raina-wants-rcb-to-win-ipl-for-kohli

ক্রিকেটদুনিয়ার নজরে এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) নয়া মরসুম। গত বছরে ওডিআই বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই আইপিএল নিয়ে শুরু হয়েছিলো মাতামাতি। ট্রেডিং উইন্ডো ব্যবহার করে যেভাবে রিলিজ-রিটেনশন তালিকা প্রকাশের পর গুজরাত টাইটান্সের (GT) হাত থেকে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) ছিনিয়ে নিয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স (MI), তা চমকে দিয়েছিলো ক্রিকেটজনতা। আইপিএলের উত্তেজনা আরও বাড়ায় ১৯ ডিসেম্বরের মিনি নিলাম। প্রথম খেলোয়াড় হিসেবে ২০ কোটি টাকার গণ্ডী পেরোন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স (Pat Cummins)। তাঁর ২০.৫০ কোটির রেকর্ড অবশ্য স্থায়ী হয় নি বেশীক্ষণ। কামিন্সের স্বদেশীয় মিচেল স্টার্কের (Mitchell Starc) জন্য ২৪.৭৫ কোটি খরচ করে সকলকে চমকে দেয় কলকাতা নাইট রাইডার্স।

নিলামের পর দল গুছিয়ে প্রস্তুত দশ ফ্র্যাঞ্চাইজি। ব্যাট-বলের দ্বৈরথের জন্য প্রস্তুত ক্রিকেট অনুরাগীরাও। অপেক্ষা কেবল ছিলো মরসুম শুরুর দিনক্ষণ ঘোষণার। সেই খবরও মিলেছে দিনকয়েক আগে। বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ২২ মার্চ শুরু হতে চলেছে আইপিএলের (IPL) নয়া মরসুম। অন্যবারের মত সম্পূর্ণ নির্ঘন্ট প্রকাশ করতে পারে নি বোর্ড। ২০২৪ সালে দেশে রয়েছে নির্বাচন। আইপিএল (IPL) আয়োজনে নিরাপত্তাজনিত কোনো বাধা যাতে না আসে তা নিশ্চিত করতে কেবল প্রথম ১৭ দিনের সূচি ঘোষণা করা হয়েছে আপাতত। এরপর ভোটের দিনক্ষণ দেখে ঘোষণা করা হবে বাকিরা। গত ষোলো বছরে ৭টি আলাদা চ্যাম্পিয়ন দেখেছে আইপিএল। সপ্তদশ মরসুমে কে হবে বিজয়ী? এক সাক্ষাৎকারে মুখ খুললেন ‘মিস্টার আইপিএল’ নামে পরিচিত সুরেশ রায়না (Suresh Raina)।

Read More: WPL 2024: ইউপিকে হারিয়েও শান্তি নেই দিল্লি শিবিরে, ম্যাচের পর বড় শাস্তির মুখে দলের তারকা খেলোয়াড় !!

চেন্নাই নয়, এবার বেঙ্গালুরুর হাতে কাপ চাইছেন রায়না-

Suresh Raina and Virat Kohli | IPL | Image: Twitter
Suresh Raina and Virat Kohli | Image: Twitter

আইপিএলের আসরে ব্যাট হাতে সুরেশ রায়না’র (Suresh Raina) পারফর্ম্যান্স অসামান্য। ২০৫ ম্যাচে করেছেন ৫৫২৮ রান। রয়েছে ৩৯টি অর্ধশতক ও ১টি শতরান। ২০১৪ সালে চেন্নাই সুপার কিংস (CSK)জার্সিতে কিংস ইলেভেন পাঞ্জাবের (KXIP) বিরুদ্ধে তাঁর ২৫ বলে ৮৭ ইনিংসটি আইপিএলের ইতিহাসে সেরা ইনিংস বলে মনে করেন অনেকে। কেরিয়ারের অধিকাংশ সময়ই চেন্নাইয়ের হয়েই খেলেছেন তিনি। মাঝে দুই বছর চেন্নাই নির্বাসিত থাকার সময় গায়ে চাপিয়েছিলেন গুজরাত লায়ন্সের (GL) জার্সি। হলুদ জার্সিতে তাঁর লেগ্যাসি নিয়ে প্রশ্ন নেই কারও মনে। ২০২১-এর পর আইপিএল’কে বিদায় জানিয়েছেন ঠিকই, কিন্তু চেন্নাই সুপার কিংস সমর্থকদের কাছে তিনি এখনও পছন্দের ‘চিন্না থালা’ বা ছোটো দাদা। রায়নার (Suresh Raina) মনেও যে হলুদ জার্সির প্রতি টান অক্ষুণ্ণ রয়েছে তা নিশ্চিত হয়েছে গত মরসুমে সুপার কিংস’রা ট্রফি জেতায় তাঁর উদযাপনে মাতা থেকে।

২০২৪ সালের বিজয়ী কে হবে সেই প্রশ্নের উত্তরে অবশ্য পছন্দের দল নয় বরং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) নাম জানিয়েছেন রায়না (Suresh Raina)। আইপিএলের প্রথম মরসুম থেকে বেঙ্গালুরুর হয়ে খেললেও একবারও ট্রফির স্বাদ পান নি বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় ক্রিকেটের মহাতারকার ঝুলি যাতে অপূর্ণ না থাকে তা নিশ্চিত করতেই এবার তিনি রয়্যাল চ্যালেঞ্জার্সের জয় চান বলে জানিয়েছেন রায়না। PTI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি আশা রাখছি বিরাট কোহলি এবং বেঙ্গালুরু এবার ট্রফি পাবে। গত বছর চেন্নাই ট্রফি জিতেছে। আমি চাই যারা এর আগে কখনও ট্রফি জেতে নি তারা অবশেষে নিজেদের ক্যাবিনেটে একটা ট্রফি যুক্ত করতে পারবে। বিরাট (কোহলি) প্রচুর পরিশ্রম করেছে। আমি মনে করি এইবার জয় ওর প্রাপ্য।”

IPL-এর প্রথম দফায় বেঙ্গালুরুর ম্যাচগুলি-

Royal Challengers Bangalore | IPL | Image: Getty Images
Royal Challengers Bangalore | Image: Getty Images

আইপএলের প্রথম দফার যে সূচি প্রকাশ করেছে ভারতের ক্রিকেট বোর্ড, তাতে ১৭ দিনে পাঁচটি ম্যাচ খেলতে হবে বিরাট কোহলিদের। এরমধ্যে দুটি অ্যাওয়ে ম্যাচ আর বাকি খেলাগুলি রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্সের ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে।

     তারিখ               ম্যাচ  ভেন্যু     সময়
২২/০৩/২০২৪ চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চেন্নাই সন্ধ্যে ৮:০০
২৫/০৩/২০২৪ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পাঞ্জাব কিংস বেঙ্গালুরু সন্ধ্যে ৭:৩০
২৯/০৩/২০২৪ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স বেঙ্গালুরু সন্ধ্যে ৭:৩০
০২/০৪/২০২৪ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম লক্ষ্ণৌ সুপারজায়ান্টস বেঙ্গালুরু সন্ধ্যে ৭:৩০
০৬/০৪/২০২৪ রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জয়পুর সন্ধ্যে ৭:৩০

Also Read: IND vs ENG: ইংল্যান্ড সিরিজ জিতেই বিরাট-পন্থকে নিয়ে বড় বয়ান রোহিত শর্মার, শুনলে কপালে পড়বে চিন্তার ভাঁজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *