"ট্যালেন্ট আছে বলেই..." রোহিতকে অধিনায়ক করা নিয়ে বড় খোলসা করলেন সৌরভ গাঙ্গুলী !! 1

জমে উঠেছে ভারত ও ইংল্যান্ডের (IND vs ENG) ৫ ম্যাচের টেস্ট সিরিজ। আপাতত ভারত ও ইংল্যান্ডের মধ্যে ৪টি ম্যাচ হয়েছে, সিরিজে এখনও ১টি ম্যাচ বাকি রয়েছে। শক্তিশালী ব্যাজবলকে পারাজিত করে টেস্ট সিরিজে জয় সুনিশ্চিত করেছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। আপাতত চলতি সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ২৮ রানে পরাজিত হতে হয়েছিল এবং দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়া ১০৬ রানে জয়লাভ করে সিরিজে সমতা ফিরিয়েছে। এরপর তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে পাহাড় সমান ৪৩৪ রানে ও শেষ টেস্টে ৫ উইকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করেছে ভারতীয় দল। আর ভারতীয় দলের এই পারফরমেন্সের পর ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) ক্যাপ্টেন্সিতে খুশি সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)।

আরও পড়ুন | শাস্তি এড়াতে পারলেন না ঈশান কিষণ এবং শ্রেয়স আইয়ার, বোর্ডের রোষানলে পড়ে অন্ধকারে কেরিয়ার !!

রোহিতকে নিয়ে বড় বয়ান দিলেন সৌরভ

Sourav Ganguly,
Sourav Ganguly | Image: Gettt Images

RevSportz-এ রোহিতকে নিয়ে মন্তব্য করে সৌরভ গাঙ্গুলী বলেছেন, “রোহিত শর্মা একজন দুর্দান্ত অধিনায়ক, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি যেভাবে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন, এমনকি বিশ্বকাপে তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন তা বিস্ময়কর ছিল।” এমনকি বিশ্বকাপের সময়েও রোহিতের প্রশংসা করেছিলেন সৌরভ। জানা গিয়েছিল ভারতের বিশ্বকাপের সাফল্যের পিছনে অন্যতম ভূমিকা ছিল সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly)।

ক্যাপ্টেন রোহিতকে প্রথম থেকেই সাপোর্ট করেন সৌরভ

Rohit sharma, sourav ganguly
Rohit Sharma | Image: Getty Images

এক সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন অধিনায়ক জানিয়েছিলেন, “রোহিত শর্মা অধিনায়কত্ব চাননি, কারণ সমস্ত ফরম্যাটে খেলার জন্য অনেক চাপ ছিল। তাই নয়, এটি (ক্যাপ্টেন্সি নেওয়া) এমন একটি পর্যায়ে চলে গিয়েছিল, যেখানে আমি ওকে বলেছিলাম যে, তোমাকে হ্যাঁ বলতেই হবে নাহলে আমি তোমার নাম ঘোষণা করে দেব। আমি খুশি যে, তিনি এই দায়িত্ব নিয়েছেন। তিনি যেভাবে নেতৃত্ব দিচ্ছেন তার ফলাফল সামনেই। বিরাট ক্যাপ্টেন্সি ছাড়ার পর, রোহিত শর্মা ছিলেন যোগ্য বিকল্প।

অন্যদিকে T20 বিশ্বকাপের জন্য রোহিতকে ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছেন। রোহিতকে আবার T20 দলের ক্যাপ্টেন করায় বেশ খুশিও হয়েছেন সৌরভ (Sourav Ganguly)। মন্তব্য করে তিনি বলেন, “রোহিত ছাড়া আর কে ক্যাপ্টেন হবে! ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে এত ভালো ক্যাপ্টেন্সি করেছে। ওকেই ক্যাপ্টেন করতে হত।

আরও পড়ুন | ভক্তদের জন্য সুসংবাদ পঞ্চম টেস্টে ভারতীয় দলে এন্ট্রি নিচ্ছেন এই বর্ষীয়ান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *