“টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রেখেছিলো বিরাট…” কিং কোহলিকে নিয়ে রবি শাস্ত্রীর মন্তব্যে হইচই ক্রিকেটদুনিয়ায় !! 1

ভারতীয় দলের জার্সি গায়ে বিরাট কোহলির (Virat Kohli) আন্তর্জাতিক আঙিনায় পদার্পন ২০০৮ সালে। অধিনায়ক হিসেবে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জয়ের পরেই জায়গা করে নেন একদিনের ক্রিকেটে। শুরু হয় ভারতীয় দলের ‘বিরাট পর্ব।’ সময় যত এগিয়েছে নিজের ক্রিকেটীয় কেরিয়ারের ডালপালাও ততটাই বিস্তার করেছেন কোহলি (Virat Kohli) । গড়েছেন রানের পাহাড়। ছুঁয়েছেন একের পর এক নতুন মাইলস্টোন। গড়েছেন নতুন নতুন রেকর্ড। সাদা বলের ফর্ম্যাটে সর্বকালের সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। লাল বলের ক্রিকেটেও তাঁর ধারাবাহিকতা পিছনে ফেলেছে বহু কিংবদন্তিকে। ক্রিকেটার হিসেবে তিনি সমৃদ্ধ করেছেন টিম ইন্ডিয়াকে। অধিনায়ক হিসেবেও লিখেছেন বহু জয়কাব্য।

সাদা বলের ফর্ম্যাটের বদলে টেস্ট ক্রিকেটের আঙিনাতেই অধিনায়ক হিসেবে নিজের লেগ্যাসিকে অন্য পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছেন কোহলি (Virat Kohli) । ২০১৪ সালে অস্ট্রেলিয়া সিরিজের মাঝপথে মহেন্দ্র সিং ধোনি অবসর নিয়ে নেওয়ায় খানিক আচমকাই টেস্ট অধিনায়কত্বের ব্যাটন উঠেছিলো কোহলির হাতে। এরপর ২০২২-এর জানুয়ারি অবধি লম্বা সময় ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে বিরাট বিক্রমের সাক্ষী থেকেছে ক্রিকেটদুনিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে এসেছে সিরিজ জয়। ইংল্যান্ডের মাঠে হারিয়েছেন ইংল্যান্ডকে। ঘরের মাঠকে টেস্ট ক্রিকেটে দুর্গে পরিণত করতে সক্ষম হয়েছিলেন বিরাট (Virat Kohli) । বিশেষ জোর দিয়েছিলেন পেস বোলিং-এ। টেস্টের ‘বিরাট অধ্যায়’কে যিনি খুব কাছ থেকে দেখেছেন সেই রবি শাস্ত্রীর বয়ানে উঠে এলো কোহলি ও তাঁর নেতৃত্বের দিনগুলোর কথা।

Read More: SA vs IND: “আমাদের আরও বিচক্ষণ হতে হবে…” ভারতের বিপক্ষে হেরে বিপর্যস্ত এইডেন মার্করাম !!

বিরাটের প্রশংসায় পঞ্চমুখ রবি শাস্ত্রী-

Ravi Shastri and Virat Kohli | Image: Getty Images
Ravi Shastri and Virat Kohli | Image: Getty Images

অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান টেস্ট সিরিজে ফক্স স্পোর্টসের ধারাভাষ্যকার হিসেবে রয়েছেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। মাইক হাতে ধারাভাষ্যের ফাঁকে ফাঁকেই তাঁকে শোনা গেলো বিরাট জমানার স্মৃতিচারণ করতে। শাস্ত্রী বলেন, “টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রেখেছিলেন বিরাট কোহলির। আন্তর্জাতিক আঙিনায় টেস্টের জন্য ওর মত অ্যাম্বাসেডর আর কেউ নেই।” ভারতীয় দলের গোপন তথ্যও ফাঁস করেছেন রবি শাস্ত্রী। তিনি জানান, “বিরাট কোহলি টেস্ট ক্রিকেটকে পুজো করে রীতিমত। ওর মতই দলের অধিকাংশ সদস্যেরই ভাবনা একই। আপনাদের এটা শুনে অবাক লাগতে পারে। কারণ ওরা প্রচুর ওডিআই আর আইপিএল খেলে। কিন্তু ৯৯ শতাংশেরই পছন্দের ফর্ম্যাট টেস্ট।” বিরাট জমানার কথা বলতে গিয়েছে গর্বিত শুনিয়েছেন রবি শাস্ত্রীকে। তিনি জানান, “ভারত টেস্ট ক্রিকেটে কি করেছে? শেষ পাঁচ বছরের প্রতি বছরের শেষে র‍্যাঙ্কিং-এর শীর্ষে থেকেছে।”

লাল বলের ফর্ম্যাটে ৬৮ ম্যাচ ভারতকে নেতৃত্ব দিয়েছেন কোহলি (Virat Kohli) । অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশী টেস্ট খেলা ভারতীয় ক্রিকেটার তিনিই। জিতেছেন ৪০টি টেস্টে। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথে অধিনায়কত্ব থেকে সরে গিয়েছিলেন তিনি। বর্তমানে সাদা বলের ক্রিকেট থেকে খানিক বিরতি নিয়েছেন তিনি। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা দক্ষিণ আফ্রিকা বনাম ভারত টেস্টে মাঠে ফিরবেন তিনি। অনুশীলনের জন্য ইতিমধ্যেই সেঞ্চুরিয়নে পৌঁছেও গিয়েছেন তিনি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতলেও এখনও দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্ট সিরিজ জেতার কৃতিত্ব অর্জন করতে পারে নি টিম ইন্ডিয়া (Team India)। এবার বিরাটের (Virat Kohli) ব্যাটে সেই অধরা মাধুরী লাভ করতে চাইবে ‘মেন ইন ব্লু।’

Also Read: SA vs IND: “নতুন যুগের সূচনা হল…”, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রেকর্ড জয়ের পর টিম ইন্ডিয়াকে নিয়ে উল্লাস টুইটারে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *