sa-vs-ind-aiden-markram-on-heavy-loss

SA vs IND: জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আজ একদিনের সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলো দক্ষিণ আফ্রিকা এবং ভারত (SA vs IND)। দিনকয়েক আগে এই মাঠেই টি-২০ সিরিজের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে সমতা ফিরিয়েছিলো টিম ইন্ডিয়া। সেই আত্মবিশ্বাসের ঝলক আজ দেখা গেলো ওয়ান ডে’র আঙিনাতেও। ঘরের মাঠে ‘ফেভারিট’ হিসেবেই শুরুটা করেছিলো দক্ষিণ আফ্রিকা। কিন্তু কোহলি-রোহিত বিহীন ভারত, দাপুটে পারফর্ম্যান্স করে ছিনিয়ে নিলো জয়। তিন দিনের ব্যবধানে দ্বিতীয় বার জোহানেসবার্গ জয় করলো ‘মেন ইন ব্লু।’ টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। এই সিদ্ধান্তই ব্যুমেরাং হয়ে ফিরলো তাদের জন্য।

বল হাতে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ধাক্কা দেন আর্শদীপ সিং। বাম হাতি পেসারের ইনস্যুইং আছড়ে পড়ে রিজা হেনড্রিকসের স্টাম্পে। এরপর একে একে রাসি ফান দার ডুসেন, টোনি দে জর্জি, হেনরিখ ক্লাসেনকেও আউট করেন তিনি। আর্শদীপ সরতেই শুরু হয় আবেশ খান ঝড়। মধ্যপ্রদেশের পেসারও অল্প সময়ের ব্যবধানে তুলে নেন চার উইকেট। এইডেন মার্করাম, ডেভিড মিলার, কেশব মহারাজ, উইয়ান মুল্ডাররা তাঁর শিকার হন। আন্দিলে ফেলুকায়েও’র ৩৩ রানের লড়াকু ইনিংস ১০০ পার করিয়ে দেয় প্রোটিয়াদের। আর্শদীপের বলে ফেলুকায়েও ফেরার পর বেশীদূর এগোয় নি দক্ষিণ আফ্রিকা ইনিংস। তারা থেমে যায় ১১৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে ভারত শুরুতেই হারিয়েছিলো ঋতুরাজ গায়কোয়াড়কে। কিন্তু শ্রেয়স আইয়ার ও সাই সুদর্শনের জোড়া অর্ধশতক তাদের জয়ের ভিত গড়ে দেয়। শেষমেশ ৮ উইকেটের ব্যবধানে সহজ জয় পায় টিম ইন্ডিয়া।

Read More: SA vs IND: ব্যাটে-বলে একচ্ছত্র আধিপত্য ভারতের, দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে ৮ উইকেটের ব্যবধানে জয় ‘মেন ইন ব্লু’র !!

‘এই হার কষ্টকর…’ মেনে নিলেন মার্করাম-

SA vs IND | Image: Getty Images
SA vs IND | Image: Getty Images

২০০ বল বাকি থাকতেই হারতে হয়েছে। তাও আবার ঘরের মাঠে। একদিনের সিরিজের শুরুটা এমন হোক, তা নিশ্চয়ই চান নি প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। দল মুখ থুবড়ে পড়ায় বেশ অখুশি শোনালো তাঁকে। ম্যাচের শেষে সাক্ষাৎকার দেওয়ার সময় হতাশার ছবিটা স্পষ্ট হলো মার্করামের শরীরী ভাষায়। তিনি বলেন, “খুবই কষ্টকর (হার)। টস জেতার পর প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলাম। চেয়েছিলাম ভালো ব্যাটিং করতে।” এরপর প্রতিপক্ষের তারিফ করতে শোনা গিয়েছে দক্ষিণ আফ্রিকা অধিনায়ককে। তিনি জানান, “ভারতীয় বোলারদের কৃতিত্ব দিতেই হয়। আমরা প্রথম বল থেকেই পিছিয়ে পড়েছিলাম। আর ঘুরে দাঁড়াতে পারি নি।”

হিসেবনিকেশে কি ভুলচুক হলো? মার্করামের কাছে রাখা হয়েছিলো প্রশ্ন। জবাবে প্রোটিয়া দলনেতা জানান, “আমরা আশা করেছিলাম যে বল খানিক নড়াচড়া করবে। প্রথম ৬-৭ ওভার এমনটা হয়েই থাকে। কিন্তু আজ একটু বেশী সময়ই এটা চোখে পড়লো। এবং অবশ্যই ওরা (ভারত) দারুণ বোলিং’ও করলো।” ১৯ ও ২১ তারিখ বাকি রয়েছে আরও দুটি ম্যাচ। কি পরিকল্পনা? এই বিপর্যয় কাটিয়ে ওঠার পথ কি করে খোঁজা হবে? জিজ্ঞাসা করা হয়েছিলো মার্করামকে। তিনি অকপটে জানিয়েছেন, “পুরোটাই কোনো ব্যক্তির উপর নির্ভর করছে। নিজেদেরই ভেবে নিতে হবে কোন পথে এগোনো উচিৎ। আমাদের আরও বিচক্ষণ বিকল্প বেছে নিতে হবে এহেন পরিস্থিতির মুখোমুখি হলে।”

Also Read: SA vs IND: দক্ষিণ আফ্রিকায় সমস্যার সম্মুখীন টিম ইন্ডিয়া, সিরিজের মাঝপথে দল ছাড়লেন তারকা ক্রিকেটার !!

 

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *