sa-vs-ind-bowlers-trolled-as-ind-lose

SA vs IND: ডারবানে সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছিলো বৃষ্টির কারণে। কেবের্হায় আজ দক্ষিণ আফ্রিকা বনাম ভারত (SA vs IND) টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচেও  ছিলো বৃষ্টির ভ্রুকুটি। তবে যাবতীয় বাধা সামলে শেষমেশ নির্দিষ্ট সময় শুরু করা গিয়েছিলো খেলা। টসে জিতে প্রথমে বোলিং বেছে নেয় প্রোটিয়া শিবির। অসুস্থ হওয়ায় ঋতুরাজ গায়কোয়াড় খেলতে পারেন নি। ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল। আজকের ম্যাচে টিম ইন্ডিয়ার দুই ওপেনারের মিলিত রান সংখ্যা শূন্য। প্রথম ওভারেই ফেরেন যশস্বী। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে আউট হন শুভমান। যশস্বীর উদ্দেশ্যে উষ্মা প্রকাশ করে এক নেটিজেন লিখেছেন, ‘এখনও অনেক পরিণত হতে হবে ওকে।’ কটাক্ষের মুখে পড়েছেন শুভমান গিল’ও। ‘ভারতের মাঠে প্রিন্স, দেশের বাইরে গেলেই ফকির’, উড়ে এসেছে টিপ্পনি।

৬ রানে ২ উইকেট হারিয়ে ফেলা টিম ইন্ডিয়ার ইনিংসকে ভরসা যোগালেন তিলক বর্মা ও সূর্যকুমার যাদব। তিলন করেন ২০ বলে ২৯ রান। টি-২০ কেরিয়ারের ১৭তম অর্ধশতক করেন সূর্যকুমার। তাঁর ঝোড়ো ৫৪ রান মন জিতেছিলো সোশ্যাল মিডিয়ার। ‘টি-২০ মানেই সূর্যকুমারের বাঁ হাতের খেল’, লিখেছিলেন এক ভক্ত। দক্ষিণ আফ্রিকার মাঠে অভিষেক হলো রিঙ্কু সিং-এর। আবির্ভাবে ফের জাত চেনালেন তিনি। অপরাজিত থাকেন ৬৮ রান করে। ‘টি-২০ বিশ্বকাপে রিঙ্কু ছাড়া ভাবা যাচ্ছে না’ লিখেছেন এক গুণমুগ্ধ ভক্ত। ‘আগামী দশ বছর টি-২০ দুনিয়ায় রাজ করবেন রিঙ্কুই’ তরুণ তুর্কির উজ্জ্বল ভবিষ্যৎ দেখছে নেটজনতা। বৃষ্টির কারণে ইনিংসের শেষ ৩ বল করা যায় নি। জেরাল্ড ক্যুৎসিয়ে আটকে রইলেন হ্যাট্রিকের ঠিক আগে। ভারত থামে ১৮০ রানে।

Read More: SA vs IND: দক্ষিণ আফ্রিকাতেও ব্যাট হাতে উজ্জ্বল রিঙ্কু সিং, বৃষ্টিভেজা দ্বিতীয় টি-২০তে ভারতের স্কোরবোর্ডে ১৮০ রান !!

বোলিং ব্যর্থতায় ডুবলো টিম ইন্ডিয়া-

Reeza Hendricks | SA vs IND | Image: Getty Images
Reeza Hendricks | SA vs IND | Image: Getty Images

বৃষ্টির কারণে বেশ কিছুটা সময় বন্ধ ছিলো খেলা। শেষমেশ দক্ষিণ আফ্রিকার জন্য ১৫ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১৫২। আস্কিং রেট বেড়ে গেলেও প্রোটিয়ারা শুরুটাই করেন ঝড়ের বেগে। রিজা হেনড্রিকস ও ম্যাথিউ ব্রিৎজকের ব্যাটিং বিক্রমে দিশাহারা হয়ে পড়তে দেখা গেলো মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং-দের। ৪৯ রান করেন হেনড্রিকস। অধিনায়ক এইডেন মার্করামকে সাথে নিয়ে ম্যাচ ভারতের আয়ত্ত্বের অনেকখানি দূরে নিয়ে যান তিনি। শেষের দিকে পরপর কিছু উইকেট তোলে টিম ইন্ডিয়া, কিন্তু ততক্ষণে বড় দেরী হয়ে গিয়েছে। ম্যাচে ফেরার সুযোগ আর ছিলো না ভারতের জন্য। পাঁচ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতেই মাঠ ছাড়ে প্রোটিয়া শিবির।

বুমরাহ-শামিদের মত সিনিয়র বোলার’রা নেই এই সিরিজে। আর্শদীপ, মুকেশদের মত নতুন মুখদের বোলিং অস্ট্রেলিয়া সিরিজেও চাপে ফেলেছিলো দলকে। আজও হয়ে দাঁড়ালো সাফল্যের পথে বাধা। পারফর্ম্যান্সে খুশি নন সমর্থকেরা। ‘এই বোলিং-কে ঠিক করা ঈশ্বরের পক্ষেও সম্ভব না’ হতাশা ব্যক্ত করেছেন একজন। ‘রোজ রোজ একই হতশ্রী ছবি’, ‘দলের বোলিং ভবিষ্যৎ অন্ধকার’ সখেদে জানিয়েছেন আরও বেশ কয়েকজন। আজকের হারের পর ১-০ ফলে পিছিয়ে পড়লো ভারত। সিরিজে বাকি আর মাত্র ১ ম্যাচ। মানরক্ষা করতে হলে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। ‘এই বোলিং-এর উপর ভরসা নেই’ আজকের পারফর্ম্যান্সের পর দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে নেটজনতা।

দেখুন ট্যুইটচিত্র-

Also Read: SA vs IND: “এই দু’জনে মুখরক্ষা করে দিল…”, বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ব্যাট হাতে রিংকু-সূর্যের লড়াইয়ে খুশির হাওয়া নেটপাড়ায় !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *