের জয়ের সংখ্যা ১। পড়শি দেশের মাটিতে কোনো টি-২০ ম্যাচ খেলে নি টিম ইন্ডিয়া। তারা ৭টি ম্যাচ জিতেছে নিরপেক্ষ মাঠে, পক্ষান্তরে পাকিস্তান ২টি ম্যাচ জিতেছে নিরপেক্ষ মাঠে। কুড়ি-বিশের বিশ্বকাপে ৭ ম্যাচের মধ্যে ৬টিতে জিতেছে ভারত, ১টি জিতেছে পাকিস্তান।
ভারতের সম্ভাব্য একাদশ-
ওপেনার- বিরাট কোহলি, রোহিত শর্মা
মিডল অর্ডার- ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শিবম দুবে
ফিনিশার- হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা
বোলার- অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং
উইকেটরক্ষক- ঋষভ পন্থ
পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য ভারতীয় দল-
বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।
Also Read: T20 World Cup: ফারুখি-রশিদ যুগলবন্দীতে চূর্ণ নিউজিল্যান্ড, সুপার এইটের দিকে পা বাড়ালো আফগানিস্তান !!