স্কোয়াড ঘোষণার পরেই বেহাল দশা টিম ইন্ডিয়ার, খেলাই ভুলেছেন অধিনায়ক-সহ এই খ্যাতনামা তারকারা !!

এগারো বছর আইসিসি ট্রফি জেতে নি টিম ইন্ডিয়া (Team India)। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব জয়ের পর জুটেছে কেবল হতাশা আর যন্ত্রণাই। কখনো সেমিফাইনাল, কখনো আবার ফাইনাল থেকে ফিরতে হয়েছে খালি হাতে। গত বছরই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ও ওডিআই বিশ্বকাপ-দুটি প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেও ট্রফি জোটে নি মেন ইন ব্লু’র কপালে। দুই ক্ষেত্রেই বাধা […]

আর্শদীপ সিং (Arshdeep Singh)

বাম হাতি প্রতিভাবান পেসার আর্শদীপ সিং সাম্প্রতিক অতীতে নিজের নিখুঁত ও নিয়ন্ত্রিত বোলিং-এর জন্য নজর কেড়েছেন। মধ্যপ্রদেশের গুণা শহরে জন্মগ্রহন করেন আর্শদীপ। পিতা দর্শন সিং ও মা বলজিৎ কৌর। আকাশদীপ সিং নামে এক ভাই ও গুরলীন সিং নামে এক বোন রয়েছে আর্শদীপের। (Arshdeep Singh Family Information)। আর্শদীপের বাবা দর্শন সিং CISF-এ কর্মরত ছিলেন। পরে আর্শদীপ ও তাঁর পরিবার মধ্যপ্রদেশ ছেড়ে চণ্ডীগড়ের খাড়ার অঞ্চলে বসবাস শুরু করেন। গলি ক্রিকেট দিয়েই বাইশ গজের দুনিয়ায় হাতেখড়ি আর্শদীপের। ২০১৫ সালে তিনি যোগ দেন চণ্ডীগড়ের জসবন্ত রাইয়ের ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখান থেকেই উত্থান তাঁর।

২০১৮ সালে অনুর্দ্ধ-১৯ ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন আর্শদীপ সিং। পৃথ্বী শ, শিবম মাভি, শুভমান গিল’দের মত তারকারাও ছিলেন সেই দলে। ২০১৮ সালে অনুর্দ্ধ-১৯ কর্ণেল সি কে নাইডু ট্রফিতে পাঞ্জাবের হয়ে রাজস্থানের বিরুদ্ধে এক ইনিংসে ৮ উইকেট তুলে নিয়ে নজর কেড়েছিলেন আর্শদীপ। সেই ম্যাচে হ্যাট্রিকও করেন তিনি। ২০১৮-১৯ মরসুমেই পাঞ্জাবের হয়ে লিস্ট-এ ক্রিকেটে অভিষেক হয় তাঁর। এরপর ২০১৯ সালে আর্শদীপ আইপিএল খেলার সুযোগ পান পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির হয়ে। ২০১৯-এর ডিসেম্বরেই প্রথমবার প্রথম শ্রেণির ক্রিকেটে মাঠে নামেন তিনি। ভারতীয় জার্সিতে অভিষেক হয় ২০২২-তে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয় নি তাঁকে।

বাংলায় আর্শদীপ সিং-এর বায়োগ্রাফি (Arshdeep Singh Biography in Bengali)-

সম্পূর্ণ নাম আর্শদীপ সিং
ডাকনাম
জন্মস্থান গুণা, মধ্যপ্রদেশ
জন্মতারিখ ৫ ফেব্রুয়ারি, ১৯৯৯
উচ্চতা ৬ ফিট ৩ ইঞ্চি (১৯০ সেন্টিমিটার)
চোখের মণির রং কালো
জাতীয় দল ভারত
আইপিএল দল পাঞ্জাব কিংস
জার্সি নম্বর ০২
ব্যাটিং-এর ধরণ বাম হাতি ব্যাটার
বোলিং-এর ধরণ বাম হাতি বোলার
ক্রিকেটীয় ভূমিকা বাম হাতি ফাস্ট-মিডিয়াম বোলার
স্ত্রী/ বান্ধবী-র নাম
সন্তানের নাম
রাশিচিহ্ন কুম্ভ
শখ ভ্রমণ
পঠনপাঠন গুরু নানক পাবলিক স্কুল, চণ্ডীগড়
ইন্সটাগ্রাম প্রোফাইল @arshdeep.singh_
ফেসবুক প্রোফাইল @arshhey
ট্যুইটার (X) হ্যান্ডেল @arshdeepsinghh

আর্শদীপ সিং-এর আন্তর্জাতিক অভিষেক (Arshdeep Singh International Debut)-

ফর্ম্যাট তারিখ প্রতিপক্ষ ভেন্যু
টেস্ট
ওয়ান ডে ২৫/১১/২০২২ নিউজিল্যান্ড ইডেন পার্ক
টি-২০ ০৭/০৯/২০২২ ইংল্যান্ড রোজ বোল

আর্শদীপ সিং-এর পরিসংখ্যান (Arshdeep Singh Career Stats in Bengali)-

ফর্ম্যাট ম্যাচ উইকেট সর্বোচ্চ বোলিং গড় ইকোনমি রেট ইনিংস ৫ উইকেট ইনিংসে ১০ উইকেট রান
Test
ODI ০৬ ১০ ৫/৩৭ ১৮.৪০ ৪.৫৮ ০১ ০০ ৩৪
T20i ৪৪ ৬২ ৪/৩৭ ২০.৮৭ ৮.৬৩ ০০ ০০ ৩৪
FC ১৬ ৪৯ ৫/৩৩ ৩১.৯৭ ৩.২১ ০১ ০০ ১৯১
IPL ৫৮ ৬৬ ৫/৩২ ৮.৮৪ ২৭.০৮ ০১ ০০ ২৫
List-A ২৩ ৩১ ৫/৩৭ ২৬.৯০ ৪.৭২ ০১ ০০ ৫১
T20 ১২৫ ১৫৪ ৫/৩২ ২৩.৯৯ ৮.৪৬ ০১ ০০ ৬৯

যে দলগুলির হয়ে খেলেছেন আর্শদীপ সিং (Arshdeep Singh Teams)-

ভারত, ভারত অনুর্দ্ধ-১৯, ভারত অনুর্দ্ধ-২৩, কেন্ট, পাঞ্জাব, পাঞ্জাব কিংস।

আর্শদীপ সিং-এর রেকর্ড ও কৃতিত্ব (Arshdeep Singh Records)-

  • আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতের জার্সিতে দ্বিতীয় দ্রুততম হিসেবে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন আর্শদীপ সিং। তিনি ৩৩ ম্যাচে এই রেকর্ড অর্জন করেন। শীর্ষে কুলদীপ যাদব (২৭ ম্যাচ)।
  • ২০২২-এর টি-২০ বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ১০টি উইকেট নিয়েছিলেন আর্শদীপ সিং। (Arshdeep Singh Achievements)
  • ২০২৩-এর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একই ম্যাচে দুইবার স্টাম্প ভেঙে নজির গড়েছিলেন আর্শদীপ সিং।
  • ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে একই ক্যালেন্ডার বর্ষে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে আর্শদীপ সিং-এর। ২০২২ সালে মোট ৩৩টি উইকেট নিয়েছিলেন তিনি। শীর্ষে ভুবনেশ্বর কুমার (৩৭ উইকেট)।

যে বিতর্কে জড়িয়েছেন আর্শদীপ সিং (Arshdeep Singh Controversy in Bengali)-

২০২২ সালের এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ চলাকালীন একটি ক্যাচ হাতছাড়া করেন আর্শদীপ সিং। ভারত ম্যাচ হারে। তারপর সোশ্যাল মিডিয়ায় জাতিগত বিদ্বেষের শিকার হতে হয়েছিলো তরুণ ক্রিকেটারকে। তাঁকে ‘খলিস্তানি’ আখ্যা দিয়ে আক্রমণ করেছিলেন অনেকে।

আর্শদীপ সিং নেট ওয়ার্থ (Arshdeep Singh Net Worth in Bengali)-

  • আইপিএল ২০২৪- ৪ কোটি টাকা।
  • বিসিসিআই সি গ্রেড চুক্তি- বার্ষিক ১ কোটি টাকা
  • ওডিআই ম্যাচ- ৬ লক্ষ টাকা / ম্যাচ
  • টি-২০ ম্যাচ- ৩ লক্ষ টাকা / ম্যাচ
  • মোট নেট ওয়ার্থ- ১০ কোটি টাকা

আর্শদীপ সিং-এর গাড়িসমূহ (Arshdeep Singh Car Collection)-

ব্র্যান্ড ও মডেল দাম (ভারতীয় টাকায়)
টয়োটা ফরচুনার ৪৫ লক্ষ +
মারুতি সুজুকি ভিটারা ব্রেৎজা ১০ লক্ষ+

আর্শদীপ সিং বাণিজ্যিক চুক্তিসমূহ (Arshdeep Singh Endorsements)-

  • চণ্ডীগড় ইউনিভার্সিটি
  • মাই ইলেভেন সার্কেল
  • অ্যাসিকস
  • মাই ফিটনেস

আর্শদীপ সিং সম্পর্কীত কিছু তথ্যাবলী (Arshdeep Singh FAQs)-

আর্শদীপ সিং কত সালে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জয় করেন?

আর্শদীপ সিং ২০১৮ সালে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জিতেছিলেন।

আর্শদীপ সিং কোন দলের হয়ে আইপিএল খেলে থাকেন?

আর্শদীপ সিং পাঞ্জাব কিংসের হয়ে আইপিএল খেলে থাকেন।

আর্শদীপ সিং কোন দলের হয়ে কাউন্টি ক্রিকেটে অংশ নিয়েছিলেন?

আর্শদীপ সিং কেন্ট দলের হয়ে কাউন্টি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।

আর্শদীপ সিং কোন দলের বিরুদ্ধে দুইবার স্টাম্প ভেঙেছিলেন?

আইপিএলের আসরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আর্শদীপ সিং দুইবার স্টাম্প ভেঙেছিলেন।

ক্রিকেটার না হলে আর্শদীপ কোন পথে পা বাড়াতেন?

ক্রিকেটার না হলে আর্শদীপ উচ্চশিক্ষার জন্য কানাডা যেতেন। বাবার থেকে এক বছর সময় চেয়ে নিয়ে ক্রিকেটে মনোনিবেশ করেছিলেন তিনি।