ipl-irfan-pathan-slams-hardik-and-mi

IPL 2024: গত মরসুমে প্লে-অফে পা রাখলেও ফাইনালে যেতে পারে নি মুম্বই ইন্ডিয়ান্স (MI)। এলিমিনেটর ম্যাচে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকে (LSG) হারালেও তারা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে পরাজিত হয়েছিলো গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে। খেতাবের লক্ষ্যে এবার আইপিএল (IPL) শুরু হওয়ার আগেই বড় সিদ্ধান্ত নিয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। এক দশক দলকে নেতৃত্ব দেওয়া রোহিত শর্মাকে দায়িত্ব থেকে সরিয়ে দেন তাঁরা। ৩৭ ছুঁইছুঁই রোহিতের (Rohit Sharma) বদলে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে নীতা আম্বানিরা চিহ্নিত করেন হার্দিক পান্ডিয়াকে। সেইমত ২০২২ আইপিএলের আগে দল ছাড়া হার্দিককে (Hardik Pandya) বিপুল অর্থ খরচ করে গুজরাত টাইটান্স থেকে ফিরিয়েও আনে পাঁচ বারের চ্যাম্পিয়নরা।

২৭ নভেম্বর হার্দিকের (Hardik Pandya) প্রত্যাবর্তনের খবর সরকারীভাবে ঘোষণা করা হয় মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে। ১৩ ডিসেম্বর তাঁকে অধিনায়ক পদে নিযুক্ত করা হয়। দশ বছরে পাঁচ বার ট্রফি জেতানো রোহিতকে সরানোয় খুশি ছিলেন না মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকদের একটা বড় অংশ। তারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ জানিয়েছিলেন। ইনস্টাগ্রামের মত প্ল্যাটফর্মে দ্রুত ফলোয়ারও হারায় মুম্বই (MI)। কিন্তু অবিচলিত ছিলো ফ্র্যাঞ্চাইজি। গুজরাত অধিনায়ক হিসেবে একবার চ্যাম্পিয়ন ও একবার রানার্স হওয়া হার্দিকেই ভরসা রাখেন আম্বানিরা। মরসুম শুরুর আগে আত্মবিশ্বাসী ছিলেন হার্দিক স্বয়ং। কিন্তু বাইশ গজে বল গড়ানোর সাথে সাথে দেখা গিয়েছে উলটো ছবি।

Read More: “লোক হাসাতেই খেলতে নামে…” ১২ বছর পর ওয়ানখেড়েতে KKR’এর কাছে পরাস্ত হতেই ট্রোলের মুখে মুম্বই ইন্ডিয়ান্স !!

হার্দিকের অধীনে মুখ থুবড়ে পড়লো মুম্বই-

Hardik Pandya and Rohit Sharma | IPL 2024 | Image: Getty Images
Hardik Pandya and Rohit Sharma | Image: Getty Images

ব্যাট হাতে ১১ ম্যাচে হার্দিক করেছেন ১৯৮, বল হাতে নিয়েছেন ৮ উইকেট। অধিনায়কের খারাপ পারফর্ম্যান্স যেন টেনে নামিয়েছে গোটা দলের সামগ্রীক প্রদর্শনকেও। হার্দিক নেতা হওয়ার পরেই শোনা যাচ্ছিলো সাজঘরের বিভাজনের গুঞ্জন। বুমরাহ, তিলক বর্মাদের সাথে হার্দিকের ঝামেলার খবরও সামনে এসেছিলো সংবাদমাধ্যম সূত্রে। এরপর ভালো ক্রিকেট খেলা সম্ভব হয় নি মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষে। টুর্নামেন্টের শুরু থেকেই নীচের দিকে নেমেছে তাদের পারফর্ম্যান্সের গ্রাফ। গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের (MI) ম্যাচ ছিলো কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে। আইপিএলে টিকে থাকতে হলে জিততেই হত ঘরের মাঠে। কিন্তু ১২ বছর পর ওয়াংখেড়েতেও নাইটদের বিরুদ্ধে হেরে বসে তারা। আপাতত বিদায়ের মুখে তারা।

এখনও অবধি চলতি আইপিএলে (IPL) মুম্বই ইন্ডিয়ান্স খেলেছে ১১ ম্যাচ। জয়ের সংখ্যা কেবল ৩। হারতে হয়েছে ৮ ম্যাচ। বাকি রয়েছে ৩ ম্যাচ। সেগুলিতে জিতলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে ১২। এখনও ১২ পয়েন্ট বা তার বেশী পয়েন্ট আদায় করে নিয়েছে অন্তত চারটি ফ্র্যাঞ্চাইজি। খাতায়কলমে এখনও ০.০০০৬ শতাংশ প্লে-অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। তবে আদতে প্রথম দল হিসেবে তারা যে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন তা পরিষ্কার মুম্বই (MI) শিবিরের কাছেই। তারকাখচিত দল, অভিজ্ঞতা, তারুণ্যের ভারসাম্য থাকলেও এহেন হতশ্রী পারফর্ম্যান্স কেন? আইপিএল শেষ হওয়ার আগেই চলছে ব্যর্থতার ময়নাতদন্ত। বিশ্লেষণ করতে বসে প্রাক্তনী ইরফান পাঠান তোপ দাগলেন হার্দিক পান্ডিয়ার অদূরদর্শী অধিনায়কত্বের দিকে।

হার্দিকের নেতৃত্বকে তোপ দাগলেন ইরফান পাঠান-

Irfan Pathan | IPL 2024 | Image: Twitter
Irfan Pathan | Image: Twitter

গতকালের মুম্বই ইন্ডিয়ান্স (MI) ও কলকাতা নাইট রাইডার্স (KKR) ম্যাচের শেষে সম্ভবত হোটেলে ফিরছিলেন ইরফান পাঠান (Irfan Pathan)। গাড়ির ব্যাকসিট থেকেই ভিডিও করে ক্ষোভ উগড়ে দেন তিনি। ইরফান বলেন, “মুম্বই ইন্ডিয়ান্সের গল্প শেষ। খাতায়-কলমে ওরা খুব ভালো দল হলেও ওদের সঠিকভাবে ম্যানেজ করা হয় নি। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বের দিকে যে সমস্ত অভিযোগ উঠছিলো, সেগুলো যুক্তিযুক্ত। আজও ৫৭ রানের মধ্যে কলকাতার ৫ উইকেট পড়ে যাওয়ার পর নমন ধির’কে টানা তিন ওভার করানোর কোনো প্রয়োজনই ছিলো না। নিজেদের প্রধান বোলারদের আনা উচিৎ ছিলো। ওখানেই ভেঙ্কটেশ আইয়ার আর মনীশ পাণ্ডের ৮৩ রানের জুটি তৈরি হয়ে গেলো…”

তিনি আরও বলেন, “…১৫০ রানের মধ্যে বেঁধে রাখা যেত। সেখানে আপনি ১৭০ করতে দিলেন। সেটাই তফাৎ গড়ে দিলো। এইজন্যই বারবার বলা হয় যে আজও ক্রিকেটে অধিনায়কত্বের একটা বড় ভূমিকা রয়েছে। ওদের মোটেও ঠিক করে ম্যানেজ করা হয় নি।” দলের বিভাজন নিয়েও মুখ খুলেছেন ইরফান। বলেন, “মুম্বই ইন্ডিয়ান্সকে দেখে মনে হচ্ছে না যে ওরা একজোট হয়ে খেলছে। এটা মুম্বই ইন্ডিয়ান্সকে আগামীতে ভাবতেই হবে। খেলোয়াড়দের ক্যাপ্টেনকে সম্মান করা, তাঁকে মেন নেওয়া অত্যন্ত প্রয়োজন। সেটা মাঠে দেখা যাচ্ছে না।” মিচেল স্টার্ক ফর্মে ফেরায় কলকাতা নাইট রাইডার্সকে যে ভয়ঙ্কর দেখাচ্ছে তাও একই ভিডিওতে স্পষ্ট করে দিয়েছেন ইরফান।

দেখে নিন কি বলেছেন ইরফান-

Also Read: IPL 2024 RCB vs GT Match Prediction in Bengali: মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি ব্যাঙ্গালুরু ও গুজরাট, কে হবেন ম্যাচের সেরা ? কোন দল জিতবে ম্যাচ ? জানুন এক ক্লিকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *