Shafali verma abused beth mooney in INDW VS AUSW

INDW VS AUSW: আবার একবার সেমিফাইনালে মিললো পরাজয়, ভারতীয় মহিলা দল অজি দলের কাছে হলো পরাজিত।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মেগ ল্যানিং (Meg Lanning), প্রথমে ব্যাটিং করতে এসে অনেক রান বানাতে সক্ষম হয় অস্ট্রেলিয়া দল, ওপেনিং করতে এসে বেথ মুনি (Beth Mooney) ও অধিনায়ক মেগ ল্যানিং-এর ব্যাট থেকে এসেছিল ৫৪ ও ৪৯ রানের ইনিংস।

ভারতীয় দলের প্রমুখ বলার রেণুকা ঠাকুরের উপর প্রহার করতে দেখা যায় মেগ কে। শেষ ওভারে তার বিরুদ্ধে ১৮ রান সংগ্রহ করেন ক্যাপ্টেন মেগ, প্রথমে ব্যাটিং করে ১৭২ রানের লম্বা টোটাল রাখে ভারতীয় দলের সামনে।

তবে এই রানের মাঝে আছে মিস ফিল্ডিং, ৩২ রানে যখন মুনি ব্যাটিং করছিলেন তখন তার ক্যাচ ছেড়ে দেন ওপেনার শেফালি ভার্মা (Shafali Verma)।

শেফালির ভিডিও ভাইরাল

Shafali Verma
Shafali Verma in INDW VS AUSW | Image : Getty Images

বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে থাকা শেফালী মুনির ক্যাচটি ফসকে ফেলেন, লং অনে দাঁড়িয়ে থাকা শেফালির হাতে বলটি লেগে বেরিয়ে যায় এবং সেটি ৪ হয়ে যায়।

কিন্তু এবার তার বদলা নেন পরে, ১২ তম ওভারের শেষ বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা শেফালির হাতে সহজ একটি ক্যাচ তুলে দেন মুনি, ৩৭ বলে ৭ টি চার ও ১ টি ছক্কা হাঁকিয়ে ৫৪ রান করেন মুনি।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023

মুনির ক্যাচটি ধরে একেবারে দেশি ভাষায় গালিগালাজ করেন শেফালি, তার ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

দেখে নিন ভিডিও

সেমিফাইনালে মিললো পরাজয়

India lost in semi
INDIA LOST AGAINST AUSTRALIA IN WC SEMIFINAL | IMAGE : GETTY IMAGES | INDW VS AUSW

১৭২ রানের জবাবে ভারতীয় দলের দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মন্ধনা (Smriti Mandhana) ব্যাটিং করতে আসলে ৩ ওভারের মধ্যেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান, দুজনেই এলবিডব্লিউ হয়ে যান, ৬ বলে ১ টি চারের সহযোগে শেফালি বড় রান চেজে মাত্র ৯ রান বানান।

তবে পরবর্তী কালে অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) ও জেমিমা রডরিগেস (Jemimah Rodrigues) প্রচেষ্টা ব্যার্থ হয়, ২৪ বলে ৪৩ রান বানান জেমিমা ও ৩৪ বলে ৫২ রান বানিয়ে ভাগ্যের কঠিন খেলায় নিজের উইকেট হারান তিনি, ১৭ বলে ২০ রান করে দীপ্তি শর্মার (Deepti Sharma) প্রচেষ্টাও হয় ব্যার্থ, ৫ রানে সেমিফাইনালে পরাজিত হতে হয় ভারতীয় দলকে।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *