SA vs IND: অনুশীলনেই আচমকা অসুস্থ হয়ে পড়লেন KL রাহুল, ওডিআই সিরিজের আগে আশঙ্কায় ভারত !! 1

SA vs IND: ভারতীয় দল এই মুহূর্তে রয়েছে দক্ষিণ আফ্রিকায়। চলছে দক্ষিণ আফ্রিকা বনাম ভারত (SA vs IND) টি-২০ সিরিজ।  প্রথম ম্যাচটি ভেস্তে গিয়েছে বৃষ্টির কারণে। পোর্ট এলিজাবেথের দ্বিতীয় খেলায় বৃষ্টি বাধা দিলেও নির্ণায়ক ভূমিকা নিতে পারে নি। তবে ফলাফল আশানুরূপ হয় নি ভারতের তরুণ দলের জন্য। পাঁচ উইকেটে হেরেছে তারা। সিরিজের বাকি মাত্র এক ম্যাচ। বেকায়দায় রয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব  (Suryakumar Yadav) ও তাঁর সতীর্থরা। সিরিজ হার রুখতে চাইলে বৃহস্পতিবার জিততেই হবে জোহানেসবার্গে।

টি-২০ সিরিজ শেষ হলে রয়েছে তিন ম্যাচের ওডিআই সিরিজ। ১৭, ১৯ ও ২১ ডিসেম্বর যথাক্রমে জোহানেসবার্গ, কেবের্হা ও পার্লের মাঠে আয়োজিত হবে তিনটি ম্যাচ। টি-২০’র মত ওডিআই স্কোয়াডেও রয়েছেন একঝাঁক নতুন মুখ। বাইরে রয়েছেন বিরাট কোহলি। চোটের কারণে নেই হার্দিক পান্ডিয়া। এমনকি রোহিত শর্মা’ও (Rohit Sharma) খেলছেন না একদিনের আন্তর্জাতিক ক্রিকেট। সেই কারণে ওডিআই সিরিজে নেতৃত্বভার থাকছে কে এল রাহুলের (KL Rahul) কাঁধে। পঞ্চাশ ওভারের দ্বৈরথ শুরুর দিন কয়েক আগে চিন্তা বাড়লো শিবিরের। অনুশীলনে অসুস্থ হলেন স্বয়ং অধিনায়ক।

Read More: SA vs IND: “একটা শিক্ষনীয় অভিজ্ঞতা হলো…” লড়ে হার ভারতের, দমে যেতে রাজী নন অধিনায়ক সূর্যকুমার !!

অনুশীলনে অসুস্থ বোধ করছিলেন কে এল রাহুল-

KL Rahul | SA vs IND | Image: Getty Images
KL Rahul | Image: Getty Images

দক্ষিণ আফ্রিকা বনাম ভারত (SA vs IND) ওডিআই সিরিজ শুরুর আগে নিজের অনুশীলনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কে এল রাহুল (KL Rahul)। সেখানে দেখা যাচ্ছে ফিটনেসের চরম সীমায় থাকতে প্রচেষ্টায় কোনো রকম খামতি রাখছেন না তিনি। প্রথমে স্প্রিন্টিং করতে দেখা যায় তাঁকে। এরপর করেন নানা রকমের স্ট্রেচিং। এরপরেই ঘটে যায় বিপত্তি। কড়া ট্রেনিং-এর পর শারীরিক ভাবে অসুস্থ বোধ করতে থাকেন তিনি। পেটের পেশীতে টান ধরেছে যে, তা বোঝা যায় মুখের অভিব্যক্তি থেকে। এরপর মাঠের এক কোণে গিয়ে বমি করতেও দেখা যায় তাঁকে।

বেশ খানিকক্ষণ ট্রেনিং বন্ধ রেখেছিলেন রাহুল (KL Rahul)। কিন্তু পরে আবার মাঠে ফেরেন। নেটে ব্যাটিং করতেও দেখা যায় টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটারকে। রাহুলের সাথে একই ভিডিওতে দেখা গিয়েছে জসপ্রীত বুমরাহকেও (Jasprit Bumrah)। রাহুলের খানিক পরে অনুশীলনে এসেছিলেন তিনি। তাঁকে অসুস্থ হতে দেখেন নি ভারতের পেস আক্রমণের মুখ। যখন ট্রেনিং বন্ধ রেখেছিলেন রাহুল, তখন উপস্থিত ক্যামেরার দিকে তাকিয়ে তিনি জানান, “একটু পরই (জসপ্রীত) বুমরাহ আসবে আর বলবে যে ব্যাটারদের জীবন কতটা সহজ।” সত্যিই সেই একই কথা বলতে শোনা যায় বুমরাহ। ক্যামেরা রাহুলের দিকে তাক করলে তিনি অভিব্যক্তিতে বুঝিয়ে দেন যে এমনটাই হতে চলেছে, তা ভালোভাবেই জানতেই তিনি।

দেখে নিন রাহুলের পোস্ট করা ভিডিও’টি-

অধিনায়ক হিসেবে রাহুলের পরিসংখ্যান-

KL Rahul | SA vs IND | Image: Getty Images
KL Rahul | Image: Getty Images

কে এল রাহুল (KL Rahul) ৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন টিম ইন্ডিয়াকে (Team India)। নয় ম্যাচের মধ্যে ছয়টিতে জয় পেয়েছে ভারত। হেরেছে তিনটিতে। ২০২২ সালে রাহুলের নেতৃত্বেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলেছিলো ভারত। সেই যাত্রায় অবশ্য জোটে নি সাফল্য। সিরিজ খুইয়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। এবার ২০২৩-এর শেষে এসে আগের বছরের ব্যর্থতার ক্ষতে প্রলেপ লাগানোর সুযোগ রয়েছে ভারতের কাছে। সিনিয়রদের অবর্তমানে তরুণদের নিয়েই সিরিজ জেতার লড়াইতে নামবেন অধিনায়ক রাহুল।

Also Read: SA vs IND: “আমি হাতজোড় করে ক্ষমা চাইছি…”, দ্বিতীয় টি-২০’তে ব্যাটে ঝড় তোলার পরও নতজানু হতে হল রিংকুকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *