বিশ্বকাপের আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, এই দলের কাছে খোয়াতে হলো শীর্ষস্থান !!

আসন্ন বিশ্বকাপ T20’কে (T20 World Cup 2024) পাখির চোখ করতে ক্রিকেট বিশ্বের প্রতিটি দেশ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগকেই (IPL 2024) মূল অস্ত্র হিসাবে বাছাই করে নিয়েছে। আর আইপিএলের ফাঁকেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রকাশ্যে আনলো টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের নতুন র‌্যাঙ্কিং (ICC Ranking)। লাল বলের ক্রিকেটে আধিপত্য শেষ টিম ইন্ডিয়ার। লাল বলের ফরম্যাটে সেরা দল হয়ে […]

দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল (South Africa National Cricket Team)

বিশ্বক্রিকেটের অন্যতম পরিচিত দল দক্ষিণ আফ্রিকা (South Africa Cricket Team)। বাইশ গজের খেলার ইতিহাসে বহু শ্রেষ্ঠ খেলোয়াড় উঠে এসেছে এই দেশ থেকে। যদিও দলগত সাফল্য বিশেষ ধরা দেয় নি দক্ষিণ আফ্রিকার হাতের মুঠোয়। ১৮৮৯ সালে দুনিয়ার অন্যতম প্রাচীনতম ক্রিকেট দল হিসেবে আত্মপ্রকাশ করে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলে তারা। এরপর ধীরে ধীরে বাইশ গজের দুনিয়ায় নিজেদের পরিচিত অর্জন করে তারা। দক্ষিণ আফ্রিকান সমাজে প্রচলিত বর্ণবিদ্বেষ প্রথার কারণে আইসিসি’র রোষানলে পড়তে হয়েছিলো ক্রিকেট দলকে। ১৯৭০ সালে নির্বাসিত হয় তারা।

দীর্ঘ ২১ বছর নির্বাসিত থাকার পর অবশেষে ১৯৯১ সালে দক্ষিণ আফ্রিকাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানো হয়। প্রত্যাবর্তনের পর প্রথম ম্যাচ তারা খেলেছিলো ভারতের মাটিতে। কলকাতার ইডেন গার্ডেন্সের দর্শকদের দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা হাত জোড় করে অভিবাদন জানান। খেলাধূলার ইতিহাসে এক অন্যতম সেরা মুহূর্ত সেই দিন তৈরি হয়েছিলো ক্রিকেটের নন্দনকাননে। সাম্প্রতিক অতীতে ক্রিকেটের বড় প্রতিযোগিতাগুলিতে ভালো পারফর্ম করেও তীরে এসে বারবার তরী ডুবেছে দক্ষিণ আফ্রিকার। সেই কারণেই ‘চোকার্স’ তকমাও লাভ করেছে তারা।

দক্ষিণ আফ্রিকা দল সম্পর্কীত তথ্য (South Africa Team General Information)

সম্পূর্ণ নাম দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল
ডাকনাম প্রোটিয়াজ
স্থাপনা ১৮৮৯
নিয়ামক সংস্থা ক্রিকেট সাউথ আফ্রিকা (CSA)
সভাপতি/চেয়ারম্যান ক্রিস নেনজানি
হেড কোচ শুকরি কনরাড (টেস্ট), রব ওয়াল্টার (ওডিআই, টি-২০)
ক্যাপ্টেন তেম্বা বাভুমা (টেস্ট ও ওডিআই), এইডেন মার্করাম (টি-২০)
ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া ফেসবুক- @CricketSouthAfrica
ইন্সটাগ্রাম-  @ProteasMenCSA
ট্যুইটার (X)- @proteasmencsa
ওয়েবসাইট- https://cricket.co.za/
ই-মেল [email protected]
সম্পূর্ণ ঠিকানা স্ট্রিট ৮৬, ফিফথ স্ট্রিট, কর্ণার অফ ফিফথ স্ট্রিট অ্যান্ড গ্লেনহোভ স্ট্রিট, মেলরোজ এস্টেট।
নেট ওয়ার্থ (২০২৩-২৪) ৪৭ মিলিয়ন মার্কিন ডলার (৩৯১,৮৪,১১,১৫০ টাকা)
স্পন্সর মোমেন্টাম, সানফয়েল, কে এফ সি, ভার্জিন অ্যাকটিভ, আমূল, লোটো, ক্যাসেল, টিকিটি প্রো, লুটমোগুল

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের ইতিহাস (History of South Africa Team in Bengali)-

  • ১৮৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটের দুনিয়ায় পা রেখেছিলো দক্ষিণ আফ্রিকা। প্রথমে তারা মাঠে নেমেছিলো ইংল্যান্ডের বিপক্ষে। নিজেদের ক্রিকেট যাত্রার শুরুর দিকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মত প্রতিপক্ষের সাথে এঁটে উঠতে না পারলেও ধীরে ধীরে তারা বিশ্বের অন্যতম সেরা দল হয়ে ওঠে। বিংশ শতকের প্রথম দশকেই শক্তিশালী দলগুলির সাথে জোর টক্কর দিতে সক্ষম হয়ে উঠেছিলো তারা।
  • ১৯৭০ সালে দেশের বর্ণবৈষম্যমূলক নীতির কারণে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি দক্ষিণ আফ্রিকাকে নির্বাসিত করে।
  • ১৯৯১ সালে নির্বাসন উঠে যাওয়ার পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরে দক্ষিণ আফ্রিকা। ১৯৯১ সালের পরেই তারা প্রথম ম্যাচ খেলে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কার মত দেশের বিরুদ্ধে।
  • নির্বাসন কাটিয়ে ফেরার পর প্রথম ম্যাচটি দক্ষিণ আফ্রিকা খেলে ভারতের বিরুদ্ধে ১৯৯১ সালের ১০ নভেম্বর। কলকাতার ইডেন গার্ডেন্সে ৩ উইকেটের ব্যবধানে তারা হেরেছিলো খেলাটি।
  • ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিজয় বড় প্রতিযোগিতায় তাদের একমাত্র সাফল্য।

বর্তমান দক্ষিণ আফ্রিকা স্কোয়াড (Current South Africa Squad in Bengali)-

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড (Test Squad of South Africa)-

          নাম          ভূমিকা জার্সি নম্বর
তেম্বা বাভুমা (অধিনায়ক) ব্যাটার ১১
জেরাল্ড ক্যুৎসিয়ে বোলার ৬২
নান্দ্রে বার্গার বোলার ৭১
ডেভিড বেডিংহ্যাম ব্যাটার
নিল ব্র্যান্ডট অলরাউন্ডার ২৮
রুয়ান দে সোয়ার্ডট উইকেটরক্ষক-ব্যাটার ৪৮
সাইমন হার্মার বোলার ১১
মার্কো ইয়ানসেন অলরাউন্ডার ৭০
কেশব মহারাজ বোলার ১৬
এইডেন মার্করাম ব্যাটার
উইয়ান মুল্ডার অলরাউন্ডার ১৩
লুঙ্গি এনগিডি বোলার ২২
অনরিখ নর্খিয়া বোলার
ডুয়ান অলিভিয়ার বোলার ৭৪
কিগান পিটারসেন বোলার ৯৩
কাগিসো রাবাডা বোলার ২৫
রায়ান রিকলটন উইকেটরক্ষক-ব্যাটার ৪৪
ক্লাইড ফর্টুইন উইকেটরক্ষক-ব্যাটার ৯৫
রাসি ফান দার দুসেন ব্যাটার ৭২
ট্রিস্টান স্টাবস উইকেটরক্ষক-ব্যাটার ৩০
কাইল ভেরিয়্যান উইকেটরক্ষক-ব্যাটার ৯৭
ডেন পিট বোলার ৬৩
টোনি দে জর্জি ব্যাটার ৩৩
সেনুরাম মুথুস্বামী অলরাউন্ডার ৬৭
এডওয়ার্ড মুর ব্যাটার
সেপো মোরেকি বোলার ৪৩
ডেন প্যাটারসন বোলার ৪৪
রেনার্ড ফান টন্ডের ব্যাটার ৩৬
শন ফান বার্গ অলরাউন্ডার
জুবেইর হামজা ব্যাটার ৩৯

 

দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে স্কোয়াড (South Africa ODI Squad in Bengali)-

          নাম    ভূমিকা জার্সি নম্বর
তেম্বা বাভুমা (অধিনায়ক) ব্যাটার ১১
জেরাল্ড ক্যুৎসিয়ে বোলার ৬২
নান্দ্রে বার্গার বোলার ৭১
মার্কো ইয়ানসেন অলরাউন্ডার ৭০
কেশব মহারাজ বোলার ১৬
এইডেন মার্করাম ব্যাটার
ট্রিস্টান স্টাবস উইকেটরক্ষক-ব্যাটার ৩০
হেনরিখ ক্লাসেন উইকেটরক্ষক-ব্যাটার ৪৫
বিয়র্ন ফর্টুইন বোলার ৪৫
টোনি দে জর্জি ব্যাটার ৩৩
লুঙ্গি এনগিডি বোলার ২২
অনরিখ নর্খিয়া বোলার
কাগিসো রাবাডা বোলার ২৫
রায়ান রিকলটন উইকেটরক্ষক-ব্যাটার ৪৪
বিউরান হেনড্রিকস বোলার ১৪
তাবরেজ শামসি বোলার ৯০
রাসি ফান দার দুসেন ব্যাটার ৭২
লিজাড উইলিয়ামস বোলার
ওয়েন পার্নেল বোলার
ডেভিড মিলার ব্যাটার ১০
উইয়ান মুল্ডার অলরাউন্ডার ১৩
সিসাদা মাগালা বোলার ৫৮
আন্দিলে ফেলুকায়ও অলরাউন্ডার ২৩
রিজা হেনড্রিকস ব্যাটার ১৭

 

দক্ষিণ আফ্রিকার টি-২০ স্কোয়াড-

          নাম    ভূমিকা জার্সি নম্বর
এইডেন মার্করাম (অধিনায়ক) ব্যাটার
জেরাল্ড ক্যুৎসিয়ে বোলার ৬২
নান্দ্রে বার্গার বোলার ৭১
মার্কো ইয়ানসেন অলরাউন্ডার ৭০
কেশব মহারাজ বোলার ১৬
ক্যুইন্টন ডি কক উইকেটরক্ষক-ব্যাটার ১২
ট্রিস্টান স্টাবস উইকেটরক্ষক-ব্যাটার ৩০
হেনরিখ ক্লাসেন উইকেটরক্ষক-ব্যাটার ৪৫
বিয়র্ন ফর্টুইন বোলার ৪৫
লুঙ্গি এনগিডি বোলার ২২
অনরিখ নর্খিয়া বোলার
কাগিসো রাবাডা বোলার ২৫
সিসাদা মাগালা বোলার ৫৮
আন্দিলে ফেলুকায়ও অলরাউন্ডার ২৩
রিজা হেনড্রিকস ব্যাটার ১৭
ডেভিড মিলার ব্যাটার ১০
লিজাড উইলিয়ামস বোলার
ওয়েন পার্নেল বোলার
ডোনোভান ফেরেইরা উইকেটরক্ষক
ডিওয়াল্ড ব্রেভিস ব্যাটার ১৭
রাসি ফান দার দুসেন ব্যাটার ৭২
তাবরেজ শামসি বোলার ৯০
তেম্বা বাভুমা ব্যাটার ১১

আইসিসি প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকা দলের পারফর্ম্যান্স-

  • ১৯৯১ সালে নির্বাসন কাটিয়ে মাঠে ফেরার পর থেকে সবকটি ওডিআই বিশ্বকাপ খেলেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু একবারও চ্যাম্পিয়ন হতে পারে নি।
  • ১৯৯২,১৯৯৯, ২০১১, ২০১৫ ও ২০২৩-এর ওডিআই বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
  • ২০০৭ থেকে সবক’টি টি-২০ বিশ্বকাপে অংশ নিলেও একবারও ট্রফি জেতা সম্ভব হয় নি দক্ষিণ আফ্রিকার পক্ষে।
  • আইসিসি আয়োজিত প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকার একমাত্র সাফল্য ১৯৯৮ সালে। তারা বাংলাদেশের মাটিতে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়লাভ করে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ছিলেন হ্যান্সি ক্রোনিয়ে।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের পরিসংখ্যান (South Africa Cricketers’ Stats)-

টেস্টে সেরা পাঁচ ব্যাটার-

নাম ম্যাচ মোট রান ব্যাটিং গড় শতরান অর্ধশতরান সর্বোচ্চ
জ্যাক ক্যালিস ১৬৫ ১৩২০৬ ৫৫.২৫ ৪৫ ৫৮ ২২৪
হাশিম আমলা ১২৪ ৯২৮২ ৪৬.৬৪ ২৮ ৪১ ৩১১*
গ্রেম স্মিথ ১১৬ ৯২৫৩ ৪৮.৭০ ২৭ ৩৮ ২৭৭
এবি ডিভিলিয়ার্স ১১৪ ৮৭৬৫ ৫০.৬৬ ২২ ৪৬ ২৭৮*
গ্যারি কার্স্টেন ১০১ ৭২৮৯ ৪৫.২৭ ২১ ৩৪ ২৭৫

টেস্টে সেরা পাঁচ বোলার-

    নাম ম্যাচ উইকেট বোলিং গড় ইনিংসে ৫ উইকেট ম্যাচে ১০ উইকেট সর্বোচ্চ
ডেল স্টেইন ৯৩ ৪৩৯ ২২.৯৫ ২৬ ০৫ ৭/৫১
শন পোলক ১০৮ ৪২১ ২৩.১১ ১৬ ০১ ৭/৮৭
মাখায়া এনতিনি ১০১ ৩৯০ ২৮.৮২ ১৮ ০৪ ৭/৩৭
অ্যালান ডোনাল্ড ৭২ ৩৩০ ২২.২৫ ২০ ০৩ ৮/৭১
মর্ণি মর্কেল ৮৬ ৩০৯ ২৭.৬৬ ০৮ ০০ ৬/২৩

 

ওয়ান ডে ক্রিকেটে সেরা পাঁচ ব্যাটার-

    নাম ম্যাচ মোট রান ব্যাটিং গড় শতরান অর্ধশতরান সর্বোচ্চ
জ্যাক ক্যালিস ৩২৩ ১১৫৫০ ৪৫.১১ ১৭ ৮৬ ১৩৯
এবি ডিভিলিয়ার্স ২১৩ ৯৪২৭ ৫৪.১৭ ২৫ ৫২ ১৭৬
হাশিম আমলা ১৭৮ ৮১১৩ ৪৯.৪৬ ২৭ ৩৯ ১৫৯
হার্শেল গিবস ২৪৮ ৮০৯৪ ৩৬.১৩ ২১ ৩৭ ১৭৫
গ্রেম স্মিথ ১৯৬ ৬৯৮৯ ৩৮.১৯ ১০ ৪৭ ১৪১

ওয়ান ডে ক্রিকেটে সেরা পাঁচ বোলার-

     নাম ম্যাচ উইকেট বোলিং গড় ইনিংসে ৫ উইকেট সর্বোচ্চ
শন পোলক ২৯৪ ৩৮৭ ২৪.৩১ ০৫ ৬/৩৫
অ্যালান ডোনাল্ড ১৬৩ ২৭২ ২১.৭৮ ০২ ৬/২৩
জ্যাক ক্যালিস ৩২৩ ২৬৯ ৩১.৮৫ ০২ ৫/৩০
মাখায়া এনতিনি ১৭২ ২৬৫ ২৪.৫৩ ০৪ ৬/২২
ডেল স্টেইন ১২৩ ১৯৪ ২৬.০০ ০৩ ৬/৩৯

 

টি-২০ ক্রিকেটে সেরা পাঁচ ব্যাটার-

      নাম ম্যাচ মোট রান ব্যাটিং গড় শতরান অর্ধশতরান সর্বোচ্চ
ক্যুইন্টন ডি কক ৮০ ২২২৭ ৩২.৫২ ০১ ১৪ ১০০
ডেভিড মিলার ১১৩ ২২২৭ ৩৪.২৬ ০২ ০৬ ১০৬*
জে পি ডুমিনি ৮১ ১৯৩৪ ৩৮.৬৮ ০০ ১১ ৯৬*
রিজা হেনড্রিকস ৫৬ ১৭০২ ৩১.৫১ ০০ ১৪ ৮৩
এবি ডিভিলিয়ার্স ৭৮ ১৬৭২ ২৬.১২ ০০ ১০ ৭৯*

টি-২০ ক্রিকেটে সেরা পাঁচ বোলার-

     নাম ম্যাচ উইকেট বোলিং গড় ইনিংসে ৫ উইকেট সর্বোচ্চ
তাবরেজ শামসি ৬৫ ৭৮ ২২.২০ ০১ ৫/২৪
ডেল স্টেইন ৪৭ ৬৪ ১৮.৩৫ ০০ ৪/৯
ইমরান তাহির ৩৫ ৬১ ১৪.০৮ ০২ ৫/২৩
লুঙ্গি এনগিডি ৪০ ৬০ ২০.২৩ ০১ ৫/৩৯
ওয়েন পার্নেল ৫৬ ৫৯ ২৫.৬৪ ০১ ৫/৩০

দক্ষিণ আফ্রিকার কিছু বিখ্যাত স্টেডিয়াম (Famous Stadiums in South Africa)-

  • সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ন
  • ওয়ান্ডারার্স, জোহানেসবার্গ
  • কিংসমিড স্টেডিয়াম, ডারবান
  • সেন্ট জর্জেস পার্ক, কেবের্হা
  • নিউল্যান্ডস, কেপ টাউন
  • বোল্যান্ড পার্ক, পার্ল
  • বাফেলো পার্ক, ইস্ট লন্ডন

দক্ষিণ আফ্রিকা জাতীয় দল সম্পর্কীত প্রশ্নাবলী (South Africa National Team FAQs)-

দক্ষিণ আফ্রিকা কতগুলি আইসিসি ট্রফি জিতেছে?

এখনও অবধি দক্ষিণ আফ্রিকা কেবল ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিই জিতেছে।

দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের অধিনায়ক কে?

টেস্ট ও একদিনের ক্রিকেটে তেম্বা বাভুমা দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক। টি-২০তে নেতৃত্ব দেন এইডেন মার্করাম।

দক্ষিণ আফ্রিকার শ্রেষ্ঠতম ক্রিকেটার কাকে মনে করা হয়?

অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে শ্রেষ্ঠতম খেলোয়াড় মনে করা হয়।

দক্ষিণ আফ্রিকাকে কেন আইসিসি নির্বাসিত করেছিলো?

বর্ণবৈষম্যের কারণে ১৯৭০ থেকে ১৯৯১ সাল অবধি আন্তর্জাতিক ক্রিকেট থেকে দক্ষিণ আফ্রিকা নির্বাসিত ছিলো।

দক্ষিণ আফ্রিকা কত সালে বিশ্বকাপ আয়োজন করেছিলো?

২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ আয়োজিত হয়েছিলো। ২০২৭ সালেও নামিবিয়া ও জিম্বাবুয়ের সাথে বিশ্বকাপ আয়োজন করবে তারা।