শাস্তি এড়াতে পারলেন না ঈশান কিষণ এবং শ্রেয়স আইয়ার, বোর্ডের রোষানলে পড়ে অন্ধকারে কেরিয়ার !! 1

গত কয়েক দিন ধরেই চর্চা চলছে ঈশান কিষণ’কে (Ishan Kishan) নিয়ে। দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-এর নির্দেশ অমান্য করার মত গুরুতর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত গত বছরের ডিসেম্বরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে আচমকাই স্কোয়াড থেকে অব্যাহতি চান ঈশান কিষণ (Ishan Kishan)। জানান মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে ক্রিকেট থেকে দূরে থাকতে চান তিনি। বিসিসিআই-এর থেকে ছুটি চেয়ে দেশে ফেরার পর তাঁকে দেখা যায় বর্ষবরণের পার্টি করতে দুবাই উড়ে যেতে। এক বেসরকারী টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানেও অতিথি হিসেবে হাজির হন তিনি। ঈশানের আচরণ নিয়ে তখন থেকেই শুরু হয়েছিলো বিতর্ক।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর আশা করা হয়েছিলো জাতীয় দলে ফিরবেন ঈশান। কিন্তু সকলকে অবাক করে ঘরের মাঠে আফগানিস্তান সিরিজে তাঁকে রাখে নি অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। কোচ দ্রাবিড়কে (Rahul Dravid) প্রশ্ন করলে তিনি জানান ঈশান (Ishan Kishan) যে মাঠে ফিরতে তৈরি, সেই সম্পর্কে কোনো তথ্য তাঁর কাছে নেই। আরও জানান যে জাতীয় দলে ফিরতে হলে খেলতে হবে ঘরোয়া ক্রিকেট। পরে জানা যায় ঝাড়খণ্ডের ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দেওয়া হয়েছে বিসিসিআই-এর তরফেও। কিন্তু তাতে কর্ণপাত করেন নি তিনি। বরং বরোদা উড়ে গিয়েছেন হার্দিক (Hardik Pandya) ও ক্রুণাল পান্ডিয়ার সাথে আইপিএল-এর প্রস্তুতিতে। ঈশানের কর্মকাণ্ড জয় শাহ, রজার বিনিদের যে পছন্দ হয় নি, তা জানা গিয়েছিলো বোর্ড সূত্রে।

Read More: ট্যুইটারে তীব্র বাদানুবাদ রোহিত শর্মা ও বিরাট কোহলির? ভাইরাল স্ক্রিনশট ঘিরে হইচই সোশ্যাল মিডিয়ায় !!

শ্রেয়সের উপরেও রুষ্ট বিসিসিআই-

Shreyas Iyer | Ishan Kishan | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব বাড়ানোর নীতি নিয়েছে ভারতীয় বোর্ড। দিন কয়েক আগেই বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah) একটি চিঠিতে ক্রিকেটারদের জানিয়েছেন “আমাদের মাথায় রাখতে হবে যে ঘরোয়া ক্রিকেটই ভারতের ক্রিকেটের মেরুদন্ড এবং সেটাই ভারতীয় দল’কে পুষ্ট করে। আমাদের দর্শন পরিষ্কার- প্রত্যেক ক্রিকেটার যাঁরা ভারতের হয়ে খেলতে চান, তাঁদের ঘরোয়া ক্রিকেটে নিজেদের প্রমাণ করতেই হবে। ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় পারফর্ম্যান্স যোগ্যতা নির্ণয়ের গুরুত্বপূর্ণ মাপকাঠি হিসেবে বিবেচিত হবে। এবং ঘরোয়া ক্রিকেটে পারফর্ম না করলে (কেরিয়ারে) গুরুতর প্রভাব পড়তে পারে।” এই চিঠির নিশানায় ঈশান কিষণ (Ishan Kishan) যে ছিলেন সেই ব্যাপারে নিশ্চিত ছিলেন সকলে। পরে জানা যায় যে শ্রেয়স আইয়ার’ও (Shreyas Iyer) পড়েছেন বিসিসিআই-এর রোষানলে।

চলতি ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের প্রথম দুটি টেস্টে মাঠে নেমেছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। রান পান নি চার ইনিংসেই। তাঁকে শেষ তিন টেস্ট থেকে বাদ দেওয়া হয়। নির্দেশ দেওয়া হয় ছন্দ ফিরে পেতে রঞ্জি ট্রফি খেলতে। কিন্তু মুম্বইয়ের হয়ে গ্রুপ পর্বের শেষ খেলায় অসমের বিরুদ্ধে মাঠে নামেন নি তিনি। এমনকি খেলেন নি বরোদার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল’ও। বোর্ডের নির্দেশ অগ্রাহ্য করার পাশাপাশি চোটের তত্ত্ব’ও ভাসিয়ে দেওয়ার প্রয়াস করা হয় শ্রেয়সের (Shreyas Iyer) তরফে। তিনি জানান যে তাঁর লোয়ার ব্যাকে সমস্যা রয়েছে। যদিও বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি’র চিকিৎসকেরা পরীক্ষানিরীক্ষা করে এমন কিছু পান নি। নির্দেশ অমান্য করে ক্রিকেট নিয়ামক সংস্থার কালো তালিকায় নাম লেখান তিনিও।

শাস্তির মুখে শ্রেয়স-ঈশান, বাতিল হলো চুক্তি-

Ishan Kishan | Image: Getty Images
Ishan Kishan | Image: Getty Images

দুই ‘বিদ্রোহী’ ক্রিকেটারের ভাগ্যে যে শাস্তি অপেক্ষা করে রয়েছে তা নিয়ে দিনকয়েক ধরেই আলোচনা চলছিলো ক্রিকেটমহলের অন্দরে। বিভিন্ন সংবাদমাধ্যমের তরফে দাবী করা হয়েছিলো যে কেন্দ্রীয় চুক্তি বাতিল হতে পারে দুজনের। গত বছরের ২৬ মার্চ যে চুক্তি ঘোষণা করেছিলো বিসিসিআই, তা অনুযায়ী বি গ্রেডে ছিলেন শ্রেয়স (Shreyas Iyer), বার্ষিক পেতেন ৫ কোটি টাকা। সি গ্রেডে ছিলেন ঈশান কিষণ (Ishan Kishan)। তিনি পেতেন বার্ষিক ১ কোটি টাকা। ঈশানের তরফে কোনো বার্তা না মিললেও গতকাল এক্সপ্রেস স্পোর্টস সূত্রে খবর মিলেছিলো যে শাস্তি এড়াতে রঞ্জির সেমিফাইনালে তামিলনাড়ুর বিরুদ্ধে মাঠে নামতে রাজী হয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। কিন্তু তাতেও হলো না শেষরক্ষা। শেষমেশ চুক্তি বাতিলই হলো ঈশান ও শ্রেয়স দুইজনেরই।

আজ, কিছুক্ষণ আগেই ২০২৩-২৪ মরসুমের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে। এ+ গ্রেডে স্থান হয়েছে ৪ ক্রিকেটারের। এ গ্রেডে রয়েছেন ৬ জন। বি গ্রেডে রয়েছেন ৫ জন। সি গ্রেডে থাকছেন ১৫ জন। ঋতুরাজ গায়কোয়াড়, রজত পতিদার (Rajat Patidar), আবেশ খানদের (Avesh Khan) মত ক্রিকেটাররা প্রথমবার অংশ হয়েছেন কেন্দ্রীয় চুক্তির। কিন্তু কোনো বিভাগেই নাম নেই শ্রেয়স ও ঈশান কিষণের (Ishan Kishan)। আজ যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিসিসিআই-এর তরফ থেকে, সেখানে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নামের নীচে স্পষ্ট করে লেখা রয়েছে যে শ্রেয়স আইয়ার ও ঈশান কিষণকে কেন্দ্রীয় চুক্তির জন্য বিবেচনাই কয়া হয় নি। সামনেই রয়েছে টি-২০ বিশ্বকাপ, তারপর রয়েছে বাংলাদেশ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া সিরিজ। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ে দুই ক্রিকেটারের কেরিয়ার যে আপাতত প্রশ্নের মুখে তা বলাই যায়।

Also Read: IPL-এর ফলাফল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী সুরেশ রায়নার, চেন্নাই নয় বরং এই দলকে বাছলেন ফেভারিট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *