"আমার স্বামীকে চুরি করেছ", জন্মদিনে রোহিত-ঋতিকার সংসার ভাঙ্গলেন চাহাল, পোস্ট করলেন এই গোপন ছবি !! 1

ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার জন্মদিন আজ। পঁয়ত্রিশ পেরিয়ে ছত্রিশ বছরে পা দিলেন তিনি। প্রতিভাবান তরুণ ক্রিকেটার হিসেবে আত্মপ্রকাশ তাঁর, মাঝের কিছু বছর ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেন নি। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য হলেও ২০১১ একদিনের বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা হারিয়েছিলেন তিনি। ছবিটা পুরোপুরি বদলে যায় ২০১৩ সাল থেকে। ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) সাথে রোহিত শর্মাকে ওপেনার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক ধোনি। রোহিতের (Rohit Sharma) কেরিয়ারের গতিপথ বদলে দেয় সেই একটা সিদ্ধান্তই। রানের ফুলঝুড়ি দেখা যায় তাঁর ব্যাটে। ভাঙতে থাকে একের পর এক রেকর্ড। রোহিত থেকে অনুরাগীদের একান্ত প্রিয় ‘হিটম্যান’ হয়ে ওঠেন তিনি।

জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজির হয়ে দারুণ পারফর্ম করে এখন ভারতীয় দল এবং মুম্বই ইন্ডিয়ান্সের (MI) অপরিহার্য্য অংশ রোহিত (Rohit Sharma)। কেরিয়ারে নেতা হিসেবেও যোগ্যতার পরিচয় দিয়েছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সকে (MI) পাঁচটি আইপিএল ট্রফি দিয়েছেন। অন্তর্বর্তীকালীন অধিনায়ক থাকার সময় এশিয়া কাপ জিতেছেন জাতীয় দলের জার্সিতে। জিতেছেন নিদাহাস ট্রফিও। স্থায়ী অধিনায়ক হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছেন। আজ জন্মদিনে এই প্রজন্মের অন্যতম সেরা ক্রিকেটারের জন্য বিভিন্ন মহল থেকে এলো শুভেচ্ছা। সতীর্থ, প্রাক্তন ক্রিকেটার’রা তো শুভেচ্ছা জানিয়েছেনই, পাশাপাশি সমাজমাধ্যম ভরিয়েছেন সাধারণ সমর্থকেরাও। জন্মদিনে অধিকাংশই প্রার্থনা করেছেন রোহিতের হাত ধরে যেন একদিনের বিশ্বকাপ খেতাব জিতে নেয় ‘মেন ইন ব্লু।’ লাখো শুভেচ্ছাবার্তার মাঝে আলাদা করে চোখ টেনে নিলো যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) বার্তাটি। কমেন্ট সেকশনে রোহিত পত্নী ঋতিকার (Ritika Sajdeh) সাথে চাহালের খুনসুটিও বেশ ভাইরাল নেটমাধ্যমে।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

খোয়া গেছেন রোহিত, অভিযোগ স্ত্রী ঋতিকার-

Rohit Sharma and Yuzvendra Chahal | রোহিত | image: Twitter
Yuzvendra Chahal took to Instagram to wish Indian skipper Rohit Sharma a happy birthday

ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। ২০১৩ সালে রোহিতের অধিনায়কত্বেই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক হয় চাহালের। এর পর জাতীয় দলেও দুজনে দীর্ঘসময়ে একে অন্যের সাথে খেলেছেন। খুবই ঘনিষ্ঠ সম্পর্ক দুজনের মধ্যে। একাধিক সাক্ষাৎকারে চাহাল (Yuzvendra Chahal) জানিয়েছেন যে রোহিত যত ভালো ব্যাটসম্যান তার চেয়েও অনেক বড় মনের মানুষ। আজ ইন্সটাগ্রামে রোহিত সম্পর্কে চাহাল লেখেন, “শুভ জন্মদিন আমার প্রিয়তম বড় দাদা।” এর পর হৃদয়ের ইমোজি যুক্ত করেছেন তিনি। তারপর লিখেছেন, “তুমি সেই ব্যক্তি যে আমায় অন্ধকারে আলো দেখিয়েছো, আমার প্রিয়তম বন্ধু, যে আমায় বিশ্বে সবচেয়ে বেশী হাসায়।” এর পর লিখেছেন, “শুভ জন্মদিন রোহিতা শর্মা।” হিটম্যানকে যে তিনি রোহিতা বলে ডাকেন তা আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন চাহাল।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad WPL 2023 | Asia Cup 2023

পোস্টের ক্যাপশনের খানিকটা যে তিনি রোহিতের স্ত্রী ঋতিকার (Ritika Sajdeh) থেকে ধার করেছিলেন তাও লিখে দিয়েছেন হরিয়ানার লেগস্পিনার। ভারত অধিনায়কের স্ত্রীয়ের সাথে চাহালের বেশ ভালো সম্পর্ক। মাঝেমধ্যেই একে অন্যের সোশ্যাল মিডিয়া পোস্টে মন্তব্য করেন তাঁরা। আজ রোহিতকে (Rohit Sharma) শুভেচ্ছা জানানোর পোস্টটি নজর এড়ায় নি ঋতিকার। নজর এড়ায় নি ক্যাপশনটিও। মজা করে ঋতিকা কমেন্ট করেন, “তুমি যখন আমার স্বামীকেই চুরি করে নিয়েছো, তাহলে ক্যাপশনটাও নিতেই পারো।” দু’জনের এই বার্তালাপের স্ক্রিনশট ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

IPL 2023 | Australia Tour Of India 2023 | Cricket News Today | Fantasy Cricket | ICC T20 World Cup 2024 | ICC ODI World Cup 2023 | ICC Test Championship Final | IND vs AUS | WPL 2023 | Asia Cup 2023

দেখুন চাহাল ও ঋতিকার সেই কথোপকথন-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *