বিশ্বকাপ দলে 'ওয়াইল্ড কার্ড এন্ট্রি' নিলেন KL রাহুল, প্যান্ট-চাহাল সহ এই খেলোয়াড়রা পড়লেন বাদ !! 1

অপেক্ষা মাত্র কয়েক দিনের, শুরু হতে চলেছে T20 বিশ্বকাপ (T20 World Cup 2024)। বিশ্বকাপের কথা মাথায় রেখে টিম ইন্ডিয়ার প্লেয়াররা আইপিএলকে পাখির চোখ করেছে। ইতিমধ্যে অর্ধেক আইপিএলের পরিসমাপ্তি ঘটেছে। এপ্রিলের শেষ সপ্তাহে কিংবা মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশ পাবে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ স্কোয়াড, তবে তার আগেই ভারতীয় দলের স্কোয়াড প্রকাশিত হলো, প্রাক্তন ক্রিকেটার ও ২০১১ বিশ্বকাপের ভারতের মুখ্য নির্বাচক ক্রিস শ্রীকান্ত তার পছন্দের স্কোয়াড বেছে নিয়েছেন।

বিশ্বকাপ দলে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হলো KL রাহুলের

KL Rahul, t20 world cup 2024
KL Rahul | Image: Getty Images

এবার পালা কৃষ্ণমাচারী শ্রীকান্তের। তিনি তার নির্বাচিত স্কোয়াডে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli) ওপেনিং করতে দেখতে চান। চলতি আইপিএল ও বিশ্বকাপে দুই মহারথীর পারফরমেন্সের পর বড় ঘোষণা করলেন প্রাক্তন ২০১১ বিশ্বকাপের চিফ সিলেক্টর। দলের তিন নম্বরের ব্যাটসম্যানের জন্য টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা ব্যাটসম্যান সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)।

Read More: IPL 2024: “ওদের ট্রফি জেতাটা শুধু সময়ের…”, বিধ্বংসী রাজস্থানের দুর্দান্ত জয় দেখে উচ্ছ্বসিত সোশ্যাল মিডিয়া !!

তবে, শ্রীকান্ত তার দলের মিডিল অর্ডারের দায়িত্ব দিতে চলেছেন শিবম দুবেকে (Shivam Dube), কেএল রাহুল (KL Rahul)। চলতি আইপিএলে রাহুলের প্রদর্শনে মুগ্ধ শ্রীকান্ত তাই সঞ্জু-পন্থদের আগে তাকেই দলে দিলো সুযোগ। ও হার্দিক পান্ডিয়ার উপর (Hardik Pandya)। শ্রীকান্ত পান্ডিয়াকে ফিনিশারের জন্য মনোনয়ন না করে রিঙ্কু সিংকে (Rinku Singh) বিশ্বকাপ দলে দেখতে চান। শ্রীকান্ত দলের স্পিন অলরাউন্ডার হিসাবে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও অক্ষর প্যাটেল (Axar Patel) দুজনকেই বেছে নিয়েছেন।

জায়গা পাকা নয় পন্থ-সঞ্জু দের

T20 world cup 2024
Sanju Samson and Rishabh Pant | Image: Twitter

দলের স্পিনার হিসাবে শ্রীকান্ত কুলদীপ যাদবের (Kuldeep Yadav) উপর বেশ ভরসা দেখিয়েছেন। দলের পেসারদের মধ্যে ইনফর্ম জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), আবেশ খান (Avesh Khan), অর্ষদীপ সিং (Arshdeep Singh) ও টি নটরজনদের বিশ্বকাপ দলে দেখতে চান শ্রীকান্ত। অর্ষদীপ ছিলেন গত T20 বিশ্বকাপে ভারতের সেরা বোলার, আর চলতি আইপিএলের ভিত্তিতে দলে আবেশ খান ও নটরজনকে বেছে নিলেন শ্রীকান্ত। তবে দলে ঠাঁয় হয়নি জুজুভেন্দ্র চাহলের এমনকি দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসাবে ঋষভ পন্থ বা সঞ্জু স্যামসন’দের মধ্যে যেকোনো একজনকে দেখতে চেয়েছেন তিনি।

শ্রীকান্তের বিশ্বকাপ স্কোয়াড

রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শিবম দুবে,হার্দিক পান্ডিয়া, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, আবেশ খান, অর্ষদীপ সিং, জসপ্রীত বুমরাহ, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, ঋষভ পন্থ/সঞ্জু স্যামসন, টি নটরজন।

Also Read: T20 World Cup 2024: আবারও খালি হাতে ফিরতে হবে টিম ইন্ডিয়াকে, এই দুই দেশ বিশ্বকাপে জমাবে কব্জা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *