sa-vs-ind-surya-on-defeat-in-2nd-t20

SA vs IND: ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ ফলে সিরিজ জিতে দক্ষিণ আফ্রিকা পাড়ি দিয়েছে ভারতের তরুণ ব্রিগেড। প্রোটিয়াদের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে টি-২০ সিরিজের অভিজ্ঞতা আপাতত সুখের নয় তাদের কাছে। প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছিলো বৃষ্টিতে। আজ কেবের্হায় দক্ষিণ আফ্রিকা বনাম ভারত (SA vs IND) সিরিজের  দ্বিতীয় ম্যাচেও বাধা দান করেছিলো বৃষ্টি। তবে খেলা পরিত্যক্ত ঘোষণা করতে হয় নি। বরং পরাজয় সঙ্গী হলো টিম ইন্ডিয়ার। টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। ব্যাট করতে নেমে মার্কো ইয়ানসেন ও লিজাড উইলিয়ামসের দাপটে শুরুতেই চাপে পড়েছিলো ভারত। ৬ রানের মধ্যে সাজঘরে ফিরেছিলেন দুই ওপেনার। যশস্বী ও শুভমান, দুজনেই করেন শূন্য।

Read More: SA vs IND: “এই বোলিং রক্তচাপ বাড়িয়ে দেয়…” দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার ভারতের, আর্শদীপ-সিরাজদের তুলোধোনা সোশ্যাল মিডিয়ার !!

এরপর অধিনায়ক সূর্যকুমার যাদব ও ‘ফিনিশার’ রিঙ্কু সিং-এর ব্যাটে ভর দিয়ে ঘুরে দাঁড়ায় ভারত। সূর্যকুমার করেন ৫৬। রিঙ্কুর ঝুলিতে জমা পড়ে অপরাজিত ৬৮ রান। তিন বল বাকি থাকতে বৃষ্টির কারণে ইনিংসে দাঁড়ি টানতে হয় ভারতকে। ১৮০ রানে থামে তারা। ডাকওয়ার্থ ল্যুইস নিয়মে ১৫ ওভারে প্রোটিয়াদের লক্ষ্য দাঁড়ায় ১৫২। রান তাড়া করতে নেমে রিজা হেনড্রিকস ও ম্যাথিউ ব্রিৎজকের ব্যাটিং বিক্রমে বেশ চাপের মুখে পড়ে ভারত। ব্রিৎজকে ফিরলেও এইডেন মার্করামকে সঙ্গে নিয়ে আক্রমণ চালিয়ে যান হেনড্রিকস। শেষের দিকে পরপর ভারত বেশ কিছু উইকেট নিলেও যথেষ্ট হয় নি তা। ৭ বল বাকি থাকতেই ৫ উইকেটে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। বিদেশের মাটিতে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে জয় পেলেন না সূর্যকুমার যাদব। হতাশ হলেও ভেঙে পড়তে রাজী নন তিনি।

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসে প্রথমেই প্রতিপক্ষকে শুভেচ্ছা জানিয়েছেন সূর্য। তিনি বলেন, “ওরা (দক্ষিণ আফ্রিকা) প্রথম ৫-৬ ওভার দুর্দান্ত ব্যাট করেছে। সেটাই ম্যাচটা আমাদের থেকে অনেকটা দূরে নিয়ে গিয়েছে।” হারলেও দল যেভাবে শেষ অবধি লড়াই করেছে, তাতে সন্তুষ্ট তিনি। সূর্যকুমার বলেছেন, “মাঠে নেমে নিজেদের মেলে ধরো। ক্রিকেটের এই ব্র্যান্ডটার কথাই আমরা বলছিলাম।” বৃষ্টিভেজা মাঠে দ্বিতীয় ইনিংসে বোলিং করা কতটা কঠিন ছিলো? প্রশ্নের জবাবে সূর্যকুমারের অকপট উত্তর, “ভেজা বলে বোলিং করা বেশ কঠিন ছিলো। কিন্তু এমন পরিস্থিতিতে তো ভবিষ্যতেও পড়তে হবে। তবে এটা আমাদের জন্য একটা ভালো শিক্ষা ছিলো।”

Also Read: SA vs IND: “এই দু’জনে মুখরক্ষা করে দিল…”, বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ব্যাট হাতে রিংকু-সূর্যের লড়াইয়ে খুশির হাওয়া নেটপাড়ায় !!

 

 

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *