t20-wc-basit-ali-cries-after-pak-loss

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ইতিহাসে অন্যতম সেরা ম্যাচের সাক্ষী গতকাল থাকলেন দর্শকেরা। মুখোমুখি হয়েছিলো ভারত ও পাকিস্তানের। দুই উপমহাদেশীয় প্রতিপক্ষের দ্বৈরথের দীর্ঘ ইতিহাসের এক অন্যতম সেরা অধ্যায় লিখিত হলো নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়ামের মাঠে। বৃষ্টিভেজা মাঠে টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম (Babar Azam)। পিচের ফায়দা নিয়ে শুরুতেই টিম ইন্ডিয়াকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদিরা। ওপেন করতে নেমে দ্রুত সাজঘরে ফিরতে হয়েছিলো রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে। ঋষভ পন্থ একা কুম্ভ হয়ে প্রতিরোধের চেষ্টা করলেও অক্ষর প্যাটেল ছাড়া তাঁকে সঙ্গ দিলেন না কেউই। মাত্র ১১৯ রানের মধ্যেই ভারতের ইনিংস শেষ হওয়ায় হাসি চওড়া হয়েছিলো পাক সমর্থকদের মুখে।

‘বিগ অ্যাপল’-এর বোলিং বান্ধব বাইশ গজে আরও যে চমক বাকি রয়েছে তা ইনিংসের বিরতিতে ধরতে পারেন নি বিশেষ কেউ। শুরুতেই বাবরকে সাজঘরের দিশা দেখিয়ে প্রত্যাবর্তনের সূচনাটা করেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এরপর উসমান খান ও মহম্মদ রিজওয়ান জুটি বেঁধে পাক দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও হার্দিক (Hardik Pandya) ও বুমরাহ’র জুটি পরপর উইকেট তুলে লড়াইতে টিকিয়ে রেখেছিলেন ভারতকে। লোয়ার অর্ডারের বেনজির ব্যর্থতায় ধীরে ধীরে পরাজয়ের চোরাবালিতে তলিয়ে যেতে থাকে পাকিস্তান শিবির। অনবদ্য ডেথ বোলিং-এর সুবাদে প্রতিপক্ষকে ১১৩ রানেই বেঁধে রাখে ভারত। জয়ের দোরগোড়া থেকে আরও একবার খালি হাতে ফিরতে হওয়ায় মুষড়ে পড়েছে পাক শিবির। সমালোচনার ঝড় উঠেছে তাদের নিয়ে।

Read More: “চোখে জলে চলে এসেছিলো…” ঋষভ পন্থের দুর্ঘটনার স্মৃতিচারণ রবি শাস্ত্রী’র, আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রাক্তন কোচ !!

আবেগ ধরে রাখতে পারলেন না বসিত আলি-

Naseem Shah and Shaheen Shah Afridi | T20 World Cup | Image: Getty Images
Naseem Shah and Shaheen Shah Afridi | T20 World Cup | Image: Getty Images

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হারের পরেই পাকিস্তানের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার-এইট পর্বে পা রাখা নিয়ে দেখা গিয়েছিলো সংশয়। গতকাল ভারতের বিরুদ্ধে লজ্জার পরাজয়ের পর একপ্রকার ছিটকেই গেলেন বাবর আজমরা। অঙ্কের হিসেবে এখনও পরবর্তী পর্বে যাওয়ার সুযোগ থাকলেও আদতে তা সম্ভব কিনা তা নিয়ে সন্দিহান সকলেই। নিউ ইয়র্কের মাঠে হতশ্রী পারফর্ম্যান্সের পর ঘরে-বাইরে সমালোচনার তীরে বিদ্ধ পাক ক্রিকেটাররা। ওয়াসিম আক্রম (Wasim Akram), শোয়েব আখতার’রা ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিতে গিয়ে বিঁধেছেন রিজওয়ান, ইফতিকারদের। একধাপ এগিয়ে ক্রিকেটারদের সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও এই বেহাল দশার জন্য দায়ী করলেন বসিত আলি (Basit Ali)। ভারত-পাক (IND vs PAK) ম্যাচের ময়নাতদন্ত করতে বসে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। কেঁদে ফেলেন বর্ষীয়ান তারকা।

পাকিস্তানের আরি টিভি’র এক অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন বসিত (Basit Ali)। অনুর্দ্ধ-১৯ দলের প্রাক্তন নির্বাচক বলেন, “আমরা যখন এখানে বসে কিছু বলি, ওরা (পিসিবি) বলে আমরা নাকি ‘দেশদ্রোহী’ কারণ আমরা নাকি দেশের বিরুদ্ধে কথা বলছি। আমি পাকিস্তানী ছিলাম, পাকিস্তানি রয়েছি, আর সেটাই থাকবো। আমি যখন বাবর, শাহীন, শাদাবদের অনুর্দ্ধ-১৯ দলের জন্য বগেছে নিয়েছিলাম, ওরা সব বাচ্চা ছিলো। আপনারাই ওদের এই দশা করেছেন। দেখে কষ্ট হয়। ওরা দেশের জন্য পরোয়াই করে না।” আরও জানান, “পাকিস্তানের আজ কোনো সুযোগই ছিলো না জেতার। ওভারপ্রতি ছয় রান প্রয়োজন ছিলো, সেটা শেষ ওভারে দাঁড়ায় ১৮তে। জেতা ম্যাচ হাতছাড়া করে এলো।” এই পারফর্ম্যান্সের ভিত্তিতে পাক দলের ভবিষ্যৎ যে অন্ধকার, তাও স্পষ্ট করেন তিনি।

দেখে নিন কি বলেছেন বসিত আলি-

Also Read: T20 World Cup: বোলিং মাস্টারক্লাসে ঐতিহাসিক জয় ভারতের, নিউ ইয়র্কে হেরে বিদায়ের মুখে পাকিস্তান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *