“চোখে জলে চলে এসেছিলো…” ঋষভ পন্থের দুর্ঘটনার স্মৃতিচারণ রবি শাস্ত্রী’র, আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রাক্তন কোচ !! 1

২০২২ সালের ৩০ ডিসেম্বর গোটা জীবনটাই ওলটপালট হয়ে গিয়েছিলো ঋষভ পন্থের (Rishabh Pant)। জাতীয় দলের তরুণ উইকেটরক্ষক পরিবারের সাথে নববর্ষ উদ্‌যাপনের জন্য গভীর রাতে ফিরছিলেন দিল্লী থেকে রুরকিতে। হাইওয়ের ডিভাইডারে ধাক্কা লেগে উলটে যায় তাঁর গাড়িটি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় তাতে। গুরুতর আহত হয়েছিলেন ঋষভ (Rishabh Pant)। তাঁর মুখে, পিঠে, পায়ে গভীর ক্ষত তৈরি হয়। ছিঁড়ে গিয়েছিলো হাঁটুর লিগামেন্ট। কোনোক্রমে প্রাণে বাঁচলেও প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছিলো ক্রিকেট কেরিয়ার। প্রথমে দেহরাদুন ও পরে মুম্বইতে চিকিৎসা হয় তাঁর। বিসিসিআই-এর তত্ত্বাবধানে মুম্বইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে হয় হাঁটুর অস্ত্রোপচার। ১৪ মাস রিহ্যাবে কাটাতে হয়েছিলো তাঁকে। খেলতে পারেন নি একটি ও ম্যাচ। শেষমেশ ২০২৪-এর আইপিএলে মাঠে ফেরেন ঋষভ।

দিল্লী ক্যাপিটালসের (DC) হয়ে অনবদ্য পারফর্ম করে নজর কেড়ে নেন প্রত্যাবর্তনের পরেই। টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ দেওয়া হয় ঋষভ পন্থকে (Rishabh Pant)। চেনা পাঁচ নম্বরে নয়, বরং তিন নম্বরে তাঁকে খেলানোর কথা ভেবেছেন কোচ দ্রাবিড়। চ্যালেঞ্জ হাসিমুখেই স্বীকার করেছেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটার। নিউ ইয়র্কের কঠিন পিচে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে করেছিলেন অর্ধশতক। আয়ারল্যান্ডের বিরুদ্ধেও খেলেছিলেন ম্যাচ জেতানো ইনিংস। গতকাল পাকিস্তানের বিপক্ষে কোহলি, রোহিতদের মত মহাতারকাও যখন স্বল্প রানেই ফিরেছেন সাজঘরে, তখন প্রত্যাঘাত করেন ঋষভই। তাঁর ৩১ বলে ৪২ রানের ইনিংস বড় জয় এনে দেয় ভারতীয় দলকে। স্টাম্পের পিছনে তাঁর সপ্রতিভ পারফর্ম্যান্সের কারণে সেরা ফিল্ডারের পুরষ্কারও জেতেন তিনি। তাঁর হাতে মেডেল তুলে দেওয়ার সময় আবেগে ভাসলেন রবি শাস্ত্রী (Ravi Shahstri)।

Read More: রাতারাতি রদবদল টিম ইন্ডিয়াতে, শিবম দুবের জায়গায় সুযোগ পাচ্ছেন এই তরুণ তুর্কি !!

ঋষভকে পুরষ্কৃত করলেন রবি শাস্ত্রী-

Ravi Shastri and Rishabh Pant | Image: Twitter
Ravi Shastri and Rishabh Pant | Image: Twitter

গত বছরের ওডিআই বিশ্বকাপ থেকে ম্যাচের সেরা ফিল্ডারকে বিশেষ পদক দেওয়ার রীতি চালু হয়েছে টিম ইন্ডিয়ার (Team India) সাজঘরে। ফিল্ডিং কোচ টি.দিলীপকে রোজই দেখা যেত অভিনব কোনো পন্থায় সেই পুরষ্কার যোগ্য খেলোয়াড়ের হাতে তুলে দিতে। বিরাট কোহলি থেকে রবীন্দ্র জাদেজা, সবার গলাতেই ঝুলেছে সেই বিশেষ মেডেল। টি-২০ বিশ্বকাপেও (T20 World Cup) সেই রীতি চালু রেখেছে বিসিসিআই। প্রথম ম্যাচে ফিল্ডিং-এ সেরার শিরোপা পেয়েছিলেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় ম্যাচে মেডেলের দৌড়ে ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant), সূর্যকুমার যাদব ও আর্শদীপ সিং। জয়ী তারকার নাম ঘোষণার আগে দলের সামগ্রী ফিল্ডিং-এর প্রশংসা করেন টি.দিলীপ। যেভাবে স্বল্প রানের পুঁজি হাতে থাকা সত্ত্বেও লড়ে গিয়েছে দল, তার তারিফ করেন তিনি। এরপরেই চমক দেন ভারতের ফিল্ডিং কোচ। পদক প্রদানের জন্য ডেকে নেন রবি শাস্ত্রীকে।

দীর্ঘসময় ভারতের কোচিং করিয়েছেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। বর্তমানে ধারাভাষ্যের কাজে তিনি রয়েছেন ইউ ইয়র্কে। গতকাল খেলা শেষে সেরা ফিল্ডিং-এর পদক তুলে দেন তিনিই। উইকেটের পিছনে তিনটি দুর্দান্ত ক্যাচ ধরে সেরার শিরোপা পান ঋষভ পন্থ (Rishabh Pant)। তরুণ উইকেটরক্ষক যেভাবে সড়ক দুর্ঘটনার বিভীষিকাকে পিছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছেন তাকে কুর্নিশ জানান শাস্ত্রী। প্রাক্তন ছাত্র সম্পর্কে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়তেও দেখা গেলো তাঁকে। জানান, “যখন ঋষভ পন্থের দুর্ঘটনার কথা শুনেছিলাম, তখন চোখে জল চলে এসেছিলো। আমি যখন হাসপাতালে ওকে দেখি, আরও খারাপ হয়েছিলো মনের অবস্থা। সেখান থেকে ও যেভাবে সেরা ছন্দে ফিরে এসে ভারত-পাকিস্তানের মত বড় ম্যাচ খেললো, সেটা মন ভালো করে দেয়।” শিষ্যের প্রতি গুরুর এই উষ্ণ মন্তব্যের ভিডিও পোস্ট করেছে বিসিসিআই।

দেখে নিন সেই ভিডিও-

Also Read: T20 World Cup: বোলিং মাস্টারক্লাসে ঐতিহাসিক জয় ভারতের, নিউ ইয়র্কে হেরে বিদায়ের মুখে পাকিস্তান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *