Wrestlers’ Protest: দেশের ক্রীড়াজগতকে বড় একটা ঝাঁকুনি দিয়েছে কুস্তিগীরদের বিক্ষোভ। বজরং পুনিয়া, সাক্ষী মালিকের মত আলিম্পিক পদকজয়ী কুস্তিগীর দিল্লীর যন্তর মন্তরে ধর্নায় সামিল হয়েছেন। রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার (WFI) প্রধান থাকাকালীন মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানি করেছেন ব্রিজভূষণ সরণ সিং, এই দাবী তুলে সরব ভারতীয় কুস্তির বহু নামী মুখ। দোষীদের শাস্তির দাবীতে জানুয়ারী মাসেও বিক্ষোভে অংশ নিয়েছিলেন তাঁরা। তখন তাঁদের অভিযোগ শোনার আশ্বাস দেওয়া হয়েছিলো সরকারের তরফ থেকে। জানুয়ারীতে যখন প্রথম এই অভিযোগগুলি সামনে আসে তখন বক্সিং কিংবদন্তী মেরি কমের (Mary Kom) নেতৃত্বে একটি তদন্ত কমিটি গড়া হয়েছিলো। কিন্তু সেই কমিটির রিপোর্ট এখনও সামনে আনা হয় নি। আশ্বাস পেয়ে জানুয়ারীতে বিক্ষোভ তুলে নিলেও গত তিন-চার মাসে বিশেষ এগোয় নি গোটা প্রক্রিয়াটি। বাধ্য হয়েই আরও একবার বিক্ষোভের রাস্তাতেই নামতে হয়েছে বীনেশ ফোগটদের (Vinesh Phogat)।
কুস্তি জগতের তারকাদের অভিযোগ ২০১২ থেকে ২০২২- এই দীর্ঘ সময়ের মধ্যে বারবার যৌন নির্যাতন এবং শ্লীলতাহানির মত ঘটনা সহ্য করতে হয়েছে মহিলা কুস্তিগীরদের। গোটা ঘটনাটিই ঘটেছে ব্রিজভূষণ সরণ সিং-এর (Brij Bhusan Saran Singh) প্রত্যক্ষ মদতে। এক নাবালিকা সহ সাতজনকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এমনকি অন্তত চারটি শ্লীলতাহানির ঘটনা ঘটেছে তাঁর বাসভবনেই। যেখানে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার কার্যালয় (WFI) ছিলো। অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্তের দাবীতে দিল্লী পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বজরং পুনিয়া (Bajrang Punia), সাক্ষী মালিকেরা (Sakhshi Malik), কিন্তু কোনো সুরাহা হয় নি। অভিযোগ গ্রহণ করতেই নাকি অস্বীকার করেছে দিল্লী পুলিশ। বর্তমানে কেন্দ্রীয় শাসক দলের সাথে প্রত্যক্ষ যোগ রয়েছে ব্রিজভূষণের। উত্তরপ্রদেশের কাইজার গঞ্জের সাংসদ’ও তিনি। সেই কারণেই পুলিশের তরফে অভিযোগ গ্রহণে অনীহা বলে জানাচ্ছেন প্রতিবাদীরা। দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে পাশে থাকার বার্তা পাচ্ছেন সাক্ষীরা। কিন্তু আশ্চর্য রকমের নীরব ক্রিকেট জগত। এই প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) প্রশ্ন করা হলে তিনি যা জানিয়েছেন তাতে রীতিমত ক্ষুব্ধ ক্রীড়াপ্রেমীরা।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
Wrestlers’ Protest নিয়ে কি বললেন সৌরভ?

ভারতীয় কুস্তিগীরদের প্রতিবাদ কর্মসূচীতে পাশে থাকার বার্তা দিয়েছেন অলিম্পিকের সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)। টোকিও অলিম্পিকে জ্যাভেলিন থ্রো ইভেন্টে সোনা জয়ী নীরজ গোটা বিষয়টিকে ‘স্পর্শকাতর’ বলে আখ্যা দেন। পাশাপাশি তিনি বলেন, “দেখেও খারাপ লাগছে যে অ্যাথলিটরা বিচার চেয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছেন।” বিষয়টির দ্রুত নিস্পত্তি দাবী করেন তিনি। বিশ্বজয়ী ভারত অধিনায়ক কপিল দেব (Kapil Dev) ক্রিকেট দুনিয়ার এক ব্যতিক্রমী মুখ। তিনি প্রকাশ্যেই সাক্ষী মালিক, বীনেশ ফোগটদের পাশে দাঁড়িয়েছেন। বিচার চেয়ে সরব হয়েছেন তিনিও। বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়ালকেও পাশে পেয়েছেন কুস্তিগীররা।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
গোটা ঘটনা নিয়ে একটি অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) প্রশ্ন করা হলে তিনি সম্ভবর বিতর্ক এড়াতেই কোনো স্পষ্ট জবাব দিতে চান নি। খানিক নির্লিপ্তভাবেই ভারতীয় ক্রিকেটের ‘দাদা’ জানিয়ে দেন, “ওদের লড়াইটা ওদেরকেই লড়তে দিন। আমি জানি না ওখানে কি হচ্ছে। আমি কেবল সংবাদপত্রে পড়েছি। খেলাধুলার দুনিয়ায় আমি একটা জিনিস বুঝেছি , সেটা হলো যে বিষয়ে আপনার স্পষ্ট জ্ঞান নেই সেই বিষয়ে মুখ না খোলাই ভালো।” সৌরভ আরও বলেন, “আশা করছি সব মিটে যাবে। কুস্তিগীররা দেশের হয়ে অনেক পদক এনেছেন। আশা করছি সব ঠিকঠাক হয়ে যাবে।”
VIDEO | "Let them fight their battle. I don't know what's happening there, I just read in the newspapers. In the sports world, I realised one thing that you don't talk about things you don't have complete knowledge of," says @SGanguly99 on wrestlers' protest. pic.twitter.com/NjsaipIkyr
— Press Trust of India (@PTI_News) May 5, 2023
সৌরভের মন্তব্য নিয়ে ঝড় ক্রীড়ামোদীদের মধ্যে-

সৌরভের (Sourav Ganguly) মন্তব্যে খুশি হতে পারেন নি দেশের বহু ক্রীড়াপ্রেমী মানুষ। একজন ক্রীড়াবিদ হিসেবে অন্য ক্রীড়াবিদদের পাশে থাকা উচিৎ ছিলো প্রাক্তন অধিনায়কের, এমনটাই মনে করছেন তাঁরা। সৌরভের মন্তব্যকে ‘দায়সারা’ এবং ‘বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা’ বলে আখ্যা দিয়েছেন তাঁরা। ‘এমন মন্তব্য করার থেকে না করলেন বরং ভালো হত,’ লিখেছেন এক হতাশ ক্রীড়াপ্রেমী।
কুস্তিগীরদের বিক্ষোভ নিয়ে মুখ খুলেছেন দেশের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও (Anurag Thakur)। কুস্তিগীরদের বয়ানের সাথে অবশ্য মিলছে না তাঁর বয়ান। তিনি জানান, “যে সকল ক্রীড়াবিদ ধর্নামঞ্চে বসে রয়েছেন, তাঁদের সকল দাবীদাওয়া মেনে নেওয়া হয়েছে। দিল্লী পুলিশকে নিরপেক্ষ তদন্ত করার সুযোগ দিন তাঁরা। মহামান্য আদালতও নিজেদের নির্ণয় জানিয়েছেন, এবার নিরপেক্ষ তদন্ত করতে দেওয়া হোক।” বজরং পুনিয়া, সাক্ষী মালিকদের তরফে অবশ্য এখনও ধর্না তুলে নেওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায় নি। বরং রাতের অন্ধকারে পুলিশ তাঁদের ওপর চড়াও হয়েছিলো বলেই অভিযোগ কুস্তিগীরদের।
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023