বিশ্বকাপের দল থেকে নিশ্চিত রূপে বাদ হার্দিক পান্ডিয়া, BCCI করছে এই দুর্দান্ত প্লান !! 1

বেশ জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর (IPL 2024), আর এই আইপিএলের বিচারে টিম ইন্ডিয়ার নির্বাচকরা বিশ্বকাপের স্কোয়াডের নির্ণয় করবে। আপাতত চলতি আইপিএলের বিচারে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) টি টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পাওয়াটা অনেকটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। ভক্তরা বিশ্বাস করছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে হার্দিক পান্ডিয়াকে ছাঁটাই করা হবে।

আরও পড়ুন | T20 World Cup 2024: “যে কোনো মূল্যে ওকে…” কোহলি’র জন্য বোর্ডের বিরুদ্ধে লড়াইতে নামতেও প্রস্তুত রোহিত !!

বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ছেন হার্দিক

বিশ্বকাপের দল থেকে নিশ্চিত রূপে বাদ হার্দিক পান্ডিয়া, BCCI করছে এই দুর্দান্ত প্লান !! 2

বেশ কয়েকটি সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় দলের সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ওডিআই ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন বোলিং করার সময় চোট পেয়েছিলেন। এরপর থেকে দীর্ঘ চার মাস ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। তবে, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বর্তমানে অধিনায়কত্ব পালন করছেন হার্দিক। তবে বিসিসিআই হার্দিককে আগে থেকেই জানিয়ে দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার জন্য হার্দিক পান্ডিয়াকে অবশ্যই বোলিং করতে হবে।

যদিও বর্তমানে হার্দিক পান্ডিয়ার ফর্ম অত্যন্ত খারাপ, চলতি আইপিএলে ব্যাট হাতে, ৮ ম্যাচে ২১.৫৭ গড়ে ও ১৪২.৪৫ স্ট্রাইক রেটে ১৫১ রান বানিয়েছেন এবং সর্বাধিক তিনি ৩৯ রান বানিয়েছেন রাজস্থানের বিরুদ্ধে। পাশাপশি, বল হাতে ৮ ম্যাচে ১০.৯৪ ইকোনোমিতে বোলিং করছেন পান্ডিয়া এবং নিয়েছেন মাত্র ৪টি উইকেট। এই পরিস্থিতিতে হার্দিককে বিশ্বকাপ দলে সুযোগ দেওয়া হবে না। যার সুবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে দেখা যাবে চেন্নাই সুপার কিংসের শিবম দুবেকে (Shivam Dube)।

হার্দিকের জায়গা নিতে চলেছেন দুবে

বিশ্বকাপের দল থেকে নিশ্চিত রূপে বাদ হার্দিক পান্ডিয়া, BCCI করছে এই দুর্দান্ত প্লান !! 3

গত তিন বছর ধরে টি-টোয়েন্টি ফরমেটে দুর্দান্ত প্রদর্শন দেখাচ্ছেন দুবে। মিডিল অর্ডারে অন্যতম সেরা ব্যাটসম্যান হয়ে উঠেছেন তিনি। তাছাড়া, এটাও জানা গিয়েছে বিসিসিআইয়ের কথামতন বর্তমানে নেটে বোলিং অনুশীলনও চালু করে দিয়েছেন দুবে। ব্যাট হাতে আপাতত রানের পাহাড় গড়েছেন দুবে, চলতি আইপিএলে ৮ ম্যাচে ৫১.৮৩ গড়ে এবং ১৬৯ স্ট্রাইক রেটে ৩১১ রান বানিয়েছেন। বর্তমানে তিনি তার ক্যারিয়ারে সেরা ফর্মেও রয়েছেন। এমনকি, মিডিল অর্ডারে তার থেকে বেশি রান এখনও পর্যন্ত কোন ব্যাটসম্যান বিগত তিন বছর ধরে বানাতে সক্ষম হয়নি।

দুবের এই প্রদর্শন দেখে তার উপরে ভরসা দেখিয়েছেন ইরফান পাঠান (Irfan Pathan) সহ প্রাক্তন ভারতীয় প্লেয়ার সুরেশ রায়নাও (Suresh Raina)। রায়না ভারতীয় ক্রিকেট বোর্ডের মুখ্য নির্বাচক অজিত আগারকারকে (Ajit Agarkar) সমাজ মাধ্যমে অনুরোধ জানিয়েছেন দুবেকে বিশ্বকাপ দলে নিয়ে যাওয়ার জন্য। দুবে, কিছুদিন আগে ভারতের জার্সিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সেরাও হয়েছিলেন, ব্যাট হাতে তিনি ২টি অর্ধশতরান সহ ১২৩ রান বানিয়েছিলেন ও ৩টি উইকেট নিয়েছিলেন। আশা করা হচ্ছে আসন্ন T20 বিশ্বকাপ স্কোয়াডে দুবেকে দেখা যাওয়ার।

বিশ্বকাপে ভারতের সম্ভাব্য স্কোয়াড

রোহিত শর্মা (C), বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, শিবম দুবে, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জুজুভেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, অর্ষদীপ সিং, মোহম্মদ সিরাজ, আবেশ খান।

আরও পড়ুন | T20 World Cup 2024: বাজ পড়লো ইংল্যান্ডের, চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকে আউট বেন স্টোকস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *