আগামী ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভাল মাঠে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল। চলবে ১১ জুন অবধি। বৃষ্টিতে কোনো কারণে খেলা পণ্ড হলে রয়েছে রিজার্ভ ডে’ও। ২০১৯-২০২১ সাইকেলে ফাইনালে পৌঁছেও ট্রফির স্বাদ পায় নি ভারত। কেন উইলিয়ামসনের (Kane Williamson) নেতৃত্বাধীন নিউজিল্যান্ডের বিরুদ্ধে থেমে গিয়েছিলো বিরাট কোহলিদের জয়রথ।
২০২৩-এ টানা দ্বিতীয়বার ফাইনালে পৌঁছেছে ভারত। প্রতিপক্ষ এবার নিউজিল্যান্ড নয়, বরং তাদের ট্রান্স-তাসমান রাইভ্যাল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কাকে হারিয়ে বরং ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রাপথ খানিকটা সুগমই করে দিয়েছে এইবার কিউইরা। সম্প্রতি অজিদের দেশের মাঠে ২-১ ফলে টেস্ট সিরিজে হারিয়েছে ভারত। দেশে-বিদেশে মিলিয়ে গত ছয় বছরে টানা চার বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের নজিরও গড়েছে ‘মেন ইন ব্লু।’
IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023
২০১৩তে ইংল্যান্ডের মাটিতেই শেষবার আইসিসি ট্রফি জিতেছিলো ভারত। দশ বছরের ট্রফি খরা কাটিয়ে ইংল্যান্ড থেকেই টেস্ট বিশ্বসেরার খেতাব নিয়ে দেশে ফিরতে চাইছেন রোহিত শর্মা’রা। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ‘টিম ইন্ডিয়া’র চিন্তা বাড়িয়েছে উইকেটরক্ষক ঋষভ পন্থের (Rishabh Pant) চোট। তিনি না থাকায় দস্তানা হাতে কে থাকবেন উইকেটের পিছনে? ব্যাটিং-এ পন্থের অভাব পূরণ করবেন কে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই হিমশিম খাচ্ছে টিম ম্যানেজমেন্ট। যাবতীয় প্রশ্নের সহজ সমাধান অবশ্য রয়েছে প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর কাছে। টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে উইকেটরক্ষক হিসেবে কে এল রাহুলকে (KL Rahul) চাইছেন তিনি।
IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023
বাদ পড়া রাহুলেই ভরসা রাখছেন রবি শাস্ত্রী-

কে এল রাহুল’কে (KL Rahul) নিয়ে গত কয়েকদিনে বিতর্কের আগুন জ্বলছে ভারতীয় ক্রিকেটে। তিন ফর্ম্যাটেই বেশ কয়েক মাস রানের দেখা নেই তাঁর ব্যাটে। রাহুলকে বাদ দেওয়ার দাবীতে সরব হয়েছিলেন ‘টিম ইন্ডিয়া’র সমর্থকেরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টে সুযোগ পেয়েও রাহুল ফের ব্যর্থ হওয়ায় দলে তাঁর জায়গা পাওয়ার বিরুদ্ধে মুখ খুলেছিলেন ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad), কপিল দেবের (Kapil Dev) মত প্রাক্তনীরাও। ট্যুইটারের রাহুলের টেস্ট পরিসংখ্যান তুলে ধরে আক্রমণ শানিয়েছিলেন প্রসাদ। শেষমেশ তৃতীয় এবং চতুর্থ টেস্টে তাঁকে বাদই দেয় ভারতীয় ম্যানেজমেন্ট।
টেস্টে রান না পেলেও একদিনের ম্যাচে অবশ্য আঁধার কাটলো রাহুলের ব্যাটে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে কঠিন পরিস্থিতিতে ভারতকে জিতিয়েছিলেন রাহুল (KL Rahul)। মুম্বইতে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ত্রাতা হতে দেখা গেলো তাঁকে। ৯১ বলে ৭৫* রানের ইনিংস খেলে জয় এনে দিলেন তিনি। এই ম্যাচ জেতানো ইনিংসের পর প্রাক্তন ছাত্রের হয়ে সওয়াল করলেন রবি শাস্ত্রী। ঋষভ পন্থ (Rishabh Pant) পথ দূর্ঘটনায় আহত হওয়ায় বিকল্প হিসেবে কে এস ভরতকে জায়গা দিয়েছে ‘টিম ইন্ডিয়া।’ তবে ভরত (KS Bharat) নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উইকেটরক্ষক হিসেবে কে এল রাহুলকে চাইছেন শাস্ত্রী। সীমিত ওভারের খেলায় রাহুল উইকেটকিপিং করলেও টেস্টে দস্তানা হাতে তাঁকে দেখা যায় নি। ভেবে দেখা হোক রাহুল’কে (KL Rahul), আবেদন জানিয়েছেন শাস্ত্রী (Ravi Shastri)।
“রাহুল উইকেটকিপিং করলে ভারত নিজেদের ব্যাটিং শক্তিশালী করতে পারবে। ও মিডল অর্ডারে-নম্বর পাঁচ বা ছয়ে খেলতে পারে।” ইংল্যান্ডে কিপার হিসেবে কেনো রাহুল আদর্শ হতে পারেন তারও ব্যাখ্যা দিয়েছেন শাস্ত্রী (Ravi Shastri)। বলেন, “ইংল্যান্ডে সাধারণত অনেকটা পিছনে দাঁড়িয়ে পেসারদের বিরুদ্ধেই কিপিং করতে হয়। স্পিনারদের বিরুদ্ধে কিপিং করার তেমন সুযোগ হয় না। ওর (রাহুল) সামনে আরও দুটো একদিনের ম্যাচ রয়েছে আইপিএলের আগে। এর মধ্যে জাতীয় দলে ও নিজেকে প্রতিষ্ঠা করে নিতে পারে।”
WTC-তে জায়গা পাবেন রাহুল? কি বলছে পরিসংখ্যান?

শেষ ১০ টেস্ট ইনিংসে কে এল রাহুলে র (KL Rahul) রান সংখ্যা ১২৫। ব্যাটিং গড় ১২.৫। একবারও তিনি পেরোন নি অর্ধশতকের গণ্ডী। শেষবার পঞ্চাশ বা তার বেশী রান করেছেন ২০২২-এর জানুয়ারী মাসে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এমতাবস্থায় দলে রাহুলের জায়গা পাওয়া নিয়ে সন্দিহান অনেকেই। পন্থ ফিট না হলে সেক্ষেত্রে ভরতেই ভরসা রাখতে হবে ‘টিম ইন্ডিয়া’কে।
ব্যাটার হিসেবে অবশ্য রাহুলকে (KL Rahul) সুযোগ করে দিতে পারে ইংল্যান্ডে তাঁর পুরনো পারফর্ম্যান্স। কেরিয়ারে ৩৪.১১ ব্যাটিং গড়ে ৬১৪ রান তিনি করেছেন ইংল্যান্ডের মাটিতে। তাঁর ৭টি টেস্ট সেঞ্চুরির মধ্যে দুটি এসেছে ইংল্যান্ডে। এমনকি যে ওভালে খেলা হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি, সেই মাঠেও শতরান রয়েছে তাঁর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়াংখেড়ের অর্ধশতকের পর বিশাখাপত্তনমে মাত্র ৯ রান করেছেন রাহুল। চেন্নাইতে সিরিজের তৃতীয় ম্যাচে যদি আবার ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি, সেক্ষেত্রে টেস্ট দলে ফের একবার দরজা খুললেও খুলতে পারে রাহুলের কাছে।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur